মুম্বই, 13 জুন : আবারও ইন্টারনেটে আগুন ধরালেন বলিউডের অভিনেত্রী সানি লিয়নি (Sunny Leone) ৷ প্রখ্যাত চিত্রগ্রাহক ডাব্বু রত্নানি তাঁর 2021 সালের ক্যালেন্ডার থেকে সানির একটি ছবি শেয়ার করেছেন ৷ সেই ছবিতে মোহময়ী রূপে ধরা দিয়েছেন সানি ৷
এর আগে তাঁর এ বছরের ক্যালেন্ডারের অভিষেক বচ্চন, বিদ্যা বালান ও ভিকি কৌশলের ছবি প্রকাশ্যে এনেছিলেন ডাব্বু রত্নানি ৷ এ বার তিনি তাক লাগিয়ে দিলেন নেটিজেনদের ৷ ডাব্বুর নয়া চমক উন্মুক্ত শরীরে পোজ দেওয়া সানি লিয়নির ছবি ৷ ছবিটিতে দেখা যাচ্ছে একটি স্তম্ভে হেলান দিয়ে উত্তেজক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী ৷ তাঁর পরনে কাপড়ের একটি কণাও দেখা যাচ্ছে না ৷ শুধু পায়ে রয়েছে এক জোড়া স্লিলেটো ৷ মেক-আপও করেছেন যৎসামান্যই ৷ একটি বিরাট মাপের টুপি হাতে ধরে কোনওক্রমে শরীর ঢেকে রেখেছেন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ডাব্বুর বার্ষিক ক্যালেন্ডারের ছবিটি পোস্ট করে ক্যাপশনে সানি লিখেছেন, "গরম এসে গিয়েছে ৷" এই পোস্টের কমেন্ট সেকশন স্বাভাবিকভাবেই আগুনের ইমোজিতে ভরে গিয়েছে ৷
আরও পড়ুন: শত স্বামীর স্ত্রী হও, শত সংসারে আগুন লাগাও ! কনের সাজে ট্রোলের শিকার শ্রাবন্তী
গত বছরও ডাব্বু রত্নানির ক্যালেন্ডারে অনবদ্য এক অবতারে দেখা গিয়েছিল সানি লিয়নিকে ৷ সেই ছবিতে একটি বিরাট বই দিয়ে নিজের শরীর ঢাকতে দেখা গিয়েছিল সানিকে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শাহরুখ খান, বিদ্যা বালান, অনুষ্কা শর্মা, অক্ষয় কুমার, কিয়ারা আডবাণী ও ভিকি কৌশলের মতো বলিউডের শীর্ষ তারকাদের পাশাপাশি ডাব্বুর ক্যালেন্ডারে জায়গা করে নিয়েছিলেন 'জিসম টু' স্টার ৷