ETV Bharat / sitara

Aryan Khan : আরবাজকে জেরা সিটের, কাল আরিয়ানের হাজিরার সম্ভাবনা - Arbaaz Merchant

মাদক মামলায় আরবাজ মার্চেন্টকে (Arbaaz Merchant) দীর্ঘক্ষণ জেরা করলেন এনসিবি-র সিট (NCB's SIT) অফিসাররা ৷ সোমবার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে (Aryan Khan) জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর ৷

drugs case: NCB's SIT officers grill Arbaaz Merchant, Aryan Khan to appear before agency tomorrow
আরবাজকে দীর্ঘক্ষণ জেরা এনসিবি-র সিট অফিসারদের, কাল হাজিরা আরিয়ানের !
author img

By

Published : Nov 7, 2021, 6:19 PM IST

Updated : Nov 7, 2021, 6:59 PM IST

মুম্বই, 7 নভেম্বর: প্রমোদতরীর মাদক পার্টির মামলার দায়িত্ব কাঁধে নিয়েই জোরদার তদন্ত শুরু করল এনসিবি-র বিশেষ তদন্তকারী দল (SIT)৷ রবিবার দীর্ঘক্ষণ সিটের অফিসাররা জিজ্ঞাসাবাদ করলেন অভিযুক্ত আরবাজ মার্চেন্টকে (Arbaaz Merchant) ৷ আজ সমন পাঠানো হয়েছিল ওই মামলায় অপর অভিযুক্ত আরিয়ান খানকেও (Aryan Khan)৷ তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আজ হাজিরা দিতে পারেননি বলে বিশেষ সূত্রে খবর মিলেছে ৷ শাহরুখ খানের ছেলে সোমবার সিটের সামনে হাজিরা দেবেন বলে মনে করা হচ্ছে ৷

সূত্রের দাবি, আজ সকালে আরবাজ মার্চেন্টকে সমন পাঠানো হয়েছিল ৷ বেলা 11টার সময় তাঁকে এনসিবির সিটের সামনে হাজিরা দিতে বলা হয় ৷ কিন্তু তিনি বিকেলের দিকে এনসিবি অফিসে পৌঁছন ৷ ক্রুজের মাদক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিটের অফিসাররা ৷

জানা গিয়েছে, আরিয়ান খানের বয়ান রেকর্ড করার জন্য রবিবারই তাঁকে ডেকে পাঠিয়েছিল এনসিবি-র বিশেষ তদন্তকারী দল ৷ তবে শারীরিক কারণ দেখিয়ে তিনি জানিয়েছেন, আজ তিনি হাজির হতে পারছেন না ৷ সোমবার এনসিবি-র অফিসের সামনে তাঁকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে ৷ আরিয়ান ও আরবাজের জামিনের একটি শর্তে বম্বে হাইকোর্ট বলেছিল, তদন্তের প্রয়োজনে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে ৷ তাঁদের সমন পাঠানো হলে, তাঁরা এনসিবি-র অফিসে হাজিরা দেবেন এবং তদন্তে সাহায্য করবেন, এই শর্তই দেওয়া আছে আদালতের নির্দেশনামায় ৷

আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানকে অপহরণ করে টাকা হাতানোই ছক ছিল সমীরের, মাস্টারমাইন্ড বিজেপি নেতা : নবাব

আরিয়ান মামলার তদন্তে এনসিবির গঠন করা বিশেষ তদন্তকারী দল শনিবারই মুম্বই পৌঁছেছে ৷ এনসিবির ডিডিজি অপারেশনস সঞ্জয় কুমার সিং সেই দলের (SIT) নেতৃত্ব দিচ্ছেন ৷ এই দল অভিযুক্তদের বয়ান রেকর্ড করবে ৷ পাশাপাশি সিট অফিসাররা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খানেরও বয়ান রেকর্ড করবেন বলে মনে করা হচ্ছে ৷ চলতি বছর জানুয়ারি মাসে সমীর খানকে গ্রেফতার করেছিল এনসিবি ৷ সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন ৷ যে 6টি মামলার দায়িত্ব সিটের হাতে গিয়েছে, সেই মামলাগুলির সঙ্গে যুক্তদের বয়ান রেকর্ড করা শুরু করেছে বিশেষ তদন্তকারী দল ৷

আরও পড়ুন: Sameer Wankhede: আরিয়ান মামলার তদন্ত থেকে সমীর ওয়াংখেড়েকে সরানো নিয়ে ধোঁয়াশা

এ দিকে, আজ ফের এনসিবি-র বিরুদ্ধে তোপ দেগে নবাব মালিক অভিযোগ করেছেন, আরিয়ান খানকে অপহরণের ছক কষা হয়েছিল ৷ সেই অপহরণের ষড়যন্ত্রের অংশ ছিলেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ৷ আর অপহরণের মাস্টারমাইন্ড ছিলেন বিজেপি নেতা মোহিত ভারতীয়া ৷

