কলকাতা : মাত্র কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে তাঁর বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়ের । এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি । আর তার মধ্যেই সোশাল মিডিয়ায় সৌমিত্রবাবুর পরিবারকে নিয়ে নেটিজ়েনদের কুরুচিকর মন্তব্য দেখে রেগে যান মেয়ে পৌলমী বসু । এরপরই তিনি লালবাজারের সাইবার সেলে যান বলে শোনা গিয়েছে ।
লকডাউনের পর শুটিং করতে গিয়ে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন সৌমিত্রবাবু । তাঁকে ভরতি করা হয়েছিল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । টানা 40 দিন ধরে লড়াইয়ের পর 15 অক্টোবর সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । এদিকে সৌমিত্রবাবুর মৃত্যুর পরই তাঁর পরিবারের সদস্যদের দিকে একের পর মন্তব্য ছুড়ে দেন নেটিজ়েনরা ।
কেন এত বছর বয়সেও সৌমিত্রবাবুকে অভিনয় করতে যেতে হল ? কেউ তাঁকে কেন বারণ করেননি ? পরিবারের একমাত্র রোজগেরে মানুষ তিনি । এইসব প্রশ্ন তোলেন নেটিজ়েনরা । সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় এই পোস্টগুলি ।
এদিকে এর প্রতিবাদে সরব হন পৌলমী । কিন্তু, তাঁর প্রতিবাদের পরও এই ধরনের মন্তব্য করা বন্ধ হয়নি । তাই খানিক বাধ্য হয়েই নাকি তিনি লালবাজারে যান । তবে তাঁর অভিযোগের ভিত্তিতে লালবাজারে তরফে কী পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি ।
কয়েকদিন আগে ফেসবুকে একটি লিঙ্ক পোস্ট করেন পৌলমী । সেখানে তিনি লেখেন, "এই অর্ধসত্য খবরের কোনও মানে নেই... এই নোংরামো কবে থামবে...তারকাদের পরিবারকে নিয়ে মানুষ যা ইচ্ছে তাই বলে দেয় । সোশাল মিডিয়া বলে যা খুশি তাই চলে..." আর সেই পোস্টের কমেন্ট বক্সেই তিনি লেখেন, "আমি এর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানাব"। পরে অবশ্য সেই পোস্ট সোশাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয় । কিন্তু, পোস্টের স্ক্রিন শট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ।