কলকাতা : মুম্বই থেকে আসার ফলে বাংলা উচ্চারণে সমস্যা ছিল অনেক । অভিনয় নিয়েও ক্যারিয়ারের শুরু থেকে অনেক সমালোচিত হয়েছেন । তবু হাল ছাড়েননি তিনি...তিনি দেব ওরফে দীপক অধিকারী ।
টলিউডে পা দেওয়ার পর থেকে জনপ্রিয়তা পেয়েছেন ঠিকই, তবে তাঁকে ব্রাত্য় করে রেখেছিল শিক্ষিত সিনেপ্রেমী সমাজ । অনেক সমালোচনার মুখে পড়েছেন তিনি । কিন্তু হার না মেনে একটু একটু করে তিনি নিজেকে ভাঙতে শুরু করেন । লাভার বয় সুপারস্টার ইমেজ ছেড়ে বাস্তবসম্মত চরিত্রে দেখা যেতে শুরু তাঁকে ।
অনিরুদ্ধ রায়চৌধুরির 'বুনো হাস', কমলেশ্বর মুখার্জির 'চাঁদের পাহাড়' বা লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল ব্যানার্জি পরিচালিত 'সাঁঝবাতি' ছবিতে এক অন্য দেবকে প্রত্যক্ষ করেছে দর্শক । বিশেষ করে 'সাঁঝবাতি' ছবিতে তিনি এক পরিচারকের চরিত্রে অভিনয় করেছেন এবং সেটা দেখতে হল ভরিয়েছেন সমাজের সব সেকশনের মানুষ । আসন্ন কয়েকটি ছবিতেও দেবকে একেবারে রক্ত-মাংসের মানুষের চরিত্রে দেখা যাবে । নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর মতো গুরুত্বপূর্ণ চরিত্রেও দেবকে বেছেছেন পরিচালক ধ্রুব ব্যানার্জি ।
দেব বললেন, "আমি নন-অ্যাক্টর, এখনও কাজ শিখছি, তাই কঠিন রোল আসে না আমার কাছে..." তবে অবস্থার পরিবর্তন হয়েছে, নিজেই স্বীকার করলেন দেব । বললেন, "তবে এখন দর্শকের আশীর্বাদে এমন অনেক চরিত্র আসছে যেগুলো আগে আসেনি । এই বছরটা খুবই স্পেশাল, অনেক ভালো গল্পে কাজ করবো ।"
শুনে নিন দেবের বক্তব্য...