কলকাতা : বয়স হয়েছিল 101 বছর । দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । আজ সকালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অমলা শংকর । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড ।
ঋতুপর্ণা সেনগুপ্ত : একটা মহাযুগের অবসান । আমরা ওঁর সান্নিধ্য অনেক বছর ধরে পেয়েছি । কিছুদিন আগেই মমদিকে আমি ওঁর জন্মবার্ষিকীতে শুভেচ্ছা পাঠিয়েছিলাম । খুব ভালো লাগত, এত বড় মহান শিল্পী আমাদের মধ্যে ছিলেন । সবাইকে অনুপ্রেরণা যোগাতেন । মমদির কাছে, শ্রীনন্দার কাছে, পরিবারের সকলের কাছে ওঁর অনেক গল্প শুনতাম । খুব ভালো লাগত । কিছুদিন আগেই শ্রদ্ধেয় উদয় শংকরের সঙ্গে ওঁর একটি কম্পোজ়িশন দেখেছিলাম । নতুন ধরনের নাচ নিয়ে কাজ করেছেন । ক্রিয়েটিভ ডান্সকে কীভাবে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটা দেখেছিলেন । আমার মনে হয়, সারাজীবন খুব সুন্দরভাবে বেঁচেছেন ।একই জীবনে অনেক কিছু দেখেছেন । ছেলেমেয়ে নাতি-নাতনিদের নাচ, ক্রিয়েটিভ সেলিব্রেশন সবকিছুই উনি দেখে গিয়েছেন । যেখানেই থাকুন, ওঁর আত্মার শান্তি কামনা করি । ওঁর নাচ এবং ক্রিয়েশন আমাদের সারা জীবনের ইনস্পিরেশন হয়ে থেকে যাবে ।
গৌতম ঘোষ : অমলা শংকর এক অসাধারণ শিল্পী । উদয় শংকরের একেবারে ডান হাত ছিলেন । বহু দেশ ঘুরে আমাদের সংস্কৃতিকে প্রচার করেছিলেন । এককথায় দারুণ শিল্পী ছিলেন । তাছাড়াও আমার সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল । আমাকে অত্যন্ত স্নেহ করতেন । কত গল্প যে আমি শুনেছি তাঁর কাছে । নখ দিয়ে ছোটো ছোটো ছবি আঁকতেন । উনি চলে গেলেন খুব খারাপ লাগছে । কিন্তু স্মৃতিতে সব সময় থেকে যাবেন ।
অরিন্দম শীল : অমলা শংকরের মতো এক শিল্পীর চলে যাওয়া শূন্যতার সৃষ্টি করে । 101 বছর বয়স হয়েছিল । এবং খুব শান্তিতে চলে গিয়েছেন । এতগুলো বছর খুব ভালোভাবেই বেঁচেছেন । এটাই খুব বড় কথা । কিন্তু উনি তো একজন শিল্পী ছিলেন । ওঁর চলে যাওয়া নিঃসন্দেহে ক্ষতির বিষয় । সেই দিক থেকে দেখতে গেলে, আমাদের কাছে অপূরণীয় ক্ষতি । আমি ওঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি । ওঁর আত্মার শান্তি কামনা করি এবং মমদি, শ্রীনন্দা, তনুশ্রী প্রত্যেকের প্রতি আমার সমবেদনা জানাই ।