ETV Bharat / sitara

Swastika Mukherjee : সব শরীরই সুন্দর, খোলা পিঠে বার্তা মোহময়ী স্বস্তিকার

বডিশেমিং-কে (Body Shaming) দূরে সরিয়ে নিজের শরীরের খাঁজ উদযাপনের ডাক দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ৷ তাঁর মতে, সব শরীরই সুন্দর ৷ নিজের খোলা পিঠের কিছু ছবি পোস্ট করেছেন তিনি ৷

Swastika Mukherjee
স্বস্তিকা মুখোপাধ্যায়
author img

By

Published : Aug 11, 2021, 2:33 PM IST

কলকাতা, 11 অগস্ট : বরাবরই তিনি ঠোঁটকাটা ৷ স্পষ্টবাদী ৷ নিজের শর্তে বাঁচেন ৷ স্রোতের বিপরীতে হাঁটেন ৷ তোয়াক্কা করেন না সমালোচনার ৷ তাই তো সাহসী হতে পারেন ৷ সমাজের তথাকথিত ট্যাবু ভেঙে দিতে পিছপা হন না ৷ স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ এ বার তিনি সরব বডি পজিটিভিটি (Body Positivity) নিয়ে ৷ তাঁর চোখে "সব শরীরই সুন্দর ৷" নিজের কয়েকটি ছবি পোস্ট করে শরীরের খাঁজগুলিকে ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি ৷ শাড়ি পরা সেই ছবিতে খোলা পিঠের খাঁজকে যেন উদযাপন করেছেন অভিনেত্রী ৷

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর ফ্যাশনশ্যুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ সেই ছবিতে দেখা যাচ্ছে, শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ পরনে ব্লাউজ নেই ৷ পেছন থেকে নেওয়া শটে পিঠ উন্মুক্ত অভিনেত্রীর ৷ এই ছবিগুলির মাধ্যমে তিনি একটি বার্তা দিতে চেয়েছেন ৷ ক্যাপশনের শুরুতেই লিখেছেন, "তোমার খাঁজগুলিকে ভালবাসো ৷" স্বস্তিকার কথায়, "আমরা এমন একটা দেশে বাস করি যেখানে গ্ল্যামার জগতের মানুষেরা সৌন্দর্যের একটা অবাস্তব ধারণা তৈরি করেন এবং সমাজ তাঁদেরই অনুসরণ করে চলবে, এটা মনে করা হয় ৷ এই অবাস্তব ধারণার কোনও গুরুত্ব নেই আমার কাছে ৷"

আরও পড়ুন: ত্রিশলাকে জন্মদিনের শুভেচ্ছা মুন্নাভাইয়ের, হার্ট ইমেজি দিলেন মান্যতা

"প্রত্যেক শরীরই সুন্দর", এই বিশ্বাসটা তৈরি হওয়া প্রয়োজন বলে মত 40 বছরের অভিনেত্রীর ৷ তিনি লিখেছেন, "এই পোস্টের শেষ ছবিটি এমন একটি ছবি, যেটি আমরা একটি ফ্যাশনশ্যুটে দেখতে চাই ৷ আমরা ফিল্টার ও পালিশ করা ছবি চাই যেখানে আমরা নিজেদের আর খুঁজে পাই না ৷ কিন্তু আমি পুরনো দিনের মানুষ ৷ আমার শরীরটা যেমন, সেরকমভাবেই তাকে আমি ভালবাসি ৷" চড়া মেক-আপের আড়াল আর ছিপছিপে চেহারার ধারণা থেকে বেরিয়ে আসার বার্তা দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তাঁর কথায়, "আপনার শরীরের খাঁজগুলিকে আদর করুন ৷ ভালবাসা দিয়ে তাদের যত্ন করুন ৷ এটা যদি আমি পারি, আপনিও পারবেন ৷"

আরও পড়ুন: ফারহানের পরিচালনায় এক ফ্রেমে প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া

স্বস্তিকার এই বার্তা প্রশংসিত হয়েছে নেট নাগরিকদের কাছে ৷ অনেকেই বলেছেন, এমন দৃপ্ত চিন্তাধারা তাঁর মতো একজন সাহসী ও দাপুটে মানুষই রাখতে পারেন ৷ অনেক মহিলারাও লিখেছেন, তাঁরা স্বস্তিকার প্রেমে পাগল ৷ তাঁর ভাবনার পরিধিই তাঁকে সবার থেকে আলাদা করে দেয় ৷ বডিশেমিং-কে (Body Shaming) বুড়ো আঙুল দেখিয়ে নিজের শরীরকে ভালবাসতে শিখিয়েছেন টলিউডের এই অভিনেত্রী ৷

