ETV Bharat / sitara

ইষ্টবেঙ্গলের শতবর্ষে তথ্যচিত্র তৈরি করবেন গৌতম ঘোষ - 100 years

'নিউ আর্থ' দিয়ে শুরু করেছিলেন তথ্যচিত্র বানানোর কাজ । তারপর একের পর এক ব্যক্তিত্ব, বিষয় দিয়ে বানিয়ে ফেলেছেন তথ্যচিত্র । এবার পরিচালক গৌতম ঘোষের পরিকল্পনায় রয়েছে ইস্টবেঙ্গল নিয়ে তথ্যচিত্র ।

গৌতম ঘোষ
author img

By

Published : Jul 28, 2019, 1:24 PM IST

কলকাতা : 1973 সালে 'নিউ আর্থ' দিয়ে শুরু করেছিলেন তথ্যচিত্র বানানোর কাজ । কখনও কোনও ব্যক্তিত্ব, তো কখনও কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বানিয়ে ফেলেছেন তথ্যচিত্র । তাঁর ঝুলিতে রয়েছে বিভিন্ন ধরনের তথ্যচিত্র । তিনি পরিচালক গৌতম ঘোষ । বানিয়ে ফেলেছেন জ্যোতি বসু, দলাই লামার মতো ব্যক্তিত্বদের নিয়ে তথ্যচিত্র । সম্প্রতি কলকাতা হাইকোর্টের উপর তথ্যচিত্রের কাজ শেষ করেছেন পরিচালক ।

এবার তাঁর পরিকল্পনায় রয়েছে নতুন একটি তথ্যচিত্র । বিষয় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের শতবর্ষ । তথ্যচিত্রটি নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন পরিচালক গৌতম ঘোষ ।

গৌতম ঘোষ বলেন, "একটি পরিকল্পনা করেছি । বর্ষপূর্তি চলবে আগামী বছর পর্যন্ত । এখন কাজ চলছে তথ্যচিত্রের । টুকটাক শুটিং করা হয়েছে । তবে পুরোদমে কাজ শুরু হয়নি ।"

তিনি আরও বলেন, "1 অগাস্ট ইস্টবেঙ্গলের একটা বড় অনুষ্ঠান আছে । সেখানে ওঁরা হয়তো ঘোষণা করবে । আমার মনে হচ্ছে, বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে । এরকম পৃথিবীতে খুব কম জায়গা আছে । ইস্টবেঙ্গল-মোহনবাগান, মোহনবাগান-ইস্টবেঙ্গল । এরকম পজ়িটিভ কম্পিটিশনও খুব কম আছে । এর সঙ্গে আমাদের বাঙালিদের ইমোশনাল সম্পর্কও জড়িয়ে আছে ।"

কলকাতা : 1973 সালে 'নিউ আর্থ' দিয়ে শুরু করেছিলেন তথ্যচিত্র বানানোর কাজ । কখনও কোনও ব্যক্তিত্ব, তো কখনও কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বানিয়ে ফেলেছেন তথ্যচিত্র । তাঁর ঝুলিতে রয়েছে বিভিন্ন ধরনের তথ্যচিত্র । তিনি পরিচালক গৌতম ঘোষ । বানিয়ে ফেলেছেন জ্যোতি বসু, দলাই লামার মতো ব্যক্তিত্বদের নিয়ে তথ্যচিত্র । সম্প্রতি কলকাতা হাইকোর্টের উপর তথ্যচিত্রের কাজ শেষ করেছেন পরিচালক ।

এবার তাঁর পরিকল্পনায় রয়েছে নতুন একটি তথ্যচিত্র । বিষয় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের শতবর্ষ । তথ্যচিত্রটি নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন পরিচালক গৌতম ঘোষ ।

গৌতম ঘোষ বলেন, "একটি পরিকল্পনা করেছি । বর্ষপূর্তি চলবে আগামী বছর পর্যন্ত । এখন কাজ চলছে তথ্যচিত্রের । টুকটাক শুটিং করা হয়েছে । তবে পুরোদমে কাজ শুরু হয়নি ।"

তিনি আরও বলেন, "1 অগাস্ট ইস্টবেঙ্গলের একটা বড় অনুষ্ঠান আছে । সেখানে ওঁরা হয়তো ঘোষণা করবে । আমার মনে হচ্ছে, বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে । এরকম পৃথিবীতে খুব কম জায়গা আছে । ইস্টবেঙ্গল-মোহনবাগান, মোহনবাগান-ইস্টবেঙ্গল । এরকম পজ়িটিভ কম্পিটিশনও খুব কম আছে । এর সঙ্গে আমাদের বাঙালিদের ইমোশনাল সম্পর্কও জড়িয়ে আছে ।"

Intro:১৯৭৩ সাল থেকে তথ্যচিত্র বানাতে শুরু করেছিলেন পরিচালক গৌতম ঘোষ। তার প্রথম তথ্যচিত্র ছিল 'নিউ আর্থ'। তারপর অসংখ্য তথ্যচিত্র তৈরি করেছিলেন গৌতম। জ্যোতি বসু, দলাই লামার মতো ব্যক্তিত্বদের ওপরেও তৈরি করেছেন ডকুমেন্টারি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের উপর একটি তথ্যচিত্রের কাজ শেষ করেছেন পরিচালক। তারপর আরও একটি তথ্যচিত্রের পরিকল্পনা করে ফেলেছেন তিনি। বিষয়টি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের শতবর্ষ। তথ্যচিত্রটি নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন গৌতম ঘোষ।


Body:গৌতম ঘোষ বললেন, "একটা পরিকল্পনা করেছি। বর্ষপূর্তি চলবে আগামী বছর পর্যন্ত। এখন কাজ চলছে তথ্যচিত্রের। ছোটখাটো শুটিং করা হয়েছে। পুরোদমে কাজ শুরু হয়নি।"


Conclusion:গৌতম ঘোষ আরও বললেন, "১ অগাস্ট ইস্টবেঙ্গলের একটা বড় অনুষ্ঠান আছে। সেখানে ওঁরা হয়তো ঘোষণা করবে। আমার মনে হচ্ছে, বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে। এরকম পৃথিবীতে খুব কম জায়গা আছে, ইস্টবেঙ্গল-মোহনবাগান মোহনবাগান-ইস্টবেঙ্গল। এরকম পজেটিভ কম্পিটিশন খুব কম আছে। এর সঙ্গে আমাদের বাঙালিদের খুব ইমোশনাল সম্পর্ক আছে।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.