ETV Bharat / sitara

Jalsa Trailer Out : মুক্তি পেল বিদ্যা বালনের নতুন ছবি 'জলসা'র ট্রেলার - মুক্তি পেল বিদ্যা বালনের নতুন ছবি জলসার ট্রেলার

প্রাইম ভিডিয়োর সঙ্গে তৃতীয় প্রজেক্ট বিদ্যা বালনের মুক্তি পেল তাঁর নতুন ছবি 'জলসা'র ট্রেলার (Jalsa Trailer Launches )৷

Jalsa Trailer Out
মুক্তি পেল বিদ্যা বালনের নতুন ছবি 'জলসা'-র ট্রেলার
author img

By

Published : Mar 9, 2022, 9:35 PM IST

মুম্বই, 9 মার্চ : বুধবার মুক্তি পেল বিদ্যা বালনের নতুন ছবি 'জলসা'র ট্রেলার ৷ ছবির ট্রেলার লঞ্চেই বিদ্য়া জানান, প্রথমে তিনি ছবিটিতে কাজ করতে চাননি কারণ তাঁর চরিত্রটিতে যেসব গ্রে শেডসগুলি আছে তা যথেষ্ট জটিল ছিল ৷ পরে করোনা মহামারি চলাকালীন তিনি নিজের মত পরিবর্তন করেন ৷ ছবিতে শেফালি শাহের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিদ্যাকে ৷

ছবিটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী, যিনি 2017 সালের বিদ্যা অভিনীত 'তুমহারি সুলু' পরিচালনা করেছিলেন । সাংবাদিকদের উদ্দেশ্য়ে এদিন বিদ্যা বলেন, "চরিত্রে এতে ধূসর দিক ছিল যে যখন সুরেশ আমায় চিত্রনাট্যটি শোনান আমি বলি আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমি এটা করতে পারব না ৷ আমার সাহস ছিল না ৷ কিন্তু তারপর এই মহামারি আমাদের সকলকে গভীরভাবে বদলে দিল যা হয়ত আমরা বুঝতেও পারছি না ৷" অভিনেত্রী জানান, এরপর সুরেশ নিজেও চিত্রনাট্যে কিছু কিছু পরিবর্তন করেন এবং তা আবার শোনান ৷ অবশেষে রাজি হন বিদ্যা (Vidya Balan on Film Jalsa) ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন :হিন্দি ছবিতে কবে অভিষেক হচ্ছে রশ্মিকার? সামনে এল দিনক্ষণ

18 মার্চ ওটিটিতে মুক্তি পেতে চলেছে 'জলসা' ছবিটি ৷ অ্যামাজন অরিজিনালস হিসাবে মুক্তি পেতে চলা এই ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে চলেছেন বিদ্যা ৷ তাঁর চরিত্রের নাম মায়া ৷ 'জলসা' বিদ্যার তৃতীয় প্রাইম ভিডিয়ো প্রজেক্ট ৷ এর আগে তাঁর 'শকুন্তলা দেবী' এবং 'শেরনি' যথেষ্ট প্রশংসিত হয়েছে ৷ অন্যদিকে ছবিতে শেফালির চরিত্রটির নাম রুকসানা ৷ নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, "আমি প্রচুর সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম, এটা সত্য়িই সুন্দর ছিল । অনেক সূক্ষ্মতা, স্তর রয়েছে । রুকসানা এমন কেউ নয় যে সব শেষ করার চেষ্টা করছে । বরং সে উচ্চাকাঙ্ক্ষী এবং তার একটা দৃঢ় দৃষ্টিভঙ্গি আছে ৷" একই সঙ্গে তিনি জানান, বিদ্যার সঙ্গে অভিনয় তাঁকে একজন অভিনেত্রী হিসাবে আরও সমৃদ্ধ করেছে ৷

মুম্বই, 9 মার্চ : বুধবার মুক্তি পেল বিদ্যা বালনের নতুন ছবি 'জলসা'র ট্রেলার ৷ ছবির ট্রেলার লঞ্চেই বিদ্য়া জানান, প্রথমে তিনি ছবিটিতে কাজ করতে চাননি কারণ তাঁর চরিত্রটিতে যেসব গ্রে শেডসগুলি আছে তা যথেষ্ট জটিল ছিল ৷ পরে করোনা মহামারি চলাকালীন তিনি নিজের মত পরিবর্তন করেন ৷ ছবিতে শেফালি শাহের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিদ্যাকে ৷

ছবিটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী, যিনি 2017 সালের বিদ্যা অভিনীত 'তুমহারি সুলু' পরিচালনা করেছিলেন । সাংবাদিকদের উদ্দেশ্য়ে এদিন বিদ্যা বলেন, "চরিত্রে এতে ধূসর দিক ছিল যে যখন সুরেশ আমায় চিত্রনাট্যটি শোনান আমি বলি আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমি এটা করতে পারব না ৷ আমার সাহস ছিল না ৷ কিন্তু তারপর এই মহামারি আমাদের সকলকে গভীরভাবে বদলে দিল যা হয়ত আমরা বুঝতেও পারছি না ৷" অভিনেত্রী জানান, এরপর সুরেশ নিজেও চিত্রনাট্যে কিছু কিছু পরিবর্তন করেন এবং তা আবার শোনান ৷ অবশেষে রাজি হন বিদ্যা (Vidya Balan on Film Jalsa) ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন :হিন্দি ছবিতে কবে অভিষেক হচ্ছে রশ্মিকার? সামনে এল দিনক্ষণ

18 মার্চ ওটিটিতে মুক্তি পেতে চলেছে 'জলসা' ছবিটি ৷ অ্যামাজন অরিজিনালস হিসাবে মুক্তি পেতে চলা এই ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে চলেছেন বিদ্যা ৷ তাঁর চরিত্রের নাম মায়া ৷ 'জলসা' বিদ্যার তৃতীয় প্রাইম ভিডিয়ো প্রজেক্ট ৷ এর আগে তাঁর 'শকুন্তলা দেবী' এবং 'শেরনি' যথেষ্ট প্রশংসিত হয়েছে ৷ অন্যদিকে ছবিতে শেফালির চরিত্রটির নাম রুকসানা ৷ নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, "আমি প্রচুর সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম, এটা সত্য়িই সুন্দর ছিল । অনেক সূক্ষ্মতা, স্তর রয়েছে । রুকসানা এমন কেউ নয় যে সব শেষ করার চেষ্টা করছে । বরং সে উচ্চাকাঙ্ক্ষী এবং তার একটা দৃঢ় দৃষ্টিভঙ্গি আছে ৷" একই সঙ্গে তিনি জানান, বিদ্যার সঙ্গে অভিনয় তাঁকে একজন অভিনেত্রী হিসাবে আরও সমৃদ্ধ করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.