কলকাতা : শহরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি করা হয়েছে সত্যজিৎ রায়কে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার সিরিজ় । নাম 'অচেনা মানিক'। সোশাল মিডিয়ার মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে সত্যজিৎ রায়কে তুলে ধরার জন্যই এই উদ্যোগ নিয়েছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য ।
সত্যজিৎ রায়ের ছবিতে যেসব শিল্পী কাজ করেছিলেন, তাঁদের সাক্ষাৎকারের মাধ্যমে মানিককে নতুনভাবে খুঁজে পেতে চেয়েছেন পরিচালক । সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি হোটেলে এই সিরিজ়ের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মমতা শংকর, কুশল চক্রবর্তী, সন্দীপ রায় ।
সাক্ষাৎকার সিরিজ়ের প্রথম পর্বেই রয়েছেন মমতা শংকর । সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে দেখা গেছে তাঁকে । এছাড়াও থাকবেন বরুণ চন্দ ও কুশল চক্রবর্তী ।
সিরিজ় সম্পর্কে সন্দীপ রায় বলেন, "বাবাকে নিয়ে এই ধরনের কাজ অনেক আগে হওয়া উচিত ছিল । তাহলে হয়তো আরও অনেক মানুষকে পাওয়া যেত । বাবার ব্যাপারে যাঁরা আরও অনেক কথা বলতে পারতেন । তাহলে অচেনা মানিক আরও অনেকটা চেনা হয়ে উঠতে পারত ।"
দেখুন ভিডিয়ো...