কলকাতা : বিক্রম সেন। হওয়ার ইচ্ছে ছিল শেফ, হয়ে গেল অ্যাকাউন্টেন্ট। তাও আবার পারিবারিক চাপে। কিন্তু, পাক্কা রাঁধুনি সে। রান্না কি এত সহজে ছাড়তে পারে। এর মাঝেই একটি কড়াই আসে তার হাতে। আর সেই কড়াই ঘিরেই ঘটতে থাকে ঘটনা। ছবির নাম 'জাদুর কড়াই'। পরিচালনা করেছেন মেঘদূত রুদ্র। আগামী ১৯ মে এক চ্যানেলে মুক্তি পাচ্ছে ছবিটি।
ছবিতে বিক্রম সেনের চরিত্রে অভিনয় করছেন রাহুল। এছাড়াও আছেন সায়নী দত্ত, জয়দীপ কুণ্ডু, দীপান্বিতী সাহা, অমিত সাহা ও পদ্মনাভ দাশগুপ্ত। ট্রাইপড এন্টারটেইনমেন্টের সত্রাজিৎ সেন ও সন্দীপ বসু প্রযোজিত ছবির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রজিৎ দে।
ছবির গল্প বিক্রম সেন ও তার স্বপ্নপূরণকে কেন্দ্র করে। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে পোক্ত রাঁধুনি বিক্রম। বড় ও ভালো শেফ হয়ে নিজের রেস্তরাঁ খুলবে। কিন্তু, পারিবারিক চাপে তাকে বাধ্য হয়ে অ্যাকাউন্টেন্টের কাজ করতে হয়। সে আবার বর্ধমানের জমিদার পরিবারের সদস্য। অফিসে রূপসা নামের একটি মেয়েকে সে ভালোবাসত। কিন্তু, বলে উঠতে পারেনি কখনও। এদিকে সে কাজটা ছাড়তে পারছিল না কারণ সে সবসময় রূপসার আশপাশে থাকতে চাইছিল। অ্যাকাউন্টেন্টের চাকরি করতে গিয়ে তাকে এক মেস বাড়িতেও থাকতে হয়। সেখানে আলাপ হয় শেয়ার ব্যবসায়ী সুব্রত ও স্ট্রাগলিং অভিনেতা তিমিরের সঙ্গে। বিক্রম তার বাড়ির সামনে থেকে ফেরিওয়ালার কাছ থেকে একটি কড়াই কেনে। এখান থেকেই শুরু হয় গল্প।