নিউ ইয়র্ক : জেলের মধ্য়েই সংক্রমণ ধরা পড়ল হলিউড প্রযোজক হার্ভে ওয়েইংস্টেনের । তবে বুধবার এই নতুন জেলে প্রবেশের আগেই তার শরীরে কোরোনা দানা বেঁধেছিল বলে অনুমান । খবরটি সামনে আসার পর থেকে আইসোলেশনে রাখা হয়েছে হার্ভেকে ।
ওয়েন্ডে কারেকশনাল ফেসিলিটির মেডিকেল আইসোলেশনে রাখা হয়েছে হার্ভেকে ।
প্রেস রিপাবলিকানকে একজন সোর্স জানায় যে, প্রযোজক অসুস্থ এটা ঠিক । তবে ডিপার্টমেন্ট অফ কারেকশন অ্যান্ড কমিউনিটি সুপারভিশন এখনও বিষয়টি কনফার্ম করে জানায়নি । তারা শুধু এটা জানিয়েছে যে, ওয়েন্ডে কারেকশনাল ফেসিলিটিতে দু'জনের COVID-19 পজ়িটিভ ধরা পড়েছে ।
মার্চ 19 এই জেলেই নিজের 68 তম জন্মদিন সেলিব্রেট করেছেন হার্ভে । যৌন হেনস্থা ও থার্ড ডিগ্রি ধর্ষণের অভিযোগে 23 বছরের জেল হয়েছে তার ।
IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।