ETV Bharat / sitara

পাক্কা রাঁধুনি রাহুল, গল্প বলবে 'জাদু কড়াই' - sayani dutta

কড়াইয়ে শুধু রান্না হয় না, হয় জাদুও। শিগগিরি জাদু দেখাতে আসছে 'জাদু কড়াই'।

জাদু কড়াই
author img

By

Published : May 16, 2019, 9:54 AM IST

কলকাতা : বিক্রম সেন। হওয়ার ইচ্ছে ছিল শেফ, হয়ে গেল অ্যাকাউন্টেন্ট। তাও আবার পারিবারিক চাপে। কিন্তু, পাক্কা রাঁধুনি সে। রান্না কি এত সহজে ছাড়তে পারে। এর মাঝেই একটি কড়াই আসে তার হাতে। আর সেই কড়াই ঘিরেই ঘটতে থাকে ঘটনা। ছবির নাম 'জাদুর কড়াই'। পরিচালনা করেছেন মেঘদূত রুদ্র। আগামী ১৯ মে এক চ্যানেলে মুক্তি পাচ্ছে ছবিটি।

ছবিতে বিক্রম সেনের চরিত্রে অভিনয় করছেন রাহুল। এছাড়াও আছেন সায়নী দত্ত, জয়দীপ কুণ্ডু, দীপান্বিতী সাহা, অমিত সাহা ও পদ্মনাভ দাশগুপ্ত। ট্রাইপড এন্টারটেইনমেন্টের সত্রাজিৎ সেন ও সন্দীপ বসু প্রযোজিত ছবির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রজিৎ দে।

জাদু কড়াই
জাদু কড়াই

ছবির গল্প বিক্রম সেন ও তার স্বপ্নপূরণকে কেন্দ্র করে। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে পোক্ত রাঁধুনি বিক্রম। বড় ও ভালো শেফ হয়ে নিজের রেস্তরাঁ খুলবে। কিন্তু, পারিবারিক চাপে তাকে বাধ্য হয়ে অ্যাকাউন্টেন্টের কাজ করতে হয়। সে আবার বর্ধমানের জমিদার পরিবারের সদস্য। অফিসে রূপসা নামের একটি মেয়েকে সে ভালোবাসত। কিন্তু, বলে উঠতে পারেনি কখনও। এদিকে সে কাজটা ছাড়তে পারছিল না কারণ সে সবসময় রূপসার আশপাশে থাকতে চাইছিল। অ্যাকাউন্টেন্টের চাকরি করতে গিয়ে তাকে এক মেস বাড়িতেও থাকতে হয়। সেখানে আলাপ হয় শেয়ার ব্যবসায়ী সুব্রত ও স্ট্রাগলিং অভিনেতা তিমিরের সঙ্গে। বিক্রম তার বাড়ির সামনে থেকে ফেরিওয়ালার কাছ থেকে একটি কড়াই কেনে। এখান থেকেই শুরু হয় গল্প।

কলকাতা : বিক্রম সেন। হওয়ার ইচ্ছে ছিল শেফ, হয়ে গেল অ্যাকাউন্টেন্ট। তাও আবার পারিবারিক চাপে। কিন্তু, পাক্কা রাঁধুনি সে। রান্না কি এত সহজে ছাড়তে পারে। এর মাঝেই একটি কড়াই আসে তার হাতে। আর সেই কড়াই ঘিরেই ঘটতে থাকে ঘটনা। ছবির নাম 'জাদুর কড়াই'। পরিচালনা করেছেন মেঘদূত রুদ্র। আগামী ১৯ মে এক চ্যানেলে মুক্তি পাচ্ছে ছবিটি।

ছবিতে বিক্রম সেনের চরিত্রে অভিনয় করছেন রাহুল। এছাড়াও আছেন সায়নী দত্ত, জয়দীপ কুণ্ডু, দীপান্বিতী সাহা, অমিত সাহা ও পদ্মনাভ দাশগুপ্ত। ট্রাইপড এন্টারটেইনমেন্টের সত্রাজিৎ সেন ও সন্দীপ বসু প্রযোজিত ছবির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রজিৎ দে।

