ETV Bharat / sitara

'কোরোনা ভাইরাস'-এর ট্রেলার নিয়ে এলেন বর্মা - রাম গোপাল বর্মা

রাম গোপাল বর্মা প্রযোজিত পরবর্তী ছবির নাম 'কোরোনা ভাইরাস' । প্রযোজক ও পরিচালক নিজে টুইটারে প্রকাশ করলেন ছবির ট্রেলার ।

ram gopal varma latest news
ram gopal varma latest news
author img

By

Published : May 26, 2020, 11:58 PM IST

মুম্বই : বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাম গোপাল বর্মা বানিয়েছেন তাঁর আগামী ছবি । ছবির নাম 'কোরোনা ভাইরাস' । নাম শুনেই বোঝা যাচ্ছে ছবির বিষয়বস্তু কী হতে পারে । মুক্তি পেল ছবির ট্রেলার ।

মাল্টিস্টারার সেই ট্রেলার শেয়ার করে বর্মা লিখেছেন, "এটা 'কোরোনা ভাইরাস'-এর ট্রেলার । ছবিটা লকডাউন নিয়ে এবং ছবিটা শুট করা হয়েছে লকডাউনেই । প্রমাণ করতে চেয়েছিলাম যে, আমাদের কাজ কেউ আটকাতে পারবেন না, ঈশ্বর হোক বা কোরোনা.."

সাসপেন্স থ্রিলার এই ছবির পরিচালক অগস্থ্য মঞ্জু ও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রীকান্ত আয়েঙ্গর । মিউজ়িক কম্পোজ় করেছেন DSR । এই বছরই মুক্তি পাবে 'কোরোনা ভাইরাস', তবে মুক্তির তারিখ এখনও অস্পষ্ট ।

দেখে নিন ট্রেলার...

  • Here is the CORONAVIRUS film trailer..The story is set in a LOCKDOWN and it has been SHOT during LOCKDOWN ..Wanted to prove no one can stop our work whether it’s GOD or CORONA @shreyaset https://t.co/fun1Ed36Sn

    — Ram Gopal Varma (@RGVzoomin) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাম গোপাল বর্মা বানিয়েছেন তাঁর আগামী ছবি । ছবির নাম 'কোরোনা ভাইরাস' । নাম শুনেই বোঝা যাচ্ছে ছবির বিষয়বস্তু কী হতে পারে । মুক্তি পেল ছবির ট্রেলার ।

মাল্টিস্টারার সেই ট্রেলার শেয়ার করে বর্মা লিখেছেন, "এটা 'কোরোনা ভাইরাস'-এর ট্রেলার । ছবিটা লকডাউন নিয়ে এবং ছবিটা শুট করা হয়েছে লকডাউনেই । প্রমাণ করতে চেয়েছিলাম যে, আমাদের কাজ কেউ আটকাতে পারবেন না, ঈশ্বর হোক বা কোরোনা.."

সাসপেন্স থ্রিলার এই ছবির পরিচালক অগস্থ্য মঞ্জু ও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রীকান্ত আয়েঙ্গর । মিউজ়িক কম্পোজ় করেছেন DSR । এই বছরই মুক্তি পাবে 'কোরোনা ভাইরাস', তবে মুক্তির তারিখ এখনও অস্পষ্ট ।

দেখে নিন ট্রেলার...

  • Here is the CORONAVIRUS film trailer..The story is set in a LOCKDOWN and it has been SHOT during LOCKDOWN ..Wanted to prove no one can stop our work whether it’s GOD or CORONA @shreyaset https://t.co/fun1Ed36Sn

    — Ram Gopal Varma (@RGVzoomin) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.