ETV Bharat / sitara

Faissal Khan: আমির-কিরণের ডিভোর্স নিয়ে মুখ খুললেন ফয়জল - কিরণ রাও

আমির খানের (Aamir Khan) ভাই ফয়জল খান (Faissal Khan) তাঁর আপকামিং ফিল্ম ফ্যাক্টরি (Faactory)-র মুক্তির আগে মুখ খুললেন নিজের কঠিন বৈবাহিক সম্পর্ক নিয়ে ৷ তাঁর মুখে উঠে এসেছে আমির খান ও কিরণ রাওয়ের (Kiran Rao) বিবাহবিচ্ছেদের বিষয়টিও ৷

faissal-khan-says-he-cant-afford-a-wife-reacts-to-aamir-kirans-divorce
স্ত্রীকে চালানোর মতো আয় করি না, আমির-কিরণের ডিভোর্স নিয়ে মুখ খুললেন ফয়জল
author img

By

Published : Aug 25, 2021, 8:04 PM IST

কলকাতা, 25 অগস্ট: বলিউডের সুপারস্টার আমির খানের (Aamir Khan) ছোট ভাই ফয়জল খান (Faissal Khan) ফের কামব্যাক করছেন ৷ তাঁর আপকামিং ফিল্ম ফ্যাক্টরি (Faactory) আবার চিত্রনির্মাতা ও গায়ক হিসেবে তাঁর ডেবিউ ফিল্ম ৷ ছবি মুক্তির আগে নিজের কঠিন বৈবাহিক সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি ৷ তাঁর সঙ্গে আলোচনায় উঠে এসেছে তাঁর দাদা আমির খান ও কিরণ রাওয়ের (Kiran Rao) বিবাহবিচ্ছেদের প্রসঙ্গও ৷

সম্প্রতি শীর্ষ এক দৈনিকে সাক্ষাৎকারের সময় ফয়জল খানকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হয়েছিল ৷ তিনি আবারও বিয়ে করতে চান কি না সেই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, "দুর্ভাগ্যবশত, আমি এখনও এতটা উপার্জন করি না, যা দিয়ে একজন স্ত্রীকে বহন করা যায় ৷ আমার কোনও গার্লফ্রেন্ডও নেই ৷ কারণ সেটাও খুবই খরচসাপেক্ষ একটা ব্যাপার ৷ একজন স্ত্রী তার থেকেও বেশি দামি ৷ ছবি হিট হলে মেয়ে খোঁজা শুরু করব ৷"

আরও পড়ুন: Kuttey : "কুত্তে"র টিজ়ার বিশাল ভরদ্বাজের ইন্সটাগ্রামে, বছর শেষে শুটিং শুরু

ফয়জলের বিয়ের প্রসঙ্গের পরই চলে আসে তাঁর দাদা আমির খান ও কিরণ রাওয়ের বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ ৷ অভিনেতা বলেন, "আমি ওঁদের কোনও পরামর্শ দেব না ৷ আমার বিয়ে সফল হয়নি ৷ ফলে কারও ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার আমি কেউ নই ৷ তাঁদের জন্য কোনটা সেরা হবে, সেটা তাঁরা খুব ভাল করে জানেন ৷"

আরও পড়ুন : Tom Cruise: আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ

ফয়জলের কামব্যাক ফিল্ম ফ্যাক্টরি একটি রোম্যান্টিক থ্রিলার ৷ এই ফিল্মে তিনি ছাড়াও দেখা যাবে রাজকুমার কানোজিয়া, রোয়ালি রিয়ান, রিভু মেহরা ও শরদ সিং-কে ৷ ছবিতে ফয়জলের চরিত্রের নাম যশ ৷ আগেই তিনি নিজের চরিত্র সম্পর্কে জানাতে গিয়ে বলেছিলেন, "আমি যে চরিত্রে অভিনয় করছি, সেটা খুবই চ্যালেঞ্জিং ৷ এর অনেকগুলো শেড রয়েছে ৷ সেগুলি দারুণ চিত্তাকর্ষক ৷ যশের চরিত্র খুবই অপ্রত্যাশিত ৷ সে একদিকে একটি সাধারণ ছেলে আবার খুব বোল্ডও ৷ ছবির গানগুলিও খুবই সুন্দর ৷ সবমিলিয়ে দারুণ পারফরম্যান্সে ভরা এই ছবি ৷ আশা করি দর্শকরা এই ছবি উপভোগ করবেন ৷"

আরও পড়ুন: Sreelekha Mitra: ডেটের লোভেই দত্তক শশাঙ্কের ? কুকুরের মৃত্যুতে চোখের জলে নিজেকেই দুষলেন শ্রীলেখা

