কলকাতা : 'পাপ পুণ্য', 'মানবতা', 'আপনজন'-এর মতো ছবি খ্যাত অভিনেতা স্বরূপ দত্তকে মনে আছে? একসময় বাঙালির হার্টথ্রব ছিলেন তিনি। শমিত ভঞ্জর সঙ্গে তালে তাল মিলিয়ে অভিনয় করেছিলেন তিনি 'আপনজন' ছবিতে। কেমন আছেন সেই স্বরূপ দত্ত? সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, তিনি হাসপাতালে ভরতি।
![স্বরূপ দত্ত](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3859595_swaroop-2.jpg)
উত্তর কলকাতার মল্লিক বাজার অঞ্চলের নিউরো সায়েন্স ইনস্টিটিউটে ভরতি রয়েছেন অভিনেতা। সেরিব্রাল অ্যাটাক হয়েছে তাঁর। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। বাড়ির মেঝেতে পড়ে গিয়েছিলেন স্বরূপ দত্ত। শুরুর দিকে পরিস্থিতি সঙ্কটজনক হলেও চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, এখন অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি।
![স্বরূপ দত্ত](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3859595_1035_3859595_1563296277556.png)
৪৮ ঘন্টা চিকিৎসকের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। ETV ভারত সিতারা তাঁর আরোগ্য কামনা করে।