ETV Bharat / sitara

ঋদ্ধির ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট! - fake instaprofile

তারকাদের উপর নজর থাকে সকলের। আর সেই সুযোগ নিয়েই অনেকেই বানিয়ে ফেলেন তারকাদের ফেক সোশাল মিডিয়া অ্যাকাউন্ট। এবার এই ঘটনা ঘটেছে অভিনেতা ঋদ্ধি সেনের সঙ্গে। আর এই ভুঁয়ো অ্যাকাউন্টের ফাঁদে যাতে তাঁর অনুরাগীরা পা না দেয়, সেই আবেদনই করলেন তিনি।

ঋদ্ধি সেন
author img

By

Published : Mar 23, 2019, 5:49 PM IST

Updated : Mar 25, 2019, 12:58 PM IST

ঋদ্ধির নামে ইনস্টাগ্রামে রয়েছে ফেক অ্যাকাউন্ট। ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গেই সতর্ক হয়েছেন তিনি।

ঋদ্ধি সাফ জানিয়েছেন, তাঁর একটি ভুঁয়ো প্রোফাইল রয়েছে ইনস্টাগ্রামে। এবং তিনি এও জানিয়েছেন, তাঁর নাকি ইনস্টাগ্রামে কোনও প্রোফাইলই নেই। তিনি কেবল মাত্র রয়েছেন ফেসবুক ও টুইটারে।

ফেক অ্যাকাউন্ট
ফেক অ্যাকাউন্ট

ঋদ্ধি সকলকে অনুরোধ করেছেন, যাঁরা ইনস্টাগ্রামে এই প্রোফাইলটি ফলো করছেন, তাঁরা যেন তা তৎক্ষণাৎ আনফলো করেন সেই প্রোফাইল।

ঋদ্ধির নামে ইনস্টাগ্রামে রয়েছে ফেক অ্যাকাউন্ট। ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গেই সতর্ক হয়েছেন তিনি।

ঋদ্ধি সাফ জানিয়েছেন, তাঁর একটি ভুঁয়ো প্রোফাইল রয়েছে ইনস্টাগ্রামে। এবং তিনি এও জানিয়েছেন, তাঁর নাকি ইনস্টাগ্রামে কোনও প্রোফাইলই নেই। তিনি কেবল মাত্র রয়েছেন ফেসবুক ও টুইটারে।

ফেক অ্যাকাউন্ট
ফেক অ্যাকাউন্ট

ঋদ্ধি সকলকে অনুরোধ করেছেন, যাঁরা ইনস্টাগ্রামে এই প্রোফাইলটি ফলো করছেন, তাঁরা যেন তা তৎক্ষণাৎ আনফলো করেন সেই প্রোফাইল।


 

Tag Keywords : Riddhi Sen, Fake instagram profile

 

Headline : ঋদ্ধির ভুঁয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট!

 

তারকাদের জীবনের উপর নজর থাকে সকলের। অনেককাল আগে যেমন তাঁরা একেবারেই ধরাছোঁয়ার বাইরে থাকতেন, এখন কিন্তু তারকারা নিজে থেকেই ধরা দেন। বিশেষ করে ধরা দেন ভার্চুয়াল ওয়ার্ল্ডে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশাল নেটওয়ার্কিং সাইটে দেখা মেলে তাঁদের। ফ্যান-ফলোয়াররাও উপচে পড়েন সেখানে। গুঁটি কয়েক ছাড়া, প্রায় সব তারকাকেই পাওয়া যায় সোশাল মিডিয়ায়। আর পাশাপাশি পাওয়া যায় তাঁদের ভুঁয়ো বা ফেক প্রোফাইলও। কিছু মানুষ তারকাদের নাম ভারিয়ে, তাঁদের ছবি জোগাড় করে তৈরি করে ফেক প্রোফাইল। সাধারণ মানুষের ক্ষেত্রেও তেমনটা ঘটে। আমার-আপনার ফেক প্রোফাইলও তৈরি করতে পারে কেউ। তাতে বিপদ প্রচুর। তেমনই একটি ঘটনা ঘটেছে অভিনেতা ঋদ্ধি সেনের ক্ষেত্রে। যেই না তিনি জানতে পেরেছেন, সময় নষ্ট না করে, সরাসরি সতর্ক হয়েছেন।  

 

ঋদ্ধি সাফ জানিয়েছেন, তাঁর একটি ভুঁয়ো প্রোফাইল রয়েছে ইনস্টাগ্রামে। এবং তিনি এও জানিয়েছেন, তাঁর নাকি ইনস্টাগ্রামে কোনও প্রোফাইলই নেই। তিনি কেবল মাত্র রয়েছেন ফেসবুক ও টুইটারে। তিনি সকলকে অনুরোধ করেছেন, যাঁরা ইনস্টাগ্রামে এই প্রোফাইলটি ফলো করছেন, তাঁরা যেন তা তৎক্ষণাৎ আনফলো করেন সেই প্রোফাইল।      

Last Updated : Mar 25, 2019, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.