মুম্বই : এক ফুল বিক্রেতার জীবন নিয়ে এই অ্যানিমেশন ফিল্ম সাজিয়েছেন গীতাঞ্জলি। পরিবার আর প্রেমের মধ্য়ে যে কোনও একটিকে বেছে নিতে হবে তাকে। কোথা থেকে এই গল্প মাথায় এল পরিচালকের? IANS কে জানালেন গীতাঞ্জলি।
গীতাঞ্জলি বললেন, "বম্বের রাস্তায় যাঁরা থাকে, যাঁরা ভালোবাসে, আমি সবসময়েই তাঁদের জীবন নিয়ে গল্প তৈরি করি। কোনও গল্পই সাফল্যের কথা বলে না, তাও কোথাও গিয়ে তাঁদের লড়াইটাই তাঁদের হিরো বানিয়ে তোলে। এই শহরটাই নেপথ্যে থাকা হিরো আর হিরোইনদের নিয়ে। আমি তাঁদের গল্প সারা পৃথিবীর সঙ্গে শেয়ার করতে চাই।"
কান থেকে কানপুর সমস্ত জায়গার সঙ্গে জড়িয়ে থাকে গীতাঞ্জলি পরিচালিত শর্ট ফিল্ম। তবে 'বম্বে রোজ়' তাঁর প্রথম ফিচার ফিল্ম। সেই ছবিরই এই সাফল্যে উচ্ছ্বসিত গীতাঞ্জলি।
আরও পড়ুন : টাবু-আলিয়ার সমগোত্রীয় ঋতুপর্ণা, উচ্ছ্বসিত 'আহারে' পরিচালক রঞ্জন
আত্মবিশ্বাসী গলায় তাও একটু রোমাঞ্চ রেখে গীতাঞ্জলি বলেলন, "এই প্রথম কোনও ভারতীয় অ্যানিমেটেড ফিল্ম ভেনিস ক্রিটিক'স উইকের উদ্বোধন করছে। ভেবেই ভালো লাগছে।"