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2000 সালে ধর্মেশ দর্শনের মেলাতে (Mela) দেখা গিয়েছিল অভিনেতা ফয়জল খানকে ৷ সেই ফিল্মে তিনি ছাড়াও ছিলেন আমির খান ও টুইঙ্কল খান্না (Twinkle Khanna)৷

আরও পড়ুন: Srabanti Chatterjee : উত্তেজক পোশাক, হাতে পানীয়ের গ্লাস; মালদ্বীপ সফরের ছবি পোস্ট শ্রাবন্তীর

কলকাতা, 25 অগস্ট: বলিউডের সুপারস্টার আমির খানের (Aamir Khan) ছোট ভাই ফয়জল খান (Faissal Khan) ফের কামব্যাক করছেন ৷ তাঁর আপকামিং ফিল্ম ফ্যাক্টরি (Faactory) আবার চিত্রনির্মাতা ও গায়ক হিসেবে তাঁর ডেবিউ ফিল্ম ৷ ছবি মুক্তির আগে নিজের কঠিন বৈবাহিক সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি ৷ তাঁর সঙ্গে আলোচনায় উঠে এসেছে তাঁর দাদা আমির খান ও কিরণ রাওয়ের (Kiran Rao) বিবাহবিচ্ছেদের প্রসঙ্গও ৷

সম্প্রতি শীর্ষ এক দৈনিকে সাক্ষাৎকারের সময় ফয়জল খানকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হয়েছিল ৷ তিনি আবারও বিয়ে করতে চান কি না সেই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, "দুর্ভাগ্যবশত, আমি এখনও এতটা উপার্জন করি না, যা দিয়ে একজন স্ত্রীকে বহন করা যায় ৷ আমার কোনও গার্লফ্রেন্ডও নেই ৷ কারণ সেটাও খুবই খরচসাপেক্ষ একটা ব্যাপার ৷ একজন স্ত্রী তার থেকেও বেশি দামি ৷ ছবি হিট হলে মেয়ে খোঁজা শুরু করব ৷"

আরও পড়ুন: Kuttey : "কুত্তে"র টিজ়ার বিশাল ভরদ্বাজের ইন্সটাগ্রামে, বছর শেষে শুটিং শুরু

ফয়জলের বিয়ের প্রসঙ্গের পরই চলে আসে তাঁর দাদা আমির খান ও কিরণ রাওয়ের বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ ৷ অভিনেতা বলেন, "আমি ওঁদের কোনও পরামর্শ দেব না ৷ আমার বিয়ে সফল হয়নি ৷ ফলে কারও ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার আমি কেউ নই ৷ তাঁদের জন্য কোনটা সেরা হবে, সেটা তাঁরা খুব ভাল করে জানেন ৷"

আরও পড়ুন : Tom Cruise: আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ

ফয়জলের কামব্যাক ফিল্ম ফ্যাক্টরি একটি রোম্যান্টিক থ্রিলার ৷ এই ফিল্মে তিনি ছাড়াও দেখা যাবে রাজকুমার কানোজিয়া, রোয়ালি রিয়ান, রিভু মেহরা ও শরদ সিং-কে ৷ ছবিতে ফয়জলের চরিত্রের নাম যশ ৷ আগেই তিনি নিজের চরিত্র সম্পর্কে জানাতে গিয়ে বলেছিলেন, "আমি যে চরিত্রে অভিনয় করছি, সেটা খুবই চ্যালেঞ্জিং ৷ এর অনেকগুলো শেড রয়েছে ৷ সেগুলি দারুণ চিত্তাকর্ষক ৷ যশের চরিত্র খুবই অপ্রত্যাশিত ৷ সে একদিকে একটি সাধারণ ছেলে আবার খুব বোল্ডও ৷ ছবির গানগুলিও খুবই সুন্দর ৷ সবমিলিয়ে দারুণ পারফরম্যান্সে ভরা এই ছবি ৷ আশা করি দর্শকরা এই ছবি উপভোগ করবেন ৷"

আরও পড়ুন: Sreelekha Mitra: ডেটের লোভেই দত্তক শশাঙ্কের ? কুকুরের মৃত্যুতে চোখের জলে নিজেকেই দুষলেন শ্রীলেখা

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2000 সালে ধর্মেশ দর্শনের মেলাতে (Mela) দেখা গিয়েছিল অভিনেতা ফয়জল খানকে ৷ সেই ফিল্মে তিনি ছাড়াও ছিলেন আমির খান ও টুইঙ্কল খান্না (Twinkle Khanna)৷

আরও পড়ুন: Srabanti Chatterjee : উত্তেজক পোশাক, হাতে পানীয়ের গ্লাস; মালদ্বীপ সফরের ছবি পোস্ট শ্রাবন্তীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.