ETV Bharat / sitara

Celebs on Indian Student Death in Ukraine : ইউক্রেনে রুশ হামলায় নিহত ভারতীয় ছাত্রের জন্য শোক প্রকাশ স্বরা, ফরহানদের - Indian Student Killed in Ukraine

ইউক্রেনের খারকিভ শহরে বোমা হামলায় নিহত ভারতীয় ছাত্র নবীন শেখরাপ্পার জন্য শোক প্রকাশ করলেন সিনে তারকারা (Indian Student Killed in Ukraine) ৷

celebs condemn death of Indian student in Ukrain
ইউক্রেনের খারকিভ শহরে বোমা হামলায় নিহত ভারতীয় ছাত্র নবীন শেখরাপ্পার জন্য শোক প্রকাশ করলেন সিনে তারকারা
author img

By

Published : Mar 2, 2022, 12:33 PM IST

মুম্বই, 2 মার্চ: মঙ্গলবার ইউক্রেনের খারকিভ শহরে বোমা হামলায় নিহত ভারতীয় ছাত্র নবীন শেখরাপ্পার জন্য শোক প্রকাশ করল সিনে তারকরা (Celebs condemn death of Indian student in Ukraine ) ৷ একদিকে যেমন শোকজ্ঞাপন করেছেন ফরহান আখতার, ওনির, সুধীর মিশ্রের মত সিনে তারকারা, তেমনই মুখ খুলেছেন স্বরা ভাস্কর, রিচা চাড্ডারাও ৷ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই মঙ্গলবার কর্নাটকের হাভেরি জেলার চালাগেরির বাসিন্দা নবীন শেখরাপ্পা জ্ঞানগৌদার খারকিভ শহরে বোমা হামলায় নিহত হন ৷

  • An Indian student is now a casualty of the Ukraine invasion .. feel terrible for the family .. deepest condolences.. hope we can get all our citizens home safe and soon. 🙏🏽

    — Farhan Akhtar (@FarOutAkhtar) March 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনার উল্লেখ করে নিজের টুইটার হ্য়ান্ডেল থেকে ফরহান লেখেন, " ইউক্রেন আক্রমণের জেরে নিহত একজন ভারতীয় ছাত্র... পরিবারের জন্য ভয়ানক যন্ত্রণা বোধ করছি... গভীর সমবেদনা.. আশা করি আমরা আমাদের সমস্ত নাগরিককে দ্রুত এবং নিরাপদে ঘরে ফেরাতে পারব।" কয়েক হাজার ভারতীয় ছাত্র এই মুহূর্ত আটকে পড়েছেন ইউক্রেনে ৷ ক্রমাগত দুর্বিষহ হয়ে উঠছে তাঁদের জীবন ৷

আরও পড়ুন : সামনে এল রনবীর শ্রদ্ধা-জুটির নতুন ছবির মুক্তির তারিখ

এই কথা স্মরণ করেই ক্ষুব্ধ সুধীর মিশ্র লেখেন, "ওদের উচিত রাশিয়ান দূতাবাসের সামনে ওঁর (নবীন) একটি মূর্তি স্থাপন করা ৷ ভীষণ ভীষণ অপ্রয়োজনীয় (একটি মৃত্য়ুর ঘটনা)। তাঁর বাবা-মা কী অনুভব করছেন তা কল্পনাও করতে পারছি না।" একইভাবে ঘটনাকে মর্মান্তিক আখ্যা দিয়ে নিজের ব্যথা প্রকাশ করেছেন স্বরা ভাস্কর এবং অদিভি সেশও ৷ সিনে তারকা ওনির প্রশ্ন তুলেছেন, "ভারত কী এরপরেও রাশিয়াকে খুশি করার চেষ্টা চালিয়ে যাবে ?" অন্যদিকে কমেডিয়ান বীর দাস এবং রিচা চাড্ডাও এই খবর রিটুইট করেছেন ৷

মুম্বই, 2 মার্চ: মঙ্গলবার ইউক্রেনের খারকিভ শহরে বোমা হামলায় নিহত ভারতীয় ছাত্র নবীন শেখরাপ্পার জন্য শোক প্রকাশ করল সিনে তারকরা (Celebs condemn death of Indian student in Ukraine ) ৷ একদিকে যেমন শোকজ্ঞাপন করেছেন ফরহান আখতার, ওনির, সুধীর মিশ্রের মত সিনে তারকারা, তেমনই মুখ খুলেছেন স্বরা ভাস্কর, রিচা চাড্ডারাও ৷ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই মঙ্গলবার কর্নাটকের হাভেরি জেলার চালাগেরির বাসিন্দা নবীন শেখরাপ্পা জ্ঞানগৌদার খারকিভ শহরে বোমা হামলায় নিহত হন ৷

  • An Indian student is now a casualty of the Ukraine invasion .. feel terrible for the family .. deepest condolences.. hope we can get all our citizens home safe and soon. 🙏🏽

    — Farhan Akhtar (@FarOutAkhtar) March 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনার উল্লেখ করে নিজের টুইটার হ্য়ান্ডেল থেকে ফরহান লেখেন, " ইউক্রেন আক্রমণের জেরে নিহত একজন ভারতীয় ছাত্র... পরিবারের জন্য ভয়ানক যন্ত্রণা বোধ করছি... গভীর সমবেদনা.. আশা করি আমরা আমাদের সমস্ত নাগরিককে দ্রুত এবং নিরাপদে ঘরে ফেরাতে পারব।" কয়েক হাজার ভারতীয় ছাত্র এই মুহূর্ত আটকে পড়েছেন ইউক্রেনে ৷ ক্রমাগত দুর্বিষহ হয়ে উঠছে তাঁদের জীবন ৷

আরও পড়ুন : সামনে এল রনবীর শ্রদ্ধা-জুটির নতুন ছবির মুক্তির তারিখ

এই কথা স্মরণ করেই ক্ষুব্ধ সুধীর মিশ্র লেখেন, "ওদের উচিত রাশিয়ান দূতাবাসের সামনে ওঁর (নবীন) একটি মূর্তি স্থাপন করা ৷ ভীষণ ভীষণ অপ্রয়োজনীয় (একটি মৃত্য়ুর ঘটনা)। তাঁর বাবা-মা কী অনুভব করছেন তা কল্পনাও করতে পারছি না।" একইভাবে ঘটনাকে মর্মান্তিক আখ্যা দিয়ে নিজের ব্যথা প্রকাশ করেছেন স্বরা ভাস্কর এবং অদিভি সেশও ৷ সিনে তারকা ওনির প্রশ্ন তুলেছেন, "ভারত কী এরপরেও রাশিয়াকে খুশি করার চেষ্টা চালিয়ে যাবে ?" অন্যদিকে কমেডিয়ান বীর দাস এবং রিচা চাড্ডাও এই খবর রিটুইট করেছেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.