কলকাতা : নেতাজির অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে ছবি 'গুমনামি'। বিরোধিতা করেছিলেন অনেকেই । কিন্তু, সব বিতর্কের সঙ্গে মোকাবিলা করে, সেন্সর বোর্ডের থেকে ছাড়পত্র পেয়ে গতকাল মুক্তি পায় ছবিটি । ছবি দেখার পরই তা নিয়ে নিজেদের মতামত দেবেন বলে জানিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের শীর্ষ নেতৃত্বরা । সেই মতোই আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ ফরওয়ার্ড ব্লক অফিসে একটি জরুরি বৈঠক ডাকেন তাঁরা ।
নেতাজি অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে মুখার্জি কমিশনের উপর ভিত্তি করে ছবিটি তৈরি করেছেন পরিচালক সৃজিত মুখার্জি । এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গুমনামি বাবার চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সাংবাদিক চন্দ্রচূড়ের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য । রয়েছেন তনুশ্রী চক্রবর্তীও ।
মুক্তির আগে একাধিক বিতর্কে জড়িয়েছিল ছবিটি । নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের তরফে ছবি নিয়ে আপত্তি জানানো হয় । আপত্তি জানানো হয় ফরওয়ার্ড ব্লকের তরফেও । তবুও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ছবিটি । আর তারপরই এই ছবি নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন ফরওয়ার্ড ব্লকের জেনারেল সেক্রেটারি দেবব্রত রায়।
25 সেপ্টেম্বর 'গুমনামি'-র বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট । বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখার্জির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, নেতাজিকে নিয়ে কারও ব্যক্তিগত ভালোলাগা থাকতে পারে, কিন্তু তাই নিয়ে জনস্বার্থ মামলা করার এক্তিয়ার কারও নেই । এরপরই ছবির মুক্তি নিয়ে আর নতুন করে কোনও বিতর্ক দানা বাঁধেনি ।