ETV Bharat / sitara

Salman-Akshay-Ajay : সলমন-অক্ষয়-অজয়-সহ 39 তারকার বিরুদ্ধে এফআইআর, কেন? - Akshay Kumar

ধর্ষিতার পরিচয় প্রকাশ্যে আনার অভিযোগে এফআইআর দায়ের করা হল সলমন খান (Salman Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), অজয় দেবগণ (Ajay Devgan), অভিষেক বচ্চন-সহ একগুচ্ছ তারকার বিরুদ্ধে ৷

complaint-against-salman-khan Akshay Kumar and 37-others-for-revealing-identity-of-rape-victim
এফআইআর সলমন-অক্ষয়-অজয়-সহ 39 তারকার বিরুদ্ধে, কেন?
author img

By

Published : Sep 5, 2021, 1:00 PM IST

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর : নয়াদিল্লির আদালতে অভিযোগ দায়ের করা হল বলিউডের একাধিক স্টারের বিরুদ্ধে ৷ সেই তালিকায় রয়েছেন সলমন খান (Salman Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), অজয় দেবগণ (Ajay Devgan), অভিষেক বচ্চন-সহ আরও অনেকে ৷ অভিযোগ, 2019 সালে হায়দরাবাদে ধর্ষিতার (2019 Hyderabad rape victim) পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন অভিযুক্তরা ৷ আরও 36 জনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে তিস হাজারি আদালতে (Tis Hazari Court)৷ তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানিয়েছেন অভিযোগকারী ৷

আরও পড়ুন : Sidharth Shukla's funeral: সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো

সবজি মান্ডি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে 228এ ধারায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী গৌরব গুলাটি ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ অভিযোগপত্রে সেলিব্রিটিদের কয়েকটি টুইট তুলে ধরেছেন অভিযোগকারী ৷ তাঁর দাবি, সেই টুইটগুলিতে হায়দরাবাদের ধর্ষিতার পরিচয় প্রকাশ্যে এসেছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী যা আইনত অপরাধ ৷

আরও পড়ুন: Rishi Kapoor : 69তম জন্মবার্ষিকীতে ঋষি কাপুরের শেষ অভিনীত ছবির পোস্টার শেয়ার

এই অভিযোগে এফআইআর দায়ের হয়েছে একগুচ্ছ তারকার বিরুদ্ধে ৷ সলমন খান, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, অজয় দেবগণ ছাড়াও এফআইআর-এ নাম রয়েছে ফারহান আখতার, অনুপম খের, আরমান মালিক, করমবীর ভোরা, মধুর ভান্ডারকর, দক্ষিণের অভিনেতা রবি তেজা, আল্লু শিরিষ, হরভজন সিং, শিখর ধাওয়ান, সাইনা নেহওয়াল, পরিণীতি চোপড়া, দিয়া মির্জা, স্বরা ভাস্কর, রাকুলপ্রীত, জাহির খান, ইয়ামি গৌতম, রিচা চাড্ডা, কাজল আগরওয়াল, শাবানা আজমি, হংসিকা মোতওয়ানি, প্রিয়া মালিক, মেহরিন পীরজাদা, নিধি আগরওয়াল, চার্মি কৌর, অশিকা রঙ্গনাথ, রেডিয়ো জকি সাইমা ও অন্যান্য আরও অনেকে ৷

আরও পড়ুন : Uttam Kumar Birthday: আপনি আছেন, মহানায়ককে জন্মদিনে সৃজিতের উপহার অতি উত্তম

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর : নয়াদিল্লির আদালতে অভিযোগ দায়ের করা হল বলিউডের একাধিক স্টারের বিরুদ্ধে ৷ সেই তালিকায় রয়েছেন সলমন খান (Salman Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), অজয় দেবগণ (Ajay Devgan), অভিষেক বচ্চন-সহ আরও অনেকে ৷ অভিযোগ, 2019 সালে হায়দরাবাদে ধর্ষিতার (2019 Hyderabad rape victim) পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন অভিযুক্তরা ৷ আরও 36 জনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে তিস হাজারি আদালতে (Tis Hazari Court)৷ তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানিয়েছেন অভিযোগকারী ৷

আরও পড়ুন : Sidharth Shukla's funeral: সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো

সবজি মান্ডি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে 228এ ধারায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী গৌরব গুলাটি ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ অভিযোগপত্রে সেলিব্রিটিদের কয়েকটি টুইট তুলে ধরেছেন অভিযোগকারী ৷ তাঁর দাবি, সেই টুইটগুলিতে হায়দরাবাদের ধর্ষিতার পরিচয় প্রকাশ্যে এসেছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী যা আইনত অপরাধ ৷

আরও পড়ুন: Rishi Kapoor : 69তম জন্মবার্ষিকীতে ঋষি কাপুরের শেষ অভিনীত ছবির পোস্টার শেয়ার

এই অভিযোগে এফআইআর দায়ের হয়েছে একগুচ্ছ তারকার বিরুদ্ধে ৷ সলমন খান, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, অজয় দেবগণ ছাড়াও এফআইআর-এ নাম রয়েছে ফারহান আখতার, অনুপম খের, আরমান মালিক, করমবীর ভোরা, মধুর ভান্ডারকর, দক্ষিণের অভিনেতা রবি তেজা, আল্লু শিরিষ, হরভজন সিং, শিখর ধাওয়ান, সাইনা নেহওয়াল, পরিণীতি চোপড়া, দিয়া মির্জা, স্বরা ভাস্কর, রাকুলপ্রীত, জাহির খান, ইয়ামি গৌতম, রিচা চাড্ডা, কাজল আগরওয়াল, শাবানা আজমি, হংসিকা মোতওয়ানি, প্রিয়া মালিক, মেহরিন পীরজাদা, নিধি আগরওয়াল, চার্মি কৌর, অশিকা রঙ্গনাথ, রেডিয়ো জকি সাইমা ও অন্যান্য আরও অনেকে ৷

আরও পড়ুন : Uttam Kumar Birthday: আপনি আছেন, মহানায়ককে জন্মদিনে সৃজিতের উপহার অতি উত্তম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.