ETV Bharat / sitara

চিনতে পারছেন এই দুই টলি তারকাকে ? - দেব

এবার পুজোয় সাইবার দুনিয়ার ক্ষয়ক্ষতি থেকে দর্শককে সাবধান করতে মুক্তি পেতে চলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রাইভেট লিমিটেডের ছবি 'পাসওয়ার্ড'। ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ETV Bharat সিতারার সঙ্গে তিনি শেয়ার করলেন ছবির দুটি পোস্টার।

পাসওয়ার্ড
author img

By

Published : Jun 28, 2019, 6:46 PM IST

কলকাতা : পোস্টার দুটিতে মুখে কালো কাপড় বেঁধে একটিতে রুক্মিণী মৈত্র এবং অন্যটিতে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে। রুক্মিণী-পরমব্রত ছাড়াও, ছবিতে অভিনয় করেছেন দেব, পাওলি দাম এবং আদৃত রায়।

পাসওয়ার্ড
পোস্টারে রুক্মিনী
ছবিতে দেখানো হয়েছে একজন পুলিশ অফিসারকে। সে এমন এক আসামিকে খুঁজছে, যে নেট দুনিয়ায় প্রবেশ করে মানুষকে হেনস্থা করছে। পাসওয়ার্ডে সাইবার ক্রাইমের অনেক হাল-হকিকত দেখানো হবে বলে জানিয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।
পাসওয়ার্ড
পোস্টারে পরমব্রত
শেষমেশ কি সেই অপরাধী ধরা পাবে? জানতে হলে অপেক্ষা করতে হবে পুজো পর্যন্ত। তখনই মুক্তি পাবে 'পাসওয়ার্ড'।

কলকাতা : পোস্টার দুটিতে মুখে কালো কাপড় বেঁধে একটিতে রুক্মিণী মৈত্র এবং অন্যটিতে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে। রুক্মিণী-পরমব্রত ছাড়াও, ছবিতে অভিনয় করেছেন দেব, পাওলি দাম এবং আদৃত রায়।

পাসওয়ার্ড
পোস্টারে রুক্মিনী
ছবিতে দেখানো হয়েছে একজন পুলিশ অফিসারকে। সে এমন এক আসামিকে খুঁজছে, যে নেট দুনিয়ায় প্রবেশ করে মানুষকে হেনস্থা করছে। পাসওয়ার্ডে সাইবার ক্রাইমের অনেক হাল-হকিকত দেখানো হবে বলে জানিয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।
পাসওয়ার্ড
পোস্টারে পরমব্রত
শেষমেশ কি সেই অপরাধী ধরা পাবে? জানতে হলে অপেক্ষা করতে হবে পুজো পর্যন্ত। তখনই মুক্তি পাবে 'পাসওয়ার্ড'।
Intro:এবার পুজোয় সাইবার দুনিয়ার ক্ষয়ক্ষতি থেকে দর্শককে সাবধান করতে মুক্তি পেতে চলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রাইভেট লিমিটেডের ছবি 'পাসওয়ার্ড'। ছবির পরিচালক টলিউডের ডাক্তারবাবু কমলেশ্বর মুখোপাধ্যায়। ETV Bharat সিতারার সঙ্গে তিনি শেয়ার করলেন দুটি পোস্টার।


Body:পোস্টার দুটিতে মুখে কালো কাপড় বেঁধে একটিতে রুক্মিণী মৈত্র এবং অন্যটিতে পরমব্রত চট্টোপাধ্যায়। রুক্মিণী-পরমব্রত ছাড়াও, ছবিতে অভিনয় করেছেন প্রযোজক দেব, পাওলি দাম এবং আদৃত রায়।

ছবিতে দেখান হয়েছে এমন একজন পুলিশ অফিসারকে। সে এমন এক আসামিকে খুঁজছে, যে নেট দুনিয়ায় প্রবেশ করে মানুষকে হেনস্থা করছে। পাসওয়ার্ডে সাইবার ক্রাইমের অনেক হাল-হকিকত দেখানো হবে বলে জানিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।


Conclusion:শেষমেশ কি সেই অপরাধী ধরা পাবে? জানতে হলে অপেক্ষা করতে হবে পুজো পর্যন্ত। তখনই মুক্তি পাবে ছবিটি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.