ETV Bharat / sitara

Makeup Artist Award: রূপসজ্জা শিল্পীদের জন্য অ্যাওয়ার্ড শো, বিচারকের আসনে তারকার হাট - তৃণা সাহা

রূপসজ্জা শিল্পীদের (Makeup Artist) কাজের স্বীকৃতি দিতে এবার শহরে হতে চলেছে 'গ্লোরিয়াস মেক-আপ আর্টিস্ট অ্যাওয়ার্ড শো' (Glorious Makeup Artist Award Show)৷ বিচারকের আসনে থাকবেন মদন মিত্র (Madan Mitra), তৃণা সাহা (Trina Saha), ঊষসী সেনগুপ্ত ও প্রখ্যাত মেক-আপ আর্টিস্টরা ৷

glorious-makeup-artist-award-show-to-honour-makeup-artists
রূপসজ্জা শিল্পীদের জন্য অ্যাওয়ার্ড শো, বিচারকের আসনে তারকার হাট
author img

By

Published : Oct 29, 2021, 7:58 PM IST

কলকাতা, 29 অক্টোবর: শহরের বুকে অনুষ্ঠিত হতে চলেছে এক অন্য উদ্যোগ । এবার রূপসজ্জা শিল্পীদের (Makeup Artists) সম্মান জানানোর পালা। আয়োজনে 'গ্লোরিয়াস মেক-আপ আর্টিস্ট অ্যাওয়ার্ড শো' (Glorious Makeup Artist Award Show)। বিচারকের আসনে থাকবেন বিনোদন থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব ।

বিনোদন ও ফ্যাশন জগতের নামী দামি বহু তারকাকে তো আমরা অহরহ দেখি হয় টিভির পর্দায়, নয়তো মঞ্চে । নয়তো সংবাদমাধ্যমের বড় মুখ হিসাবে । কিন্তু এঁদের তারকা হিসাবে গড়ে তুলতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেন, তাঁদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেন রূপসজ্জা শিল্পীরা । কিন্তু তাঁদের অবদানের খোঁজ রাখে কে ? চেনেনই বা ক'জন ?

এবার যাতে তাঁদেরও মানুষ চিনতে পারেন, সেই উদ্যোগ নিয়ে শামিল মুনমুন দাস ও তাঁর কন্যা মোনা দাস । মোনা নিজেও একজন রূপসজ্জা শিল্পী । তাঁরই উদ্যোগে আগামী 7 নভেম্বর, শহরের এক ক্লাবে আয়োজিত হতে চলেছে 'গ্লোরিয়াস মেক-আপ আর্টিস্ট অ্যাওয়ার্ড শো'।

আরও পড়ুন: Outdoor Shooting: অনুমতি মিলল আউটডোর শুটিংয়ের, মিশ্র প্রতিক্রিয়া সিনেমহলে

পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে আসা নতুন ও অভিজ্ঞ রূপসজ্জা শিল্পী বা মেক-আপ আর্টিস্টদের এক প্রতিযোগিতা, যেখানে বহু মডেল তাঁদেরই কল্পনায় ও প্রসাধনে সেজে উঠবেন নানা রূপে ।

বিচারকের আসনে উপস্থিত থাকছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha), মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ঊষসী সেনগুপ্ত, রূপসজ্জা শিল্পী সুরজিৎ দত্ত ও অমিত কর্মকার । বিশেষ অতিথির আসন আলোকিত করতে চলেছেন বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

আরও পড়ুন: Aryan Khan: একাই মন্নতে ফিরছেন শাহরুখ, আরও এক রাত জেলেই থাকবেন আরিয়ান

অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করবেন সপ্তক সানাই দাস যিনি ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'অতি উত্তম' এবং 'X=প্রেম' নামে দুটি ছবির সঙ্গীত পরিচালনা করেছেন । বিজয়ীদের জন্য নগদ অর্থ ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা দেওয়ার ব্যবস্থা থাকছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: Puneeth Rajkumar: সিদ্ধার্থের পর অকালেই হার্ট অ্যাটাকে মৃত জনপ্রিয় কন্নড় অভিনেতা রাজকুমার

কলকাতা, 29 অক্টোবর: শহরের বুকে অনুষ্ঠিত হতে চলেছে এক অন্য উদ্যোগ । এবার রূপসজ্জা শিল্পীদের (Makeup Artists) সম্মান জানানোর পালা। আয়োজনে 'গ্লোরিয়াস মেক-আপ আর্টিস্ট অ্যাওয়ার্ড শো' (Glorious Makeup Artist Award Show)। বিচারকের আসনে থাকবেন বিনোদন থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব ।

বিনোদন ও ফ্যাশন জগতের নামী দামি বহু তারকাকে তো আমরা অহরহ দেখি হয় টিভির পর্দায়, নয়তো মঞ্চে । নয়তো সংবাদমাধ্যমের বড় মুখ হিসাবে । কিন্তু এঁদের তারকা হিসাবে গড়ে তুলতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেন, তাঁদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেন রূপসজ্জা শিল্পীরা । কিন্তু তাঁদের অবদানের খোঁজ রাখে কে ? চেনেনই বা ক'জন ?

এবার যাতে তাঁদেরও মানুষ চিনতে পারেন, সেই উদ্যোগ নিয়ে শামিল মুনমুন দাস ও তাঁর কন্যা মোনা দাস । মোনা নিজেও একজন রূপসজ্জা শিল্পী । তাঁরই উদ্যোগে আগামী 7 নভেম্বর, শহরের এক ক্লাবে আয়োজিত হতে চলেছে 'গ্লোরিয়াস মেক-আপ আর্টিস্ট অ্যাওয়ার্ড শো'।

আরও পড়ুন: Outdoor Shooting: অনুমতি মিলল আউটডোর শুটিংয়ের, মিশ্র প্রতিক্রিয়া সিনেমহলে

পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে আসা নতুন ও অভিজ্ঞ রূপসজ্জা শিল্পী বা মেক-আপ আর্টিস্টদের এক প্রতিযোগিতা, যেখানে বহু মডেল তাঁদেরই কল্পনায় ও প্রসাধনে সেজে উঠবেন নানা রূপে ।

বিচারকের আসনে উপস্থিত থাকছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha), মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ঊষসী সেনগুপ্ত, রূপসজ্জা শিল্পী সুরজিৎ দত্ত ও অমিত কর্মকার । বিশেষ অতিথির আসন আলোকিত করতে চলেছেন বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

আরও পড়ুন: Aryan Khan: একাই মন্নতে ফিরছেন শাহরুখ, আরও এক রাত জেলেই থাকবেন আরিয়ান

অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করবেন সপ্তক সানাই দাস যিনি ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'অতি উত্তম' এবং 'X=প্রেম' নামে দুটি ছবির সঙ্গীত পরিচালনা করেছেন । বিজয়ীদের জন্য নগদ অর্থ ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা দেওয়ার ব্যবস্থা থাকছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: Puneeth Rajkumar: সিদ্ধার্থের পর অকালেই হার্ট অ্যাটাকে মৃত জনপ্রিয় কন্নড় অভিনেতা রাজকুমার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.