কলকাতা : এবার 'ফেলুদা' চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরি । তাঁর স্বপ্নের চরিত্র ছিল এটি । ফেলুদাকে নিয়ে ওয়েবসিরিজ় তৈরি করতে চলেছেন পরিচালনা সৃজিত মুখার্জি । সেখানেই অভিনয় করবেন টোটা । আর স্ক্রিনে যাতে চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেন তার জন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি । সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবিও ।
ছবিটি সম্পর্কে কিছুদিন আগে টোটা ETV ভারত সিরাতাকে বলেছিলেন, "জীবনে আমার বেশি শখ নেই, একটাই শখ ছিল । কোনওদিন যদি ফেলুদা করতে পারি । অসম্ভব লোভ ছিল চরিত্রটার প্রতি । এবং সেটা ঈশ্বর শুনেছেন । সৃজিত যখন কথাটা আমাকে বলল তখন বিশ্বাস হচ্ছিল না । আমি এখন সুপার সুপার এক্সাইটেড।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এই প্রথমবার সৃজিতের সঙ্গে কাজ করতে চলেছেন টোটা । এমনকী ওয়েব সিরিজ়েও প্রথমবার কাজ করবেন তিনি । চরিত্রটির জন্য রোজ সকালে যোগা করছেন । সোশাল মিডিয়ায় যোগা করার একটি ছবি শেয়ার করেছেন তিনি ।
তবে ছবিটির শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি । প্ল্যানিং স্টেজে রয়েছে বিষয়টি । ফেলুদা সিরিজ়ের 'ছিন্নমস্তার অভিশাপ' এবং 'যত কাণ্ড কাঠমান্ডুতে' গল্প নিয়ে তৈরি হবে ওয়েব সিরিজ়টি ।