ETV Bharat / sitara

'গুমনামি' নিয়ে জরুরি বৈঠক ফরওয়ার্ড ব্লকের

আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ ফরওয়ার্ড ব্লক অফিসে 'গুমনামি' নিয়ে একটি জরুরি বৈঠক ।

ছবি
author img

By

Published : Oct 3, 2019, 4:22 PM IST

Updated : Oct 3, 2019, 4:49 PM IST

কলকাতা : নেতাজির অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে ছবি 'গুমনামি'। বিরোধিতা করেছিলেন অনেকেই । কিন্তু, সব বিতর্কের সঙ্গে মোকাবিলা করে, সেন্সর বোর্ডের থেকে ছাড়পত্র পেয়ে গতকাল মুক্তি পায় ছবিটি । ছবি দেখার পরই তা নিয়ে নিজেদের মতামত দেবেন বলে জানিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের শীর্ষ নেতৃত্বরা । সেই মতোই আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ ফরওয়ার্ড ব্লক অফিসে একটি জরুরি বৈঠক ডাকেন তাঁরা ।

নেতাজি অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে মুখার্জি কমিশনের উপর ভিত্তি করে ছবিটি তৈরি করেছেন পরিচালক সৃজিত মুখার্জি । এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গুমনামি বাবার চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সাংবাদিক চন্দ্রচূড়ের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য । রয়েছেন তনুশ্রী চক্রবর্তীও ।

মুক্তির আগে একাধিক বিতর্কে জড়িয়েছিল ছবিটি । নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের তরফে ছবি নিয়ে আপত্তি জানানো হয় । আপত্তি জানানো হয় ফরওয়ার্ড ব্লকের তরফেও । তবুও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ছবিটি । আর তারপরই এই ছবি নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন ফরওয়ার্ড ব্লকের জেনারেল সেক্রেটারি দেবব্রত রায়।

25 সেপ্টেম্বর 'গুমনামি'-র বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট । বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখার্জির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, নেতাজিকে নিয়ে কারও ব্যক্তিগত ভালোলাগা থাকতে পারে, কিন্তু তাই নিয়ে জনস্বার্থ মামলা করার এক্তিয়ার কারও নেই । এরপরই ছবির মুক্তি নিয়ে আর নতুন করে কোনও বিতর্ক দানা বাঁধেনি ।

কলকাতা : নেতাজির অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে ছবি 'গুমনামি'। বিরোধিতা করেছিলেন অনেকেই । কিন্তু, সব বিতর্কের সঙ্গে মোকাবিলা করে, সেন্সর বোর্ডের থেকে ছাড়পত্র পেয়ে গতকাল মুক্তি পায় ছবিটি । ছবি দেখার পরই তা নিয়ে নিজেদের মতামত দেবেন বলে জানিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের শীর্ষ নেতৃত্বরা । সেই মতোই আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ ফরওয়ার্ড ব্লক অফিসে একটি জরুরি বৈঠক ডাকেন তাঁরা ।

নেতাজি অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে মুখার্জি কমিশনের উপর ভিত্তি করে ছবিটি তৈরি করেছেন পরিচালক সৃজিত মুখার্জি । এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গুমনামি বাবার চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সাংবাদিক চন্দ্রচূড়ের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য । রয়েছেন তনুশ্রী চক্রবর্তীও ।

মুক্তির আগে একাধিক বিতর্কে জড়িয়েছিল ছবিটি । নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের তরফে ছবি নিয়ে আপত্তি জানানো হয় । আপত্তি জানানো হয় ফরওয়ার্ড ব্লকের তরফেও । তবুও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ছবিটি । আর তারপরই এই ছবি নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন ফরওয়ার্ড ব্লকের জেনারেল সেক্রেটারি দেবব্রত রায়।

25 সেপ্টেম্বর 'গুমনামি'-র বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট । বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখার্জির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, নেতাজিকে নিয়ে কারও ব্যক্তিগত ভালোলাগা থাকতে পারে, কিন্তু তাই নিয়ে জনস্বার্থ মামলা করার এক্তিয়ার কারও নেই । এরপরই ছবির মুক্তি নিয়ে আর নতুন করে কোনও বিতর্ক দানা বাঁধেনি ।

Intro:নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে ছবি। বিরোধিতা করেছিলেন অনেকেই। কিন্তু সব বিতর্কের সঙ্গে মোকাবিলা করে, সেন্সর বোর্ডের থেকে ছাড়পত্র পেয়ে 'গুমনামী' ছবিটি মুক্তি পায় ২ অক্টোবর। আগেই নেতাজি গঠিত ফরওয়ার্ড ব্লক থেকে জানান হয়েছিল ২ অক্টোবর ছবিটি দেখে আসার পর তাঁরা রায় দেবেন ছবিটি নিয়ে।


Body:আজ বিকেল ৪:৩০টের সময় ফরওয়ার্ড ব্লক অফিসে সদস্যরা একটি জরুরি বৈঠক ডেকেছেন 'গুমনামী'কে কেন্দ্র করে।


Conclusion:পার্টির পক্ষ থেকে নরেন চট্টোপাধ্যায় ETV ভারত সিতারাকে জানান, "আজ বিকেল ৪:৩০টের সময় ফরওয়ার্ড ব্লক অফিসে ছবি সম্পর্কে আমরা কিছু জরুরী কথা বলব।"

নেতাজি অন্তর্ধান রহস্যের তৃতীয় কমিশন মুখার্জি কমিশনের উপর ভিত্তি করে ছবিটি তৈরি করেছেন পরিচালক সৃজিত মুখার্জি। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গুমনামী বাবার চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সাংবাদিক চন্দ্রচূড়ের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। রয়েছেন তনুশ্রী চক্রবর্তীর মতো অভিনেতারা।
Last Updated : Oct 3, 2019, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.