কলকাতা, 11 অগস্ট : বরাবরই তিনি ঠোঁটকাটা ৷ স্পষ্টবাদী ৷ নিজের শর্তে বাঁচেন ৷ স্রোতের বিপরীতে হাঁটেন ৷ তোয়াক্কা করেন না সমালোচনার ৷ তাই তো সাহসী হতে পারেন ৷ সমাজের তথাকথিত ট্যাবু ভেঙে দিতে পিছপা হন না ৷ স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ এ বার তিনি সরব বডি পজিটিভিটি (Body Positivity) নিয়ে ৷ তাঁর চোখে "সব শরীরই সুন্দর ৷" নিজের কয়েকটি ছবি পোস্ট করে শরীরের খাঁজগুলিকে ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি ৷ শাড়ি পরা সেই ছবিতে খোলা পিঠের খাঁজকে যেন উদযাপন করেছেন অভিনেত্রী ৷

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর ফ্যাশনশ্যুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ সেই ছবিতে দেখা যাচ্ছে, শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ পরনে ব্লাউজ নেই ৷ পেছন থেকে নেওয়া শটে পিঠ উন্মুক্ত অভিনেত্রীর ৷ এই ছবিগুলির মাধ্যমে তিনি একটি বার্তা দিতে চেয়েছেন ৷ ক্যাপশনের শুরুতেই লিখেছেন, "তোমার খাঁজগুলিকে ভালবাসো ৷" স্বস্তিকার কথায়, "আমরা এমন একটা দেশে বাস করি যেখানে গ্ল্যামার জগতের মানুষেরা সৌন্দর্যের একটা অবাস্তব ধারণা তৈরি করেন এবং সমাজ তাঁদেরই অনুসরণ করে চলবে, এটা মনে করা হয় ৷ এই অবাস্তব ধারণার কোনও গুরুত্ব নেই আমার কাছে ৷"

আরও পড়ুন: ত্রিশলাকে জন্মদিনের শুভেচ্ছা মুন্নাভাইয়ের, হার্ট ইমেজি দিলেন মান্যতা

"প্রত্যেক শরীরই সুন্দর", এই বিশ্বাসটা তৈরি হওয়া প্রয়োজন বলে মত 40 বছরের অভিনেত্রীর ৷ তিনি লিখেছেন, "এই পোস্টের শেষ ছবিটি এমন একটি ছবি, যেটি আমরা একটি ফ্যাশনশ্যুটে দেখতে চাই ৷ আমরা ফিল্টার ও পালিশ করা ছবি চাই যেখানে আমরা নিজেদের আর খুঁজে পাই না ৷ কিন্তু আমি পুরনো দিনের মানুষ ৷ আমার শরীরটা যেমন, সেরকমভাবেই তাকে আমি ভালবাসি ৷" চড়া মেক-আপের আড়াল আর ছিপছিপে চেহারার ধারণা থেকে বেরিয়ে আসার বার্তা দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তাঁর কথায়, "আপনার শরীরের খাঁজগুলিকে আদর করুন ৷ ভালবাসা দিয়ে তাদের যত্ন করুন ৷ এটা যদি আমি পারি, আপনিও পারবেন ৷"

আরও পড়ুন: ফারহানের পরিচালনায় এক ফ্রেমে প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া

স্বস্তিকার এই বার্তা প্রশংসিত হয়েছে নেট নাগরিকদের কাছে ৷ অনেকেই বলেছেন, এমন দৃপ্ত চিন্তাধারা তাঁর মতো একজন সাহসী ও দাপুটে মানুষই রাখতে পারেন ৷ অনেক মহিলারাও লিখেছেন, তাঁরা স্বস্তিকার প্রেমে পাগল ৷ তাঁর ভাবনার পরিধিই তাঁকে সবার থেকে আলাদা করে দেয় ৷ বডিশেমিং-কে (Body Shaming) বুড়ো আঙুল দেখিয়ে নিজের শরীরকে ভালবাসতে শিখিয়েছেন টলিউডের এই অভিনেত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.