কলকাতা : সংকটজনক অবস্থায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি বিশিষ্ট সংগীতশিল্পী নির্মলা মিশ্র । অক্সিজেনের সাপোর্টে রাখা হয়েছে তাঁকে । তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা । পাশাপাশি দীর্ঘদিনের বান্ধবীর শারীরিক অবস্থা নিয়ে ETV ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন হৈমন্তী শুক্লা ।
বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত হৈমন্তী । একদিকে হুহু করে বেড়ে চলেছে কোরোনা সংক্রমিতের সংখ্যা । তার উপর এই সময় অসুস্থ দীর্ঘদিনের বান্ধবী নির্মলা মিশ্র । সব নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন তিনি । এ প্রসঙ্গে আমাদের বলেন, "হাসপাতাল থেকে পরিষ্কার বলে দিয়েছে, কাউকে ঢুকতে দেবে না । নির্মলাদি ভুগছেন অনেকদিন হয়ে গেল । উঠে দাঁড়াতেও পারেন না । ঘরের মধ্যে রয়েছেন আজ প্রায় দু'বছর হয়ে গেল ।"
আরও পড়ুন : অসুস্থ নির্মলা মিশ্র, ভরতি নার্সিংহোমে
এর আগেও হাসপাতালে ভরতি করা হয়েছিলেন নির্মলা মিশ্রকে । তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন । যদিও এখন তাঁর শরীরে মাঝে মধ্যেই অক্সিজেনের মাত্রা বাড়ছে ও কমছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে । প্রতি মুহূর্তে তাঁর খোঁজ নিচ্ছেন হৈমন্তী শুক্লা । এ প্রসঙ্গে তিনি বলেন, "মন মেজাজ একদম ভালো নেই আমার । আমার সঙ্গে ওঁর পরিচয় ছোটোবেলা থেকেই । ওঁর দাদার নামে মুরারী স্মৃতি প্রতিযোগিতা হত । নির্মলাদির বড়দা সেটার আয়োজন করতেন । আমি আর আরতী (আরতী মুখোপাধ্যায়) যেতাম । সেই সময় থেকে নির্মলাদির সঙ্গে আমাদের পরিচয় । তারপর বাবার সঙ্গে ওঁদের পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল । আজ সকাল থেকে নানারকম কথা মনে পড়ে যাচ্ছে ।"
নির্মলা মিশ্রর জন্য দিনরাত সরস্বতীর কাছে প্রার্থনা করছেন হৈমন্তী শুক্লা । বলেন, "কালও মা সরস্বতীর সঙ্গে অনেকবার কথা বলেছি । অভিযোগ করেছি, এই কোরোনা নিয়ে তুমি কী খেলা খেলছ ! লোকজন বেরিয়ে পড়ছে অবলীলায়, আর স্বাস্থ্যকর্মীরা মরছেন । কী যে একটা অরাজগতা চলছে আমাদের দেশে । তার মধ্যে নির্মলাদির জন্য এত মন খারাপ হয়ে রয়েছে, যে ভাবা যায় না । ওরকম একজন আর্টিস্ট, কত লোককে কত গান শুনিয়েছেন, কত আশীর্বাদ পেয়েছেন, তাঁর যে কেন এই দুর্দশা হচ্ছে, জানি না । বাড়িতেও ওঁর স্বামী অর্ধেক কথা কানে শুনতে পান না । দেখাশোনা করারও কেউ নেই । কোরোনার জেরে কাজের লোকও এখন নেই তাঁর বাড়িতে । কী অবস্থায় যে রয়েছেন নির্মলাদি !"