ETV Bharat / sitara

শ্রীদেবীর তৃতীয় মৃত্যুবার্ষিকী, মায়ের হাতে লেখা চিঠি পোস্ট জাহ্নবীর - তৃতীয় মৃত্যুবার্ষিকী

কেটে গেল তিনটে বছর । দুবাইয়ের হোটেলের বাথটব থেকে মিলেছিল শ্রীদেবীর মরদেহ । আজ তাঁর তৃতীয় মৃত্যু বার্ষিকীতে মায়ের উদ্দেশে একটি পোস্ট করলেন কন্যা জাহ্নবী ।

Janhvi Kapoor shares handwritten note on Sridevi's third death anniversary
শ্রীদেবীর তৃতীয় মৃত্যুবার্ষিকী, মায়ের হাতে লেখা চিঠি পোস্ট জাহ্নবীর
author img

By

Published : Feb 24, 2021, 1:59 PM IST

Updated : Feb 25, 2021, 5:22 PM IST

মুম্বই, 24 ফেব্রুয়ারি: শ্রীদেবীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন তাঁর কন্যা জাহ্নবী কাপুর। হাতে লেখা একটি নোট পোস্ট করলেন তিনি। জানালেন, আজও মাকে কতটা মিস করেন।

হাতে লেখা নোটটিতে ইংরেজিতে লেখা রয়েছে, ''আমার লাবু, তোমাকে আমি ভালোবাসি। তুমি বিশ্বের মধ্যে সেরা শিশু।'' দেখে মনে হচ্ছে, লেখাটি শ্রীদেবীর হাতের লেখা। মেয়ে জাহ্নবীর উদ্দেশে তিনি সেটি লিখেছিলেন। ইনস্টাগ্রামে পোস্টটি করে ক্যাপশনে তিনি লিখেছেন, ''মিস ইউ''।

মঙ্গলবার শ্রীদেবীর জন্য প্রার্থনা করে পুজো করেন তাঁর দুই কন্যা জাহ্নবী ও খুশি এবং স্বামী বনি কাপুর। এই বিশেষ দিনে মা ও বাবার ছুটি কাটানোর একটি সুন্দর মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন খুশি। তবে তিনি তাঁর পোস্টে কোনও ক্যাপশন ব্যবহার করেননি।

সোমবার মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল জাহ্নবী ও খুশিকে। শ্রীদেবীর বাড়িতে বার্ষিক পুজোর অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা চেন্নাই যাচ্ছিলেন। তবে 2020 সালে আমেরিকায় কলেজে থাকায় পুজোয় অংশ নিতে পারেননি খুশি।

আরও পড়ুন: 39 কোটি টাকা দিয়ে জুহুতে নতুন ফ্ল্যাট কিনলেন জাহ্নবী ?

2018 সালের দুবাইতে প্রয়াত হন তিনি। তাঁর আচমকা অদ্ভুত মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বলিউডে। সে দিন গোটা দেশের ঘুম ভাঙে এই খবরে ৷ দুবাইয়ে এক পারিবারিক অনুষ্ঠানে গিয়ে হোটেলের বাথটব থেকে উদ্ধার হয় অভিনেত্রীর মরদেহ।

আমাদের তরফেও শ্রীদেবীর প্রতি রইল শ্রদ্ধার্ঘ।

মুম্বই, 24 ফেব্রুয়ারি: শ্রীদেবীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন তাঁর কন্যা জাহ্নবী কাপুর। হাতে লেখা একটি নোট পোস্ট করলেন তিনি। জানালেন, আজও মাকে কতটা মিস করেন।

হাতে লেখা নোটটিতে ইংরেজিতে লেখা রয়েছে, ''আমার লাবু, তোমাকে আমি ভালোবাসি। তুমি বিশ্বের মধ্যে সেরা শিশু।'' দেখে মনে হচ্ছে, লেখাটি শ্রীদেবীর হাতের লেখা। মেয়ে জাহ্নবীর উদ্দেশে তিনি সেটি লিখেছিলেন। ইনস্টাগ্রামে পোস্টটি করে ক্যাপশনে তিনি লিখেছেন, ''মিস ইউ''।

মঙ্গলবার শ্রীদেবীর জন্য প্রার্থনা করে পুজো করেন তাঁর দুই কন্যা জাহ্নবী ও খুশি এবং স্বামী বনি কাপুর। এই বিশেষ দিনে মা ও বাবার ছুটি কাটানোর একটি সুন্দর মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন খুশি। তবে তিনি তাঁর পোস্টে কোনও ক্যাপশন ব্যবহার করেননি।

সোমবার মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল জাহ্নবী ও খুশিকে। শ্রীদেবীর বাড়িতে বার্ষিক পুজোর অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা চেন্নাই যাচ্ছিলেন। তবে 2020 সালে আমেরিকায় কলেজে থাকায় পুজোয় অংশ নিতে পারেননি খুশি।

আরও পড়ুন: 39 কোটি টাকা দিয়ে জুহুতে নতুন ফ্ল্যাট কিনলেন জাহ্নবী ?

2018 সালের দুবাইতে প্রয়াত হন তিনি। তাঁর আচমকা অদ্ভুত মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বলিউডে। সে দিন গোটা দেশের ঘুম ভাঙে এই খবরে ৷ দুবাইয়ে এক পারিবারিক অনুষ্ঠানে গিয়ে হোটেলের বাথটব থেকে উদ্ধার হয় অভিনেত্রীর মরদেহ।

আমাদের তরফেও শ্রীদেবীর প্রতি রইল শ্রদ্ধার্ঘ।

Last Updated : Feb 25, 2021, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.