ETV Bharat / sitara

বাংলায় প্রথম সায়েন্স ফিকশন ছবি 'জ়ম্বিস্তান' - rudranil

বায়োকেমিক্য়াল অস্ত্রের প্রভাবে জীবকূল বিপন্ন । এরকম পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করছেন কয়েকজন মানুষ । টলিউডে এই প্রথম সায়েন্স ফিকশন ছবি আনছেন পরিচালক অভিরূপ ঘোষ ।

জ়ম্বিস্তান
author img

By

Published : Aug 16, 2019, 3:29 PM IST

কলকাতা : অভিরূপ ঘোষের পরিচালনায় এই প্রথম বাংলায় সায়েন্স ফিকশন ছবি দেখতে পাবে দর্শক । ছবির নাম 'জ়ম্বিস্তান' । ছবিতে অনেকদিন পর রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তীকে একসঙ্গে দেখা যাবে । এছাড়াও 'জ়ম্বিস্তান'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রজতাভ দত্ত ।

ছবির গল্পে দর্শক দেখতে পাবেন, বায়োকেমিক্যাল অস্ত্রের প্রভাবে মানুষ জাতির অস্তিত্ব বিপন্ন । এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সমগ্র জীবকূল ধ্বংসের হয়ে যাচ্ছে । সেই ভয়ংকর অবস্থার মধ্যেও কয়েকজন বাঁচার চেষ্টা করছেন । 'জ়ম্বিস্তান'-এ তনুশ্রী চক্রবর্তীর চরিত্রটির উপরই প্রভাব পড়ে না বায়োকেমিক্যালের । তিনি চেষ্টা করতে থাকেন বাকিদেরও বাঁচিয়ে রাখার । কয়েকজনকে বাঁচাতে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয় রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষের । যাদের চরিত্রের মধ্যে নেগেটিভ শেড দেখা যায় ।

ভিডিয়োয় শুনুন রজতাভ দত্তর বক্তব্য

হলিউডে এই ধরনের গল্প নিয়ে অসংখ্য ছবি হলেও টলিউডে এই ধরনের ছবি এই প্রথম । 'জ়ম্বিস্তান' মুক্তির পরই জানা যাবে বাংলার দর্শক এই ধরনের সায়েন্স ফিকশন ছবিকে কতটা স্বাগত জানাচ্ছে ।

কলকাতা : অভিরূপ ঘোষের পরিচালনায় এই প্রথম বাংলায় সায়েন্স ফিকশন ছবি দেখতে পাবে দর্শক । ছবির নাম 'জ়ম্বিস্তান' । ছবিতে অনেকদিন পর রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তীকে একসঙ্গে দেখা যাবে । এছাড়াও 'জ়ম্বিস্তান'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রজতাভ দত্ত ।

ছবির গল্পে দর্শক দেখতে পাবেন, বায়োকেমিক্যাল অস্ত্রের প্রভাবে মানুষ জাতির অস্তিত্ব বিপন্ন । এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সমগ্র জীবকূল ধ্বংসের হয়ে যাচ্ছে । সেই ভয়ংকর অবস্থার মধ্যেও কয়েকজন বাঁচার চেষ্টা করছেন । 'জ়ম্বিস্তান'-এ তনুশ্রী চক্রবর্তীর চরিত্রটির উপরই প্রভাব পড়ে না বায়োকেমিক্যালের । তিনি চেষ্টা করতে থাকেন বাকিদেরও বাঁচিয়ে রাখার । কয়েকজনকে বাঁচাতে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয় রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষের । যাদের চরিত্রের মধ্যে নেগেটিভ শেড দেখা যায় ।

ভিডিয়োয় শুনুন রজতাভ দত্তর বক্তব্য

হলিউডে এই ধরনের গল্প নিয়ে অসংখ্য ছবি হলেও টলিউডে এই ধরনের ছবি এই প্রথম । 'জ়ম্বিস্তান' মুক্তির পরই জানা যাবে বাংলার দর্শক এই ধরনের সায়েন্স ফিকশন ছবিকে কতটা স্বাগত জানাচ্ছে ।

Intro:বায়োকেমিক্যাল অস্ত্রের ব্যবহার মনুষ্যজাতি বিপন্ন টলিউড পেতে চলেছে প্রথম সায়েন্সফিকশন ছবি জম্বিস্তান


অমিত চক্রবর্তী, কলকাতা: ফের একবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তী। একটা সময় ছিল যখন রুদ্র এবং তনুশ্রী মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল।তবে সে বহু আগের কথা। আজ তাদের মধ্যে কোন রকম বিতন্ডা বা মনোমালিন্য না থাকলেও দুজনকে একই ফ্রেমে দর্শকরা বহুদিন দেখেননি। তবে এবার সেই জুটিকে দর্শকরা দেখতে পেতে চলেছেন অভিরুপ ঘোষ এর নতুন ছবি জম্বিস্তানে। ছবির গল্প বায়োকেমিক্যাল অস্ত্রের প্রভাবে মানুষ জাতির অস্তিত্ব বিপন্ন। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে সমগ্র জীব কুল ধ্বংস হয়ে যাচ্ছে।সেই বীভৎস অবস্থার মধ্যেও কয়েকজন মানুষ বাঁচার চেষ্টা করছেন। যার মধ্যে একমাত্র তনুশ্রী চক্রবর্তীর এই বায়োকেমিক্যাল এর কোন প্রভাব পড়েনি। এবং তিনি একমাত্র জীবিত এবং বাকি কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করছেন। এবং এই বাঁচাতে গিয়ে তার সঙ্গে দেখা হবে রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষের। যাদের চরিত্রে বেশ কিছু নেগেটিভ সেড রয়েছে। হলিউডে এই ধরনের গল্প নিয়ে অসংখ্য ছবি হলেও টলিউডে এই প্রথমবার। এই ধরনের বিষয়কে কেন্দ্র করে বাংলার দর্শকরা ছবিটি দেখতে চলেছেন। এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.