মুম্বই : আবারও সেই নস্ট্যালজিয়া, গল্প জানার পরেও ক্লাইম্যাক্সের অপেক্ষা, আবারও সেই থ্রি মাস্কেটিয়ার্সকে সচক্ষে দেখার উত্তেজনা....এই সবকিছুকে নিয়ে আসছে 'ফেলুদা ফেরত' । খুব তাড়াতাড়ি OTT-তে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ় ।
পরিচালক নিজেই সোশাল মিডিয়ার মাধ্যমে জানালেন খবরটি । দর্শকের উত্তেজনা আরও একটু বাড়িয়ে দিয়ে বললেন, আমাদের সামনে প্রায় চলেই এসেছেন ফেলুদা । অপেক্ষা আর মাত্র কয়েকটি দিনের ।
সেই সিগনেচার স্টাইলে আঙুলের ফাঁকে ধরে থাকা চারমিনার, হাতে বই, ফেলুদা-রূপী টোটা রায়চৌধুরির একটি ছবিও শেয়ার করেছেন সৃজিত ।
ক্যাপশনে লিখেছেন, "ফেলুদা ফেরত-এর পোস্ট প্রোডাকশনের সমস্ত কাজ শেষ । কম্পিউটার গ্রাফিক্স আর কালার গ্রেডিংয়ের টুকিটাকিও শেষ । উনি (ফেলুদা) আমাদের সামনে প্রায় এসেই গেছেন ।"
দেখে নিন সৃজিতের পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আড্ডা টাইমসের ওয়েব প্ল্যাটফর্মে ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ় তৈরি করছেন সৃজিত মুখার্জি । মুখিয়ে দর্শক ।