কলকাতা : আজ ৭৩তম স্বাধীনতা দিবস । আজকের দিনে ভারতবাসী সবচেয়ে বেশি স্মরণ করে স্বাধীনতা সংগ্রামীদের । স্বাধীনতার পিছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অনেক । তাই আজকের দিনেই সামনে আনা হল সৃজিত মুখার্জি পরিচালিত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'গুমনামি' ছবির টিজ়ার । টিজ়ারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতাজি ও গুমনামী বাবার প্রথম লুকও সামনে এল । পুজোতে মুক্তি পাবে ছবিটি ।
একদিকে বুম্বাদার ফ্যানবেস, অন্যদিকে নেতাজির প্রতি মানুষের অগাধ ভালোবাসা । তাই বুম্বাদাকে নেতাজি বা গুমনামি বাবার চরিত্রে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছিল দর্শক । টিজ়ারের শুরুতেই বুম্বাদার গলায় হিন্দি সংলাপ, "আজ়াদি কোয়ি ভিখ নেহি, ইয়ে হামারা অধিকার হ্যায় ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
মুখার্জি কমিশনের উপর ভিত্তি করে সৃজিৎ এই ছবি তৈরি করেছেন । বিমান দুর্ঘটনার পর নেতাজির জীবনে কী হয়েছিল ? তিনি কি মারা গিয়েছিলেন ? নাকি গুমনামী বাবা কিংবা অন্য কোনও ছদ্মবেশে বেঁচেছিলেন - নেতাজির অন্তর্ধান রহস্য এই ছবির প্রেক্ষাপট । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও ।