ETV Bharat / sitara

শুরু হল 'অভিযান'-এর ডাবিং অভিযান - soumitra chatterjee biopic abhijaan

শুরু হল 'অভিযান'-এর ডাবিং । পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই বায়োপিকে যুবক সৌমিত্রর চরিত্রে জিশু সেনগুপ্ত ।

soumitra chatterjee biopic abhijaan
soumitra chatterjee biopic abhijaan
author img

By

Published : Feb 2, 2021, 9:58 PM IST

কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক 'অভিযান' । এমন সময় তাঁর বায়োপিকটা আসছে, যখন তিনি রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছেন । নিজের জীবনকে আর পরদায় দেখা হল না সৌমিত্রর । পুরোটাই কেমন একটা সিনেমার মতো ।

অথচ বায়োপিকটা তাঁর মৃত্যুর আগেই শুরু হয়েছিল । সবাইকে কাঁদিয়ে যখন বিদায় নিলেন, তখন যেন অন্যরূপে তাঁকে ফিরে পেল দর্শক । সৌজন্যে পরমব্রত চট্টোপাধ্য়ায় । তাঁরই পরিচালনায় আসছে 'অভিযান' ।

শুরু হল 'অভিযান'-এর ডাবিং । যুবক সৌমিত্রর চরিত্রে অভিনয় করছেন জিশু সেনগুপ্ত । আর বৃদ্ধ বয়সের ছবিটা নিজেই তুলে ধরেছিলেন সৌমিত্র ।

জিশুর সঙ্গে একটি সেলফি শেয়ার করে পরমব্রত লিখেছেন, "অভিযান-এর ডাবিং শুরু হল ।"...দেখে নিন তাঁর পোস্ট..

"গ্রো ওল্ড অ্যালং উইথ মি ! দা বেস্ট ইজ় ইয়েট টু বি, দা লাস্ট অফ লাইফ, ফর হুইচ দা ফার্স্ট ওয়াজ় মেড"..এই মর্মস্পর্শী লাইন দিয়ে শুরু হয়েছে 'অভিযান'-এর টিজ়ার । সৌমিত্রর 86 তম জন্মদিনেই মুক্তি পেয়েছে টিজ়ারটি ।

শেষবারের মতো সৌমিত্র চট্টোপাধ্যায়কে বড় পরদায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ।

কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক 'অভিযান' । এমন সময় তাঁর বায়োপিকটা আসছে, যখন তিনি রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছেন । নিজের জীবনকে আর পরদায় দেখা হল না সৌমিত্রর । পুরোটাই কেমন একটা সিনেমার মতো ।

অথচ বায়োপিকটা তাঁর মৃত্যুর আগেই শুরু হয়েছিল । সবাইকে কাঁদিয়ে যখন বিদায় নিলেন, তখন যেন অন্যরূপে তাঁকে ফিরে পেল দর্শক । সৌজন্যে পরমব্রত চট্টোপাধ্য়ায় । তাঁরই পরিচালনায় আসছে 'অভিযান' ।

শুরু হল 'অভিযান'-এর ডাবিং । যুবক সৌমিত্রর চরিত্রে অভিনয় করছেন জিশু সেনগুপ্ত । আর বৃদ্ধ বয়সের ছবিটা নিজেই তুলে ধরেছিলেন সৌমিত্র ।

জিশুর সঙ্গে একটি সেলফি শেয়ার করে পরমব্রত লিখেছেন, "অভিযান-এর ডাবিং শুরু হল ।"...দেখে নিন তাঁর পোস্ট..

"গ্রো ওল্ড অ্যালং উইথ মি ! দা বেস্ট ইজ় ইয়েট টু বি, দা লাস্ট অফ লাইফ, ফর হুইচ দা ফার্স্ট ওয়াজ় মেড"..এই মর্মস্পর্শী লাইন দিয়ে শুরু হয়েছে 'অভিযান'-এর টিজ়ার । সৌমিত্রর 86 তম জন্মদিনেই মুক্তি পেয়েছে টিজ়ারটি ।

শেষবারের মতো সৌমিত্র চট্টোপাধ্যায়কে বড় পরদায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.