আরও পড়ুন: Sameer Wankhede: 2 লাখের জুতো, 20 লাখের ঘড়ি, 50 হাজারের শার্ট পরেন সমীর: নবাব মালিক

মুম্বই, 7 নভেম্বর: প্রমোদতরীর মাদক পার্টির মামলার দায়িত্ব কাঁধে নিয়েই জোরদার তদন্ত শুরু করল এনসিবি-র বিশেষ তদন্তকারী দল (SIT)৷ রবিবার দীর্ঘক্ষণ সিটের অফিসাররা জিজ্ঞাসাবাদ করলেন অভিযুক্ত আরবাজ মার্চেন্টকে (Arbaaz Merchant) ৷ আজ সমন পাঠানো হয়েছিল ওই মামলায় অপর অভিযুক্ত আরিয়ান খানকেও (Aryan Khan)৷ তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আজ হাজিরা দিতে পারেননি বলে বিশেষ সূত্রে খবর মিলেছে ৷ শাহরুখ খানের ছেলে সোমবার সিটের সামনে হাজিরা দেবেন বলে মনে করা হচ্ছে ৷

সূত্রের দাবি, আজ সকালে আরবাজ মার্চেন্টকে সমন পাঠানো হয়েছিল ৷ বেলা 11টার সময় তাঁকে এনসিবির সিটের সামনে হাজিরা দিতে বলা হয় ৷ কিন্তু তিনি বিকেলের দিকে এনসিবি অফিসে পৌঁছন ৷ ক্রুজের মাদক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিটের অফিসাররা ৷

জানা গিয়েছে, আরিয়ান খানের বয়ান রেকর্ড করার জন্য রবিবারই তাঁকে ডেকে পাঠিয়েছিল এনসিবি-র বিশেষ তদন্তকারী দল ৷ তবে শারীরিক কারণ দেখিয়ে তিনি জানিয়েছেন, আজ তিনি হাজির হতে পারছেন না ৷ সোমবার এনসিবি-র অফিসের সামনে তাঁকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে ৷ আরিয়ান ও আরবাজের জামিনের একটি শর্তে বম্বে হাইকোর্ট বলেছিল, তদন্তের প্রয়োজনে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে ৷ তাঁদের সমন পাঠানো হলে, তাঁরা এনসিবি-র অফিসে হাজিরা দেবেন এবং তদন্তে সাহায্য করবেন, এই শর্তই দেওয়া আছে আদালতের নির্দেশনামায় ৷

আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানকে অপহরণ করে টাকা হাতানোই ছক ছিল সমীরের, মাস্টারমাইন্ড বিজেপি নেতা : নবাব

আরিয়ান মামলার তদন্তে এনসিবির গঠন করা বিশেষ তদন্তকারী দল শনিবারই মুম্বই পৌঁছেছে ৷ এনসিবির ডিডিজি অপারেশনস সঞ্জয় কুমার সিং সেই দলের (SIT) নেতৃত্ব দিচ্ছেন ৷ এই দল অভিযুক্তদের বয়ান রেকর্ড করবে ৷ পাশাপাশি সিট অফিসাররা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খানেরও বয়ান রেকর্ড করবেন বলে মনে করা হচ্ছে ৷ চলতি বছর জানুয়ারি মাসে সমীর খানকে গ্রেফতার করেছিল এনসিবি ৷ সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন ৷ যে 6টি মামলার দায়িত্ব সিটের হাতে গিয়েছে, সেই মামলাগুলির সঙ্গে যুক্তদের বয়ান রেকর্ড করা শুরু করেছে বিশেষ তদন্তকারী দল ৷

আরও পড়ুন: Sameer Wankhede: আরিয়ান মামলার তদন্ত থেকে সমীর ওয়াংখেড়েকে সরানো নিয়ে ধোঁয়াশা

এ দিকে, আজ ফের এনসিবি-র বিরুদ্ধে তোপ দেগে নবাব মালিক অভিযোগ করেছেন, আরিয়ান খানকে অপহরণের ছক কষা হয়েছিল ৷ সেই অপহরণের ষড়যন্ত্রের অংশ ছিলেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ৷ আর অপহরণের মাস্টারমাইন্ড ছিলেন বিজেপি নেতা মোহিত ভারতীয়া ৷

আরও পড়ুন: Sameer Wankhede: 2 লাখের জুতো, 20 লাখের ঘড়ি, 50 হাজারের শার্ট পরেন সমীর: নবাব মালিক

Last Updated : Nov 7, 2021, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.