জাদু কড়াই
জাদু কড়াই

ছবির গল্প বিক্রম সেন ও তার স্বপ্নপূরণকে কেন্দ্র করে। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে পোক্ত রাঁধুনি বিক্রম। বড় ও ভালো শেফ হয়ে নিজের রেস্তরাঁ খুলবে। কিন্তু, পারিবারিক চাপে তাকে বাধ্য হয়ে অ্যাকাউন্টেন্টের কাজ করতে হয়। সে আবার বর্ধমানের জমিদার পরিবারের সদস্য। অফিসে রূপসা নামের একটি মেয়েকে সে ভালোবাসত। কিন্তু, বলে উঠতে পারেনি কখনও। এদিকে সে কাজটা ছাড়তে পারছিল না কারণ সে সবসময় রূপসার আশপাশে থাকতে চাইছিল। অ্যাকাউন্টেন্টের চাকরি করতে গিয়ে তাকে এক মেস বাড়িতেও থাকতে হয়। সেখানে আলাপ হয় শেয়ার ব্যবসায়ী সুব্রত ও স্ট্রাগলিং অভিনেতা তিমিরের সঙ্গে। বিক্রম তার বাড়ির সামনে থেকে ফেরিওয়ালার কাছ থেকে একটি কড়াই কেনে। এখান থেকেই শুরু হয় গল্প।

Intro:টেলিভিশনের পর্দায় ম্যাজিক দেখাতে আসছে রাহুল ও সায়নী দত্ত নতুন ছবি জাদু কড়াই দিয়ে

অমিত চক্রবর্তী,কলকাতা:দর্শকদের মনোরঞ্জনের কথা চিন্তা করে পরিচালকরা এখন শুধুমাত্র সিনেমা হলের জন্য ছবি আনছেন না। সিনেমা হল এর পাশাপাশি টেলিভিশনের জন্য ছবি বানানোর কাজ সমান ভাবে এগিয়ে চলেছে। সেই ধারাকে বজায় রেখে পরিচালক মেঘদুত রুদ্র , ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার এর জন্য নিয়ে আসলেন নতুন বাংলা ছবি জাদুর কড়াই। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাহুল, সায়নী দত্ত, জয়দীপ কুন্ডু, দীপান্বিতা নাথ, অমিত সাহা ও পদ্মনাভ দাশগুপ্ত কে। ট্রাইপড ইন্টার্ণমেন্ট এর সত্রাজিৎ সেন ও সন্দীপ বসু পরিচালিত এই ছবির সংগীত পরিচালনা দায়িত্বে রয়েছেন ইন্দ্রজিৎ দে।


Body:এই ছবির গল্প সম্বন্ধে যেটুকু আবাস পাওয়া গেল তাতে বিক্রম সেন (রাহুল) জীবন একজন বড় ও ভালো ধরনের শেফ হতে চান। কিন্তু পারিবারিক চাপে তাকে বাধ্য হয়ে একাউন্টেন্টের কাজ করতে হয়। বিক্রম সেন বংশপরম্পরায় বর্ধমানের জমিদার পরিবারের সদস্য। অফিসে থাকাকালীন সে তার বন্ধু রুপসা আহমেদকে মনে মনে ভালোবাসতেন কিন্তু, কোন সময় বলে উঠতে পারেননি। তার স্বপ্ন ছিল নিজে একজন শেফ হয়ে একটি রেস্টুরেন্ট খুলবেন। কিন্তু টাকার অভাবে সে স্বপ্ন পূরণ হয়নি।সে কাজটা ছাড়তে পারছিলোনা কারন, সে সবসময় রুপসা আশেপাশে থাকতে চাইছিল। অ্যাকাউন্টেন্ট এর চাকরি করার সত্যি তাকে এক মেস বাড়িতে থাকতে হচ্ছিল তার দুই বন্ধু একজন শেয়ার ব্যবসায়ী সুব্রত আরেকজন স্ট্রাগলিং অভিনেতা তিমিরের সঙ্গে। বিক্রম যে মেস বাড়িতে ভাড়া থাকতো, একদিন সে তার বাড়ির সামনে থেকে ফেরিওয়ালার কাছ থেকে একটি কড়াই কেনে। বিক্রম এই কড়াইতে রান্না করতে কে দেখতে পায় এই করাই টির মধ্যে জাদুকরী কিছু ক্ষমতা রয়েছে। কারণ অনেক রান্না যা এতদিন তার শখ ছিল সবই নিজে থেকে হতে লাগে। এমন অদ্ভুত বিষয় দেখে সে এই কড়াই এর ইতিহাস এবং জানতে গিয়ে দেখে এটি তার পারিবারিক কড়াই। এরপরই তার জীবনে ঘটতে থাকে একের পর এক অভূতপূর্ব ঘটনা যেটা তার জীবনকে একদম পাল্টে দেয়। এবং সেইসঙ্গে বিক্রম খেয়াল রাখে যেন এই করাই কোন অসাধু ব্যক্তি হাতে না পড়ে যায়। এরপর শেষ পর্যন্ত বিক্রম আর তার কড়াই এর কি হল সেটা জানতে আগামী উনিশে মে রবিবার, সন্ধ্যা 7 টার সময় ওয়াল্ড টেলিভিশন প্রিমিয়ার দেখতে হবে নতুন ছবি জাদু কড়াই।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.