ETV Bharat / sitara

প্রকাশ্যে 'গুমনামি'-র ফার্স্ট লুক ও টিজ়ার

সামনে এল সৃজিৎ মুখার্জির পরবর্তী ছবি 'গুমনামি'-র টিজ়ার । সঙ্গে প্রকাশ্যে এল নেতাজি বা গুমনামি বাবা হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফার্স্ট লুক ।

গুমনামি
author img

By

Published : Aug 15, 2019, 1:50 PM IST

কলকাতা : আজ ৭৩তম স্বাধীনতা দিবস । আজকের দিনে ভারতবাসী সবচেয়ে বেশি স্মরণ করে স্বাধীনতা সংগ্রামীদের । স্বাধীনতার পিছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অনেক । তাই আজকের দিনেই সামনে আনা হল সৃজিত মুখার্জি পরিচালিত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'গুমনামি' ছবির টিজ়ার । টিজ়ারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতাজি ও গুমনামী বাবার প্রথম লুকও সামনে এল । পুজোতে মুক্তি পাবে ছবিটি ।

একদিকে বুম্বাদার ফ্যানবেস, অন্যদিকে নেতাজির প্রতি মানুষের অগাধ ভালোবাসা । তাই বুম্বাদাকে নেতাজি বা গুমনামি বাবার চরিত্রে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছিল দর্শক । টিজ়ারের শুরুতেই বুম্বাদার গলায় হিন্দি সংলাপ, "আজ়াদি কোয়ি ভিখ নেহি, ইয়ে হামারা অধিকার হ্যায় ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুখার্জি কমিশনের উপর ভিত্তি করে সৃজিৎ এই ছবি তৈরি করেছেন । বিমান দুর্ঘটনার পর নেতাজির জীবনে কী হয়েছিল ? তিনি কি মারা গিয়েছিলেন ? নাকি গুমনামী বাবা কিংবা অন্য কোনও ছদ্মবেশে বেঁচেছিলেন - নেতাজির অন্তর্ধান রহস্য এই ছবির প্রেক্ষাপট । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও ।

কলকাতা : আজ ৭৩তম স্বাধীনতা দিবস । আজকের দিনে ভারতবাসী সবচেয়ে বেশি স্মরণ করে স্বাধীনতা সংগ্রামীদের । স্বাধীনতার পিছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অনেক । তাই আজকের দিনেই সামনে আনা হল সৃজিত মুখার্জি পরিচালিত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'গুমনামি' ছবির টিজ়ার । টিজ়ারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতাজি ও গুমনামী বাবার প্রথম লুকও সামনে এল । পুজোতে মুক্তি পাবে ছবিটি ।

একদিকে বুম্বাদার ফ্যানবেস, অন্যদিকে নেতাজির প্রতি মানুষের অগাধ ভালোবাসা । তাই বুম্বাদাকে নেতাজি বা গুমনামি বাবার চরিত্রে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছিল দর্শক । টিজ়ারের শুরুতেই বুম্বাদার গলায় হিন্দি সংলাপ, "আজ়াদি কোয়ি ভিখ নেহি, ইয়ে হামারা অধিকার হ্যায় ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুখার্জি কমিশনের উপর ভিত্তি করে সৃজিৎ এই ছবি তৈরি করেছেন । বিমান দুর্ঘটনার পর নেতাজির জীবনে কী হয়েছিল ? তিনি কি মারা গিয়েছিলেন ? নাকি গুমনামী বাবা কিংবা অন্য কোনও ছদ্মবেশে বেঁচেছিলেন - নেতাজির অন্তর্ধান রহস্য এই ছবির প্রেক্ষাপট । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও ।

Intro:আজ ৭৩তম স্বাধীনতা দিবস। আজকের দিনে ভারতবাসী সবচেয়ে বেশি স্মরণ করে স্বাধীনতা সংগ্রামীদের। তবে বাঙালি হৃদয় যাঁকে চোখে হারায়, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। আর আজকের দিনেই সামনে এল সৃজিত মুখার্জি পরিচালিত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'গুমনামী' ছবির টিজার। যেখানে স্পষ্ট হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতাজি ও গুমনামী বাবার লুক। পুজোতে মুক্তি পাবে ছবিটি।


Body:প্রিয় বুম্বাদাকে (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) নেতাজির বা গুমনামী বাবার চরিত্রে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে দর্শক। একেই বুম্বাদার ফ্যানবেস মারাত্মক, তার উপর আবার নেতাজির প্রতি মানুষের অগাধ ভালোবাসা। এই দুই ভালোবাসা মিলেমিশে যে একাকার হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।




Conclusion:টিজারের শুরুতেই বুম্বাদার গলায় হিন্দি সংলাপ, "আজাদি কই ভিক নেহি, ইয়ে হামারা অধিকার হ্যা।" মুখার্জি কমিশনের উপর ভিত্তি করে সৃজিৎ এই ছবি তৈরি করেছেন। বিমান দুর্ঘটনার পর নেতাজীর জীবনে কী হয়েছিল? তিনি কি মারা গিয়েছিলেন? নাকি গুমনামী বাবা কিংবা অন্য কোনও ছদ্মবেশে বেঁচেছিলেন - নেতাজির অন্তর্ধান রহস্য এই ছবির প্রেক্ষাপট।

টিজার দেখে এটাও বোঝা যায়, সৃজিতের এই ছবিতে অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে অনির্বাণ ভট্টাচার্য।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.