ETV Bharat / sitara

বিশেষ সাক্ষাৎকার সিরিজ়, 'অচেনা মানিক' - satyajit roy

সন্দীপ রায় বলেন, "বাবাকে নিয়ে এই ধরনের কাজ অনেক আগে হওয়া উচিত ছিল । তাহলে হয়তো আরও অনেক মানুষকে পাওয়া যেত । বাবার ব্যাপারে যাঁরা আরও অনেক কথা বলতে পারতেন । তাহলে অচেনা মানিক আরও অনেকটা চেনা হয়ে উঠতে পারত ।

ছবি
author img

By

Published : Oct 1, 2019, 5:54 PM IST

কলকাতা : শহরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি করা হয়েছে সত্যজিৎ রায়কে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার সিরিজ় । নাম 'অচেনা মানিক'। সোশাল মিডিয়ার মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে সত্যজিৎ রায়কে তুলে ধরার জন্যই এই উদ্যোগ নিয়েছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য ।

সত্যজিৎ রায়ের ছবিতে যেসব শিল্পী কাজ করেছিলেন, তাঁদের সাক্ষাৎকারের মাধ্যমে মানিককে নতুনভাবে খুঁজে পেতে চেয়েছেন পরিচালক । সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি হোটেলে এই সিরিজ়ের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মমতা শংকর, কুশল চক্রবর্তী, সন্দীপ রায় ।

সাক্ষাৎকার সিরিজ়ের প্রথম পর্বেই রয়েছেন মমতা শংকর । সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে দেখা গেছে তাঁকে । এছাড়াও থাকবেন বরুণ চন্দ ও কুশল চক্রবর্তী ।

সিরিজ় সম্পর্কে সন্দীপ রায় বলেন, "বাবাকে নিয়ে এই ধরনের কাজ অনেক আগে হওয়া উচিত ছিল । তাহলে হয়তো আরও অনেক মানুষকে পাওয়া যেত । বাবার ব্যাপারে যাঁরা আরও অনেক কথা বলতে পারতেন । তাহলে অচেনা মানিক আরও অনেকটা চেনা হয়ে উঠতে পারত ।"

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

কলকাতা : শহরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি করা হয়েছে সত্যজিৎ রায়কে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার সিরিজ় । নাম 'অচেনা মানিক'। সোশাল মিডিয়ার মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে সত্যজিৎ রায়কে তুলে ধরার জন্যই এই উদ্যোগ নিয়েছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য ।

সত্যজিৎ রায়ের ছবিতে যেসব শিল্পী কাজ করেছিলেন, তাঁদের সাক্ষাৎকারের মাধ্যমে মানিককে নতুনভাবে খুঁজে পেতে চেয়েছেন পরিচালক । সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি হোটেলে এই সিরিজ়ের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মমতা শংকর, কুশল চক্রবর্তী, সন্দীপ রায় ।

সাক্ষাৎকার সিরিজ়ের প্রথম পর্বেই রয়েছেন মমতা শংকর । সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে দেখা গেছে তাঁকে । এছাড়াও থাকবেন বরুণ চন্দ ও কুশল চক্রবর্তী ।

সিরিজ় সম্পর্কে সন্দীপ রায় বলেন, "বাবাকে নিয়ে এই ধরনের কাজ অনেক আগে হওয়া উচিত ছিল । তাহলে হয়তো আরও অনেক মানুষকে পাওয়া যেত । বাবার ব্যাপারে যাঁরা আরও অনেক কথা বলতে পারতেন । তাহলে অচেনা মানিক আরও অনেকটা চেনা হয়ে উঠতে পারত ।"

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো
Intro:শহরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এবং সহযোগিতায় তৈরি হয়েছে সত্যজিৎ রায়কে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার সিরিজ। নাম 'অচেনা মানিক'। সোশ্যাল মিডিয়া মারফত তরুণ প্রজন্মের কাছে সত্যজিৎ রায়কে তুলে ধরার জন্যই এই উদ্যোগ নিয়েছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য।


Body:সত্যজিৎ রায়ের ছবিতে যেসব শিল্পী কাজ করেছিলেন, তাঁদের সাক্ষাৎকারের মাধ্যমে সত্যজিৎ রায়কে নতুনভাবে খুঁজে পেতে চেয়েছেন পরিচালক। সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি হোটেলে সিরিজের উদ্বোধনীতে এসেছিলেন মমতা শঙ্কর, কুশল চক্রবর্তী, সন্দীপ রায়, প্রমুখ।

সাক্ষাৎকার সিরিজের প্রথম পর্বেই রয়েছেন মমতা শঙ্কর, যাঁকে সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে দেখতে পেয়েছে দর্শক। একই কথা প্রযোজ্য বরুণ চন্দ এবং কুশল চক্রবর্তীর ক্ষেত্রেও। অনুষ্ঠানে এসে সত্যজিৎ রায়ের পুত্র পরিচালক সন্দীপ রায় বলেন, "বাবাকে নিয়ে এই ধরনের কাজ অনেক আগে হওয়া উচিত ছিল। তাহলে হয়তো আরও অনেক মানুষকে পাওয়া যেত। বাবার ব্যাপারে যাঁরা আরও অনেক কথা বলতে পারতেন। অচেনা মানিক আরও অনেকটা চেনা হয়ে উঠতে পারত তাহলে।"


Conclusion:অনুষ্ঠানে উপস্থিত ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন মমতা শংকর, কুশল চক্রবর্তী, সন্দীপ রায়, পরিচালক অরিন্দম ভট্টাচার্য। দেখুন ভিডিওতে :
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.