দিল্লি, 27 জানুয়ারি: পরিচালক রজনীশ রাজি ঘাইয়ের হাত ধরেই আসতে চলেছে কঙ্গনা রানওয়াতের নতুন স্পাই থ্রিলার 'ঢাকাড'৷ এবার সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীকে ‘অসাধারণ প্রতিভা’ বলে উল্লেখ করলেন রজনীশ (Razneesh Razy Ghai Praises Kangana Ranaut by calling her talent extraordinaire) ৷ শ্যুটিং চলাকালীন তোলা তাঁর এবং কঙ্গনার একটি পুরোনো ছবিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি ৷
একইসঙ্গে তিনি লেখেন, ‘‘এই অসাধারণ প্রতিভার সঙ্গে বুডাপেস্টে শ্যুটিংয়ের দিনগুলো মিস করছি খুব, 'ঢাকাড'-এর গোটা দলের পক্ষ থেকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা ৷" রজনীশের এই শুভেচ্ছাবার্তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কঙ্গনাও ৷ এই নতুন স্পাই থ্রিলারটির প্রযোজনা করেছেন দীপক মুকুট এবং সোহেল মাকলাই ৷ ছবিতে কঙ্গনা ছাড়াও রয়েছেন অর্জুন রামপাল, দিব্যা দত্ত-সহ একঝাঁক তারকা ৷ ছবিতে কঙ্গনার চরিত্রের নাম এজেন্ট অগ্নি ৷ শিশু পাচার, নারী অত্য়াচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা যাবে তাঁকে ৷
আরও পড়ুন:এবার বডিকন পোশাকে অনুরাগীদের মনে ঝড় তুললেন দীপিকা
সবমিলিয়ে বলিউডি অ্যাকশন, টানটান রহস্য সবই থাকছে ছবিতে ৷ 'ঢাকাড' নিয়ে যে কতখানি আশাবাদী কঙ্গনা, তা এর আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি ৷ তিনি বলেছিলেন, "ঢাকাড যে শুধু আমার কেরিয়ারের একটি বেঞ্চমার্ক ছবি হতে চলেছে তাই নয়, ভারতীয় সিনেমার জন্য়ও একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে ৷" ছবির সমস্ত স্টান্ট পরিকল্পনা করেছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত জাপানি সিনেমাটোগ্রাফার টেটসুও নাগাটা ৷ প্রথমে অবশ্য় এপ্রিল-মে মাসেই মুক্তি পাবার কথা ছিল ছবিটির ৷ তবে জানা গিয়েছে তা পিছিয়ে দেওয়া হয়েছে ৷ নতুন তারিখ এখনও সামনে আসেনি ৷