ETV Bharat / sitara

এক কাপ চায়ে আড্ডা দিলেন প্রসেনজিৎ... - undefined

রবিবারের সকালে প্রসেনজিৎ চ্যাটার্জি জমিয়ে আড্ডা দিলেন তাঁর ফ্যানেদের সঙ্গে। কীভাবে?

প্রসেনজিৎ চ্যাটার্জি
author img

By

Published : May 12, 2019, 1:21 PM IST

কলকাতা : বরিবার মানেই খুব স্পেশাল। সকালটা একটু আলাদা অন্যদিনের তুলনায়। চায়ের কাপে চুমুক দিয়ে একবার সোশাল মিডিয়ায় চোখ বুলিয়ে নেওয়া। চোখ বোলাতে বোলাতে হঠাৎ দেখলেন প্রসেনজিৎ চ্যাটার্জি লাইভ উপস্থিত। তাহলে স্পেশাল রবিরারটা আরও ঝলমলে হয়ে ওঠে। প্রসেনজিৎ লাইভে এলেন, কথা বললেন, অনুরাগীদের প্রশ্নের উত্তরও দিলেন।র


প্রথমেই তিনি বললেন, " আমরা জ্যেষ্ঠপুত্রের টিম তোমাদের সকলের কাছে খুব কৃতজ্ঞ। এরকম ধরনের বাংলা ছবি করার সাহস তোমরাই দিচ্ছ। যাঁরা ছবিটা দেখেছে, আমরা তাঁদের কাছে ভীষণ কৃতজ্ঞ, ভীষণ হ্যাপি। যাঁরা এখনও ছবিটা দেখে উঠতে পারোনি, দেখে এসো। ছবিটা রমরম করে ৩ সপ্তাহ ধরে চলছে। ছবি নিয়ে আপনারাই আলোচনা করেছেন। ভালো লাগছে শুনতে যে, জ্যেষ্ঠপুত্র নিয়ে চারদিকে আলোচনা হচ্ছে। এখনো যাঁরা দেখেননি, প্লিজ় জ্যেষ্ঠপুত্র দেখে আসুন।"

ভাতৃসুলভ স্নেহে এই গরমের প্রতিকার ও বিপদ সম্পর্কে সকলকে সতর্ক করলেন প্রিয় বুম্বাদা, বললেন " আরও একটা কথা বলতে চাই, যেভাবে গরমটা বাড়ছে তাতে সাবধানে থাকবেন। এই গরমটা কাবু করতে পারে। তাই নিজের যত্ন নিন।"


ততক্ষণে ফেসবুক লাইভে নানাজনে নানা প্রশ্ন করতে শুরু করেছে। বুম্বাদা একে একে উত্তর দিতে শুরু করেছেন সেই সব প্রশ্নের। কী বললেন, দেখে নিন :

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : বরিবার মানেই খুব স্পেশাল। সকালটা একটু আলাদা অন্যদিনের তুলনায়। চায়ের কাপে চুমুক দিয়ে একবার সোশাল মিডিয়ায় চোখ বুলিয়ে নেওয়া। চোখ বোলাতে বোলাতে হঠাৎ দেখলেন প্রসেনজিৎ চ্যাটার্জি লাইভ উপস্থিত। তাহলে স্পেশাল রবিরারটা আরও ঝলমলে হয়ে ওঠে। প্রসেনজিৎ লাইভে এলেন, কথা বললেন, অনুরাগীদের প্রশ্নের উত্তরও দিলেন।র


প্রথমেই তিনি বললেন, " আমরা জ্যেষ্ঠপুত্রের টিম তোমাদের সকলের কাছে খুব কৃতজ্ঞ। এরকম ধরনের বাংলা ছবি করার সাহস তোমরাই দিচ্ছ। যাঁরা ছবিটা দেখেছে, আমরা তাঁদের কাছে ভীষণ কৃতজ্ঞ, ভীষণ হ্যাপি। যাঁরা এখনও ছবিটা দেখে উঠতে পারোনি, দেখে এসো। ছবিটা রমরম করে ৩ সপ্তাহ ধরে চলছে। ছবি নিয়ে আপনারাই আলোচনা করেছেন। ভালো লাগছে শুনতে যে, জ্যেষ্ঠপুত্র নিয়ে চারদিকে আলোচনা হচ্ছে। এখনো যাঁরা দেখেননি, প্লিজ় জ্যেষ্ঠপুত্র দেখে আসুন।"

ভাতৃসুলভ স্নেহে এই গরমের প্রতিকার ও বিপদ সম্পর্কে সকলকে সতর্ক করলেন প্রিয় বুম্বাদা, বললেন " আরও একটা কথা বলতে চাই, যেভাবে গরমটা বাড়ছে তাতে সাবধানে থাকবেন। এই গরমটা কাবু করতে পারে। তাই নিজের যত্ন নিন।"


ততক্ষণে ফেসবুক লাইভে নানাজনে নানা প্রশ্ন করতে শুরু করেছে। বুম্বাদা একে একে উত্তর দিতে শুরু করেছেন সেই সব প্রশ্নের। কী বললেন, দেখে নিন :

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:আজ রবিবার। ছুটির দিন। একটা অলস দিন। কিন্তু এই ছুটির দিনকে তরতাজা করতে সকাল সকাল ইন্ডাস্ট্রির "জ্যেষ্ঠপুত্র" প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বসলেন তার গুণমুগ্ধ ভক্তদের সঙ্গে আড্ডা দিতে, ফেসবুক লাইভের সাহায্যে।




Body:প্রথমেই তিনি বললেন, " আমরা জ্যেষ্ঠ পুত্রের টিম তোমাদের সকলের কাছে খুব কৃতজ্ঞ। এরকম ধরনের বাংলা ছবি করার সাহস তোমরাই দিচ্ছ। যাঁরা যাঁরা ছবিটা দেখেছে, দেখেছো আমরা তাঁদের কাছে ভীষণ কৃতজ্ঞ, ভীষণ হ্যাপি। যাঁরা এখনও ছবিটা দেখে উঠতে পারোনি, দেখে এসো। ছবিটা রমরম করে ৩ সপ্তাহ ধরে চলছে। ছবি নিয়ে আপনারাই আলোচনা করেছেন। ভালো লাগছে শুনতে, যে জ্যেষ্ঠপুত্র নিয়ে চারদিকে আলোচনা হচ্ছে। এখনো যাঁরা দেখেননি, প্লিজ জ্যেষ্ঠপুত্র দেখে আসুন।"

ভাতৃসুলভ স্নেহে এই গরমের প্রতিকার ও বিপদ সম্পর্কে সকলকে সতর্ক করলেন প্রিয় বুম্বাদা, " আরও একটা কথা বলতে চাই, যেভাবে গরমটা বাড়ছে তাতে সাবধানে থাকবেন। এই গরমটা কাবু করতে পারে। তাই নিজের যত্ন নিন।"




Conclusion:ততক্ষণে ফেসবুক লাইভে নানাজনে নানা প্রশ্ন করতে শুরু করেছে। বুম্বাদা একে একে উত্তর দিতে শুরু করেছেন সেই সব প্রশ্নের। কী বললেন, দেখে নিন :
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.