কলকাতা : লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে পিছিয়ে গেছিল 'বাঘিনী' ছবির মুক্তি। শোনা যাচ্ছে, 14 জুন মুক্তি পেতে পারে এই ছবি।
'বাঘিনী' ছবিটির পরিচালক নেহাল দত্ত। মূলত সিপিএম পার্টির অভিযোগের কারণেই পিছিয়ে যায় ছবিটির মুক্তি। তারাই প্রথম নির্বাচন কমিশনের কাছে বিষয়টি তুলে ধরে। বিজেপিও বিষয়টির বিরোধীতা করে একটি চিঠি দেয়। সর্বোপরি ছবির প্রযোজক এবং চিত্রনাট্যকার পিঙ্কি পাল কমিশনের দ্বারস্থ হন। তাঁরা বলেন, ভোটের আগে যেন কোনও মতেই ছবি মুক্তি না পায়।
এখন ভোট শেষ। ভোটের ফলাফলও বেরিয়ে গেছে। তাই আর কোনও আপত্তি নেই ছবি মুক্তিতে। সব ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে 14 জুন।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">