ETV Bharat / sitara

মুক্তি পেতে চলেছে 'বাঘিনী' - Mamata Bandyopadhyay

2019 সালের লোকসভা নির্বাচনের জন্য স্থগিত রাখা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক 'PM নরেন্দ্র মোদি'-র মুক্তি। নির্বাচনের ফলাফল বেরোনোর পরদিন অর্থাৎ 24 মে মুক্তি পায় সেই ছবি। এবার মুক্তির অপেক্ষায় 'বাঘিনী'। শোনা যাচ্ছে মমতা ব্যানর্জির জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। যদিও তিনি এটাকে তাঁর বায়োপিক বলতে রাজি নন।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 3, 2019, 7:12 PM IST

Updated : Jun 3, 2019, 11:09 PM IST


কলকাতা : লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে পিছিয়ে গেছিল 'বাঘিনী' ছবির মুক্তি। শোনা যাচ্ছে, 14 জুন মুক্তি পেতে পারে এই ছবি।

'বাঘিনী' ছবিটির পরিচালক নেহাল দত্ত। মূলত সিপিএম পার্টির অভিযোগের কারণেই পিছিয়ে যায় ছবিটির মুক্তি। তারাই প্রথম নির্বাচন কমিশনের কাছে বিষয়টি তুলে ধরে। বিজেপিও বিষয়টির বিরোধীতা করে একটি চিঠি দেয়। সর্বোপরি ছবির প্রযোজক এবং চিত্রনাট্যকার পিঙ্কি পাল কমিশনের দ্বারস্থ হন। তাঁরা বলেন, ভোটের আগে যেন কোনও মতেই ছবি মুক্তি না পায়।

এখন ভোট শেষ। ভোটের ফলাফলও বেরিয়ে গেছে। তাই আর কোনও আপত্তি নেই ছবি মুক্তিতে। সব ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে 14 জুন।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">


কলকাতা : লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে পিছিয়ে গেছিল 'বাঘিনী' ছবির মুক্তি। শোনা যাচ্ছে, 14 জুন মুক্তি পেতে পারে এই ছবি।

'বাঘিনী' ছবিটির পরিচালক নেহাল দত্ত। মূলত সিপিএম পার্টির অভিযোগের কারণেই পিছিয়ে যায় ছবিটির মুক্তি। তারাই প্রথম নির্বাচন কমিশনের কাছে বিষয়টি তুলে ধরে। বিজেপিও বিষয়টির বিরোধীতা করে একটি চিঠি দেয়। সর্বোপরি ছবির প্রযোজক এবং চিত্রনাট্যকার পিঙ্কি পাল কমিশনের দ্বারস্থ হন। তাঁরা বলেন, ভোটের আগে যেন কোনও মতেই ছবি মুক্তি না পায়।

এখন ভোট শেষ। ভোটের ফলাফলও বেরিয়ে গেছে। তাই আর কোনও আপত্তি নেই ছবি মুক্তিতে। সব ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে 14 জুন।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে স্থগিত রাখা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকের মুক্তি। নির্বাচনের ফলাফল বেরোনোর পরদিনই মুক্তি পায় সেই ছবি, অর্থাৎ 24 মে।


Body:এবার মুক্তির অপেক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক 'বাঘিনী'। যদিও মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এই ছবিটি সেই অর্থে তার বায়োপিক নয়।

তাও, ভোটের আগে ইলেকশন কমিশনের নির্দেশে স্থগিত ছিল ছবির মুক্তি। শোনা যাচ্ছে, ১৪ জুন মুক্তি পেতে পারে এই ছবি।

বাঘিনী ছবির পরিচালক নেহাল দত্ত। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ভোটের আগেই। সে সময় বাধা দেয় কমিউনিস্ট পার্টি সিপিএম। তাঁরা দ্বারস্থ হয়েছিলেন কমিশনের কাছে। এই ব্যাপারে বিরোধিতা করে একটি চিঠি জমা দেয় বিজেপিও।

সর্বোপরি ছবির প্রযোজক এবং চিত্রনাট্যকার পিংকি পাল কমিশনের দ্বারস্থ হন। বলেন, ভোটের আগে যেন কোনও মতেই ছবি মুক্তি না পায়।


Conclusion:এখন ভোট শেষ। ভোটের ফলাফলও বেরিয়েছে। তাই সব ঠিক থাকলে ছবি মুক্তি পাবে ১৪ জুনেই।
Last Updated : Jun 3, 2019, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.