ETV Bharat / sitara

1943-এ তৈরি গান 'সুভাষজী'-র নতুন রূপ 'গুমনামী'-তে - Indradeep Dasgupta

সামনে এল 'গুমনামী'-র প্রথম গান 'সুভাষজী' । গানটি গেয়েছেন সোনু নিগম । 1943 সালে তৈরি গানকে নতুন রূপে দর্শকের সামনে আনলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ।

গুমনামী
author img

By

Published : Sep 15, 2019, 5:52 PM IST

কলকাতা : মুক্তি পেল বহু বিতর্কিত ছবি 'গুমনামী'-র প্রথম গান 'সুভাষজী' । গানটি গেয়েছেন সোনু নিগম । ছবিতে সংগীত পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত । গানের ভিডিয়োটিতে ছবির বেশ কিছু দৃশ্যকে তুলে ধরা হয়েছে ।

ছবির প্রযোজক SVF-র তরফে গানটি শেয়ার করে লেখা হয়, "গানটি রচনা করা হয়েছিল 1943 সালে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে আগমন করার জন্য । নেতাজি যখন 3 জুলাই সিঙ্গাপুরে প্রত্যাবর্তন করেন, তখন উচ্ছসিত হয়ে ওঠেন সেখানকার 35 লাখ ভারতীয় ও আজাদ হিন্দ ফৌজের জওয়ানরা । তাঁদের সীমাহীন আনন্দের বহিঃপ্রকাশ ছিল এই গান, যা নতুন রূপে তুলে ধরা হয়েছে গুমনামী ছবির মাধ্যমে ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'গুমনামী'-তে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিবার্ণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী । ছবিটি 2 অক্টোবর মুক্তি পাবে ।

কলকাতা : মুক্তি পেল বহু বিতর্কিত ছবি 'গুমনামী'-র প্রথম গান 'সুভাষজী' । গানটি গেয়েছেন সোনু নিগম । ছবিতে সংগীত পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত । গানের ভিডিয়োটিতে ছবির বেশ কিছু দৃশ্যকে তুলে ধরা হয়েছে ।

ছবির প্রযোজক SVF-র তরফে গানটি শেয়ার করে লেখা হয়, "গানটি রচনা করা হয়েছিল 1943 সালে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে আগমন করার জন্য । নেতাজি যখন 3 জুলাই সিঙ্গাপুরে প্রত্যাবর্তন করেন, তখন উচ্ছসিত হয়ে ওঠেন সেখানকার 35 লাখ ভারতীয় ও আজাদ হিন্দ ফৌজের জওয়ানরা । তাঁদের সীমাহীন আনন্দের বহিঃপ্রকাশ ছিল এই গান, যা নতুন রূপে তুলে ধরা হয়েছে গুমনামী ছবির মাধ্যমে ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'গুমনামী'-তে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিবার্ণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী । ছবিটি 2 অক্টোবর মুক্তি পাবে ।

Intro:Body:

Gumnami first song


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.