ETV Bharat / sitara

শাশুড়ি অঞ্জনা ভৌমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন জিশু, ব্য়াকড্রপে 'চৌরঙ্গী'

author img

By

Published : Apr 24, 2020, 8:29 PM IST

1968 সালে মুক্তিপ্রাপ্ত 'চৌরঙ্গী'-তে ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জনা ভৌমিক । আর সম্পর্কে তিনি জিশু সেনগুপ্তের শাশুড়ি । লকডাউনে অভিনেত্রীকে স্মৃতির পথে ঘোরালেন জিশু ।

Jishu Sengupta shares video with mother in law anjana bhowmik
Jishu Sengupta shares video with mother in law anjana bhowmik

কলকাতা : 'চৌরঙ্গী' বাংলা সিনেমার অন্যতম উল্লেখযোগ্য একটি ছবি । সেই ছবিকে বর্তমানের উপযুক্ত করে তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়, নাম 'শাহজাহান রিজেন্সি' । নাম আর কাস্টিংয়ে নতুনত্ব থাকলেও, আমেজটা সেই পুরোনো 'চৌরঙ্গী'-র মতোই, যেখানে উত্তমকুমারের বিপরীতে অভিনয় করেছিলেন অঞ্জনা ভৌমিক ।

'শাহজাহান রিজেন্সি'-র একটি গান খুবই জনপ্রিয় হয়েছে । অনির্বাণ ভট্টাচার্যের গাওয়া 'কিচ্ছু চাইনি আমি...' সেই গানটি শাশুড়ি অঞ্জনাকে শোনালেন জিশু ।হয়তো এই প্রথমবার নয়, আগেও শুনিয়েছেন বহুবার । সুন্দর করে শাশুড়ির মাথায় হাতও বুলিয়ে দিলেন জিশু ।

সেই মুহূর্তের ভিডিয়ো শেয়ার করলেন জিশুর স্ত্রী ও অঞ্জনার মেয়ে অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত । ক্যাপশনে নীলাঞ্জনা লিখেছেন, "ম্যাজিকাল মোমেন্টস, মেকিং মেমোরিজ়, গ্রেটফুল অ্যান্ড ব্লেসড" ।

পোস্টটি সৃজিতকে ট্যাগ করতেও ভোলেননি নীলাঞ্জনা । আপনারাও দেখে নিন সেই ভিডিয়ো...

কলকাতা : 'চৌরঙ্গী' বাংলা সিনেমার অন্যতম উল্লেখযোগ্য একটি ছবি । সেই ছবিকে বর্তমানের উপযুক্ত করে তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়, নাম 'শাহজাহান রিজেন্সি' । নাম আর কাস্টিংয়ে নতুনত্ব থাকলেও, আমেজটা সেই পুরোনো 'চৌরঙ্গী'-র মতোই, যেখানে উত্তমকুমারের বিপরীতে অভিনয় করেছিলেন অঞ্জনা ভৌমিক ।

'শাহজাহান রিজেন্সি'-র একটি গান খুবই জনপ্রিয় হয়েছে । অনির্বাণ ভট্টাচার্যের গাওয়া 'কিচ্ছু চাইনি আমি...' সেই গানটি শাশুড়ি অঞ্জনাকে শোনালেন জিশু ।হয়তো এই প্রথমবার নয়, আগেও শুনিয়েছেন বহুবার । সুন্দর করে শাশুড়ির মাথায় হাতও বুলিয়ে দিলেন জিশু ।

সেই মুহূর্তের ভিডিয়ো শেয়ার করলেন জিশুর স্ত্রী ও অঞ্জনার মেয়ে অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত । ক্যাপশনে নীলাঞ্জনা লিখেছেন, "ম্যাজিকাল মোমেন্টস, মেকিং মেমোরিজ়, গ্রেটফুল অ্যান্ড ব্লেসড" ।

পোস্টটি সৃজিতকে ট্যাগ করতেও ভোলেননি নীলাঞ্জনা । আপনারাও দেখে নিন সেই ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.