ETV Bharat / sitara

Hrithik Roshan on Saba Azad : এবার সাবাকে ‘অসামান্য মানুষ’-এর তকমা দিয়ে জল্পনা বাড়ালেন হৃতিক - Hrithik Roshan Saba Azad Relationship

জল্পনার প্রেমিকা সাবা আজাদকে এবার সকলের সামনেই 'অসামান্য মানুষ'-এর তকমা দিলেন হৃতিক (Hrithik Roshan calls Saba Azad extraordinary human ) ৷ উত্তরে সাবা বললেন, "হৃতিক তুমি সবচেয়ে দয়ালু ।"

Hrithik Roshan on Saba Azad
'জল্পনা'-র প্রেমিকা সাবাকে 'অসামান্য মানুষ'-এর তকমা দিলেন হৃতিক
author img

By

Published : Mar 7, 2022, 12:41 PM IST

হায়দরাবাদ, 7 মার্চ : হৃতিক রোশন এবং সাবা আজাদকে কেন্দ্র করে জল্পনা বেশ কয়েকদিন ধরেই বহমান ৷ বেশ কয়েকবার তাঁদের একসঙ্গে দেখা তো গিয়েছেই, এমনকী হৃতিকের বাড়িতে ডিনারেরও আমন্ত্রণ পেয়েছেন সাবা ৷ রেস্টুরেন্ট থেকে একসঙ্গে বেড়োনোর সময় ক্য়ামেরাবন্দিও হয়েছেন এই দুই বলি তারকা (Hrithik Roshan Saba Azad Relationship) ৷

Hrithik Roshan calls Saba Azad extraordinary human
'জল্পনা'-র প্রেমিকা সাবা আজাদকে এবার সকলের সামনেই 'অসামান্য মানুষ'-এর তকমা দিলেন হৃতিক

শুধু তাই নয়, সোশ্য়াল মিডিয়ায় সাবাকে তাঁর কাজের জন্য উৎসাহ দিতেও দেখা গিয়েছে হৃতিককে ৷ ফের একবার সাবার নতুন পোস্ট করা ভিডিয়ো নিয়ে মুখ খুললেন এই সুপারস্টার ৷ সম্প্রতি অসুস্থ হয়ে বাড়িতেই রয়েছেন এই গায়িকা তথা অভিনেত্রী ৷ ঘরে বসেই সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন ছবির 'মহারাজা তোমারে সেলাম' গানটি গেয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন সাবা ৷ সত্য়জিৎ রায়ের ছবির এই গানটি তাঁকে কতখানি মুগ্ধ সেকথাও আবেগি ভাষায় শ্রোতাদের জানান তিনি ৷

আরও পড়ুন: প্রথমবার তাঁর 'জল্পনা'-র প্রেমিকা সাবার জন্য় মুখ খুললেন হৃতিক রোশন

এই পোস্ট নিয়েই সোশ্যাল মিডিয়ায় সাবাকে শুভেচ্ছা জানালেন হৃতিক ৷ হৃতিক লেখেন, "তুমি একজন অসাধারণ মানুষ।" তার জবাবে সাবা লেখেন, "হৃতিক তুমি সবচেয়ে দয়ালু ।" উল্লেখ্য, হৃতিক আগেও সংসার পেতেছিলেন সুজান খানের সঙ্গে এবং তাঁদের দুই সন্তানও রয়েছে ৷ 28 জানুয়ারি মুম্বইয়ের এক রেস্টুরেন্ট থেকে হৃতিকের হাত ধরে বের হতে দেখা যায় সাবাকে ৷ তারপর থেকেই সোশ্য়াল মিডিয়া জুড়ে শুরু হয় জল্পনা ৷ হৃতিককে আগামীতে পর্দায় দেখা যাবে সইফ আলি খানের সঙ্গে 'বিক্রম বেদা' ছবিতে ৷

হায়দরাবাদ, 7 মার্চ : হৃতিক রোশন এবং সাবা আজাদকে কেন্দ্র করে জল্পনা বেশ কয়েকদিন ধরেই বহমান ৷ বেশ কয়েকবার তাঁদের একসঙ্গে দেখা তো গিয়েছেই, এমনকী হৃতিকের বাড়িতে ডিনারেরও আমন্ত্রণ পেয়েছেন সাবা ৷ রেস্টুরেন্ট থেকে একসঙ্গে বেড়োনোর সময় ক্য়ামেরাবন্দিও হয়েছেন এই দুই বলি তারকা (Hrithik Roshan Saba Azad Relationship) ৷

Hrithik Roshan calls Saba Azad extraordinary human
'জল্পনা'-র প্রেমিকা সাবা আজাদকে এবার সকলের সামনেই 'অসামান্য মানুষ'-এর তকমা দিলেন হৃতিক

শুধু তাই নয়, সোশ্য়াল মিডিয়ায় সাবাকে তাঁর কাজের জন্য উৎসাহ দিতেও দেখা গিয়েছে হৃতিককে ৷ ফের একবার সাবার নতুন পোস্ট করা ভিডিয়ো নিয়ে মুখ খুললেন এই সুপারস্টার ৷ সম্প্রতি অসুস্থ হয়ে বাড়িতেই রয়েছেন এই গায়িকা তথা অভিনেত্রী ৷ ঘরে বসেই সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন ছবির 'মহারাজা তোমারে সেলাম' গানটি গেয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন সাবা ৷ সত্য়জিৎ রায়ের ছবির এই গানটি তাঁকে কতখানি মুগ্ধ সেকথাও আবেগি ভাষায় শ্রোতাদের জানান তিনি ৷

আরও পড়ুন: প্রথমবার তাঁর 'জল্পনা'-র প্রেমিকা সাবার জন্য় মুখ খুললেন হৃতিক রোশন

এই পোস্ট নিয়েই সোশ্যাল মিডিয়ায় সাবাকে শুভেচ্ছা জানালেন হৃতিক ৷ হৃতিক লেখেন, "তুমি একজন অসাধারণ মানুষ।" তার জবাবে সাবা লেখেন, "হৃতিক তুমি সবচেয়ে দয়ালু ।" উল্লেখ্য, হৃতিক আগেও সংসার পেতেছিলেন সুজান খানের সঙ্গে এবং তাঁদের দুই সন্তানও রয়েছে ৷ 28 জানুয়ারি মুম্বইয়ের এক রেস্টুরেন্ট থেকে হৃতিকের হাত ধরে বের হতে দেখা যায় সাবাকে ৷ তারপর থেকেই সোশ্য়াল মিডিয়া জুড়ে শুরু হয় জল্পনা ৷ হৃতিককে আগামীতে পর্দায় দেখা যাবে সইফ আলি খানের সঙ্গে 'বিক্রম বেদা' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.