মুম্বই, 29 মার্চ : ইদে না হলেও এবছরই দিওয়ালি অথবা বড়দিনে সামনে আসতে চলেছে বলিউডের ভাইজানের নতুন ছবি (Salman Khan would not have an Eid release this year) ৷ সম্প্রতি একটি ইন্টারভিউতে এমনটাই ইঙ্গিত দিলেন সলমন খান ৷ কোন ছবি মুক্তি পেতে চলেছে তার নাম অথবা গল্প নিয়ে কিছুই খুলে বলেননি তিনি ৷ তবে সকলের অনুমান 'টাইগার 3' ছবির কথাই বলছেন ভাইজান ৷ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রচারের জন্য একটি মিডিয়া ইভেন্টে বক্তব্য রাখতে গিয়ে সলমন জানিয়েছেন তিনি এবার ইদে বিরতি নিচ্ছেন এবং পরিবর্তে 'রানওয়ে 34' ছবি নিয়ে পর্দায় আসছেন অজয় দেবগণ এবং অমিতাভ বচ্চন ৷ অনুরাগীদের ভাইজান এও অনুরোধ করেছেন ঠিক যতটা ভালবাসা তাঁকে তাঁরা দেন ততটাই যেন দেন এই ছবিকেও ৷
আগামীতে আইফা হোস্ট হিসাবেও দেখা যাবে সলমনকে ৷ তাঁকে এও জিজ্ঞেস করা হয়েছিল আগামি দিনে তিনি কি ওটিটি-তে আসবেন? সলমন বলেন, "হ্যাঁ, আমি ওটিটি মাধ্যমে আসব, তবে একজন প্রযোজক হিসাবে। কিছু প্রকল্প রয়েছে যার জন্য আমরা আলোচনা করছি।" তাঁর মতে ছবি হল 'লার্জার দ্য়ান লাইফ' বা ধরা ছোঁয়ার বাইরের এক জীবনের গল্প ৷ আর সেই কারণেই দক্ষিণী ছবিগুলি এত সফল কারণ তাঁরা নায়ক কেন্দ্রিক ছবির ওপর গুরুত্ব দেয় ৷
আরও পড়ুন : ঊনচল্লিশে পা বাংলা গানের জগতের 'স্টুডিয়াস বয়' অনুপম রায়ের
সলমন বলেন, "হিরোইজিম তো এখন বলিউডি ছবিতে একটি মৃত শিল্প ৷ আজ এমন ছবি থেকে বলিউড অনেক দূরে সরে এসেছে যেখান হিরোইজিমের বড় ভূমিকা ছিল ৷ দুঃখের বিষয় যে এখন আর বলিউডে হিরোইজিমের প্রচলন নেই ৷ " তিনি আরও বলেন, "আমি সবসময় সিনেমার সেই লাইনে কাজ করেছি কারণ এটা আমি বিশ্বাস করি। আরেকটা জিনিস, দক্ষিণ ভারতীয় লেখকরা খুব পরিশ্রমী, তারা দর্শকদের নাড়িনক্ষত্র জানেন । ছবিগুলি তো সারা ভারতে চলছে, তাই আমি চাই দক্ষিণের পরিচালকরা তাদের নিজস্ব অঞ্চলে তৈরি করতে বলিউড থেকে স্ক্রিপ্ট বাছাই করুন, এবং অন্যদিকেও একই ঘটনা ঘটুক । তখনই আমাদের কাছে মানসম্পন্ন বিষয়বস্তু থাকবে।"