ETV Bharat / sitara

'ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দা ইয়ার' বিশ্বজিৎ চট্টোপাধ্যায় - Biswajit Chatterjee gets honour

51 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা আইএফএফআই-এর মঞ্চে 'ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দা ইয়ার' পুরস্কার দেওয়া হল অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে ।

বিশ্বজিৎ চ্যাটার্জির খবর
বিশ্বজিৎ চ্যাটার্জির খবর
author img

By

Published : Jan 17, 2021, 11:22 AM IST

গোয়া : 51 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা আইএফএফআই-এর মঞ্চে 'ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দা ইয়ার' পুরস্কার দেওয়া হল অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে ।

ভারতীয় সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল নাম বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমার দুনিয়াতেও তাঁর অনেক অবদান রয়েছে । আশা পারেখ, ওয়াহিদা রহমান, মুমতাজ, মালা সিংয়ের মতো সুন্দরীদের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করেছেন অভিনেতা । দর্শক মুগ্ধ হয়ে দেখেছে সুদর্শন বিশ্বজিৎকে ।

বাংলা সিনেমাতেও তাঁর কাজের তালিকা নেহাৎ ছোটো নয় । 'চৌরঙ্গী', 'জয় বাবা তারকনাথ', 'শ্রীমান পৃথ্বীরাজ'-এর মতো সুপারহিট ছবির অংশ ছিলেন বিশ্বজিৎ । অভিনয় করেছেন স্বয়ং উত্তমকুমারের সঙ্গে ।

এহেন অভিনেতাকে 'ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার' সম্মানে ভূষিত করল আইএফএফআই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর, গোয়ার মুখ্যমন্ত্রী প্রোমোদ সাওয়ান্ত ।

গোয়া : 51 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা আইএফএফআই-এর মঞ্চে 'ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দা ইয়ার' পুরস্কার দেওয়া হল অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে ।

ভারতীয় সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল নাম বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমার দুনিয়াতেও তাঁর অনেক অবদান রয়েছে । আশা পারেখ, ওয়াহিদা রহমান, মুমতাজ, মালা সিংয়ের মতো সুন্দরীদের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করেছেন অভিনেতা । দর্শক মুগ্ধ হয়ে দেখেছে সুদর্শন বিশ্বজিৎকে ।

বাংলা সিনেমাতেও তাঁর কাজের তালিকা নেহাৎ ছোটো নয় । 'চৌরঙ্গী', 'জয় বাবা তারকনাথ', 'শ্রীমান পৃথ্বীরাজ'-এর মতো সুপারহিট ছবির অংশ ছিলেন বিশ্বজিৎ । অভিনয় করেছেন স্বয়ং উত্তমকুমারের সঙ্গে ।

এহেন অভিনেতাকে 'ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার' সম্মানে ভূষিত করল আইএফএফআই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর, গোয়ার মুখ্যমন্ত্রী প্রোমোদ সাওয়ান্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.