ETV Bharat / sitara

Srijani Mitra: বড় পর্দায় প্রথম বড় কাজ নিয়ে একান্ত আড্ডায় সৃজনী মিত্র - অল্প হলেও সত্যি

সামনেই মুক্তি পাচ্ছে সৌম্যজিত আদক পরিচালিত বাংলা ছবি 'অল্প হলেও সত্যি' (Alpo Holeo Sotti) ৷ এই ছবিতেই বড় পর্দায় প্রথম বড় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৃজনী মিত্র (Srijani Mitra) ৷ ইটিভি ভারতের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি ৷

Exclusive interview of srijani mitra
বড় পর্দায় প্রথম বড় কাজ নিয়ে একান্ত আড্ডায় সৃজনী মিত্র
author img

By

Published : Nov 9, 2021, 5:12 PM IST

কলকাতা, 9 নভেম্বর: বড় পর্দায় বড় কাজ ৷ কেমন অভিজ্ঞতা, তাঁর পছন্দের চরিত্র কী - এমনই নানা বিষয় নিয়ে ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় মাতলেন অভিনেত্রী সৃজনী মিত্র (Srijani Mitra) ৷

সৌম্যজিত আদক পরিচালিত বাংলা ছবি 'অল্প হলেও সত্যি' (Alpo Holeo Sotti) মুক্তি পেতে চলেছে 12 নভেম্বর । ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে বড় পর্দায় অভিষেক ঘটছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৃজনী মিত্রর । নিজের চরিত্র নিয়ে তিনি জমজমাট আড্ডা দিলেন নবনীতা দত্তগুপ্তর সঙ্গে ।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৃজনী মিত্র । নেগেটিভ কিংবা পজিটিভ, সব ধরনের চরিত্রেই দর্শকের হৃদয় হরণ করেছেন অভিনেত্রী । এই মুহূর্তে 'সুন্দরী' ধারাবাহিকে পজিটিভ রোলে রয়েছেন তিনি । ঝুলিতে রয়েছে ওয়েব সিরিজও । এহেন সৃজনীর এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিষেক ঘটেছে বড় পর্দায়। 'অল্প হলে সত্যি' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 12 নভেম্বর ।

আরও পড়ুন: Nusrat Jahan: এবার সঞ্চালকের ভূমিকায় নুসরত, ভিডিয়ো প্রচারে মদন

আরও পড়ুন: New Bengali Film: নতুন পরিচালক বিক্রম আদিত্যের সাইকোলজিক্যাল থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে চিরঞ্জিৎ

ছবিতে নিজের চরিত্র নিয়ে আপ্লুত সৃজনী । পরপর বড় পর্দায় কাজ পেলে কি সরে যাবেন টেলিভিশন থেকে ? এহেন নানাবিধ প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন অভিনেত্রী ৷ তাঁর ছবি দেখার জন্য দর্শকদের সিনেমা হলে যাওয়ার আহ্বান জানিয়েছেন সৃজনী মিত্র ৷

আরও পড়ুন: Dev Wrestling Trainer : দেবকে কুস্তির প্যাঁচ শিখিয়েও পেটের দায়ে অটোকে আঁকড়ে চ্যাম্পিয়ন

কলকাতা, 9 নভেম্বর: বড় পর্দায় বড় কাজ ৷ কেমন অভিজ্ঞতা, তাঁর পছন্দের চরিত্র কী - এমনই নানা বিষয় নিয়ে ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় মাতলেন অভিনেত্রী সৃজনী মিত্র (Srijani Mitra) ৷

সৌম্যজিত আদক পরিচালিত বাংলা ছবি 'অল্প হলেও সত্যি' (Alpo Holeo Sotti) মুক্তি পেতে চলেছে 12 নভেম্বর । ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে বড় পর্দায় অভিষেক ঘটছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৃজনী মিত্রর । নিজের চরিত্র নিয়ে তিনি জমজমাট আড্ডা দিলেন নবনীতা দত্তগুপ্তর সঙ্গে ।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৃজনী মিত্র । নেগেটিভ কিংবা পজিটিভ, সব ধরনের চরিত্রেই দর্শকের হৃদয় হরণ করেছেন অভিনেত্রী । এই মুহূর্তে 'সুন্দরী' ধারাবাহিকে পজিটিভ রোলে রয়েছেন তিনি । ঝুলিতে রয়েছে ওয়েব সিরিজও । এহেন সৃজনীর এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিষেক ঘটেছে বড় পর্দায়। 'অল্প হলে সত্যি' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 12 নভেম্বর ।

আরও পড়ুন: Nusrat Jahan: এবার সঞ্চালকের ভূমিকায় নুসরত, ভিডিয়ো প্রচারে মদন

আরও পড়ুন: New Bengali Film: নতুন পরিচালক বিক্রম আদিত্যের সাইকোলজিক্যাল থ্রিলারে গুরুত্বপূর্ণ চরিত্রে চিরঞ্জিৎ

ছবিতে নিজের চরিত্র নিয়ে আপ্লুত সৃজনী । পরপর বড় পর্দায় কাজ পেলে কি সরে যাবেন টেলিভিশন থেকে ? এহেন নানাবিধ প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন অভিনেত্রী ৷ তাঁর ছবি দেখার জন্য দর্শকদের সিনেমা হলে যাওয়ার আহ্বান জানিয়েছেন সৃজনী মিত্র ৷

আরও পড়ুন: Dev Wrestling Trainer : দেবকে কুস্তির প্যাঁচ শিখিয়েও পেটের দায়ে অটোকে আঁকড়ে চ্যাম্পিয়ন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.