ETV Bharat / sitara

স্কুলে ইংরেজি শিক্ষিকার প্রেমে পড়েছিলেন বনি ! - bony fall love with his english teacher

সিনেমার পাশাপাশি বাস্তব জীবনেও বয়সে বড় এক সুন্দরী মহিলার প্রেমে পড়েছিলেন বনি । সেই সুন্দরী মহিলা ছিলেন তাঁর স্কুলের ইংরেজি শিক্ষিকা ।

gf
dfg
author img

By

Published : Dec 26, 2019, 7:15 PM IST

কলকাতা : শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্তকে একে অপরের বিপরীতে দেখা যাবে রাজা চন্দর নতুন ছবি 'আজব প্রেমের গল্প'-এ । গল্পটি অসমবয়সি প্রেমের । সেখানে বয়সে বড় শ্রাবন্তীর প্রেমে পড়েন বনি । এটা তো গেল বড় পরদার গল্প । বাস্তব জীবনেও বয়সে বড় মহিলার প্রেমে পড়েছিলেন বনি ।

বাস্তব জীবনেও বয়সে বড় এক সুন্দরী মহিলার প্রেমে পড়েছিলেন । ETV ভারত সিতারার কাছে সে কথা স্বীকারও করে নেন । তবে সেই সুন্দরী মহিলা ছিলেন তাঁর স্কুলের ইংরেজি শিক্ষিকা । বলেন, "মনে হয়েছিল ভালোবেসে ফেলেছি । তিনি আমার স্কুলের ইংলিশ টিচার ছিলেন । তাঁকে খুব ভালো দেখতে ছিল । এবং তাঁকে আমি প্রথম দেখাতেই ভেবেছিলাম, যে সত্যিই ভালোবাসি ।"

বয়ঃসন্ধিতে এমন ঘটনা বোধহয় অনেকের সঙ্গেই ঘটেছে । কিন্তু তারপর ? কী হল বনি এবং তাঁর টিচারের । তার উত্তরে বনি বলেন, "তাঁর বর আছে । ছেলেও আছে । সবকিছুই আছে । এসব জানার পরে ভালো লাগাটা কেটে গিয়েছিল ।"

এ তো গেল বনির বয়সে বড় মহিলার প্রেমে পড়ার গল্প । বনিকে কি বয়সে বড় কোনও মহিলা প্রেম প্রস্তাব দিয়েছিলেন ? এর উত্তরে তিনি বলেন, "বয়সে বড় মহিলা আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল হয়তো । সেটার ব্যাপারে আর গেলাম না । তখন বুঝিনি যে প্রস্তাব দিয়েছিল কিনা..."

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

কলকাতা : শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্তকে একে অপরের বিপরীতে দেখা যাবে রাজা চন্দর নতুন ছবি 'আজব প্রেমের গল্প'-এ । গল্পটি অসমবয়সি প্রেমের । সেখানে বয়সে বড় শ্রাবন্তীর প্রেমে পড়েন বনি । এটা তো গেল বড় পরদার গল্প । বাস্তব জীবনেও বয়সে বড় মহিলার প্রেমে পড়েছিলেন বনি ।

বাস্তব জীবনেও বয়সে বড় এক সুন্দরী মহিলার প্রেমে পড়েছিলেন । ETV ভারত সিতারার কাছে সে কথা স্বীকারও করে নেন । তবে সেই সুন্দরী মহিলা ছিলেন তাঁর স্কুলের ইংরেজি শিক্ষিকা । বলেন, "মনে হয়েছিল ভালোবেসে ফেলেছি । তিনি আমার স্কুলের ইংলিশ টিচার ছিলেন । তাঁকে খুব ভালো দেখতে ছিল । এবং তাঁকে আমি প্রথম দেখাতেই ভেবেছিলাম, যে সত্যিই ভালোবাসি ।"

বয়ঃসন্ধিতে এমন ঘটনা বোধহয় অনেকের সঙ্গেই ঘটেছে । কিন্তু তারপর ? কী হল বনি এবং তাঁর টিচারের । তার উত্তরে বনি বলেন, "তাঁর বর আছে । ছেলেও আছে । সবকিছুই আছে । এসব জানার পরে ভালো লাগাটা কেটে গিয়েছিল ।"

এ তো গেল বনির বয়সে বড় মহিলার প্রেমে পড়ার গল্প । বনিকে কি বয়সে বড় কোনও মহিলা প্রেম প্রস্তাব দিয়েছিলেন ? এর উত্তরে তিনি বলেন, "বয়সে বড় মহিলা আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল হয়তো । সেটার ব্যাপারে আর গেলাম না । তখন বুঝিনি যে প্রস্তাব দিয়েছিল কিনা..."

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো
Intro:শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্তকে একে অপরের বিপরীতে দেখা যাবে রাজা চন্দর নতুন ছবি 'আজব প্রেমের গল্প'এ। গল্পটি অসমবয়সী প্রেমের। সেখানে বয়সে বড় শ্রাবন্তির প্রেমে পড়ে বনি। কিন্তু এটাতো বড় পর্দার গল্প। চিত্রনাট্যের গল্প। বাস্তব জীবনেও কি কোনও বয়সে বড় মহিলার প্রেমে পড়েছিলেন বনি? সেই প্রশ্নের উত্তরই বনি দিলেন ETV ভারত সিতারাকে।


Body:বনি আমাদের কাছে স্বীকার করেন, যে বাস্তব জীবনেও তিনি বয়সকে বড় এক সুন্দরী মহিলার প্রেমে পড়েছিলেন। এবং সেই সুন্দরী মহিলা আর কেউ নন, বনির ইংলিশ টিচার। বনি বলেন, "মনে হয়েছিল ভালোবেসে ফেলেছি। তিনি আমার স্কুলের ইংলিশ টিচার ছিলেন। তাঁকে খুব ভালো দেখতে ছিল। এবং তাঁকে আমি প্রথম দেখাতেই ভেবেছিলাম, যে সত্যিই ভালোবাসি।"

বয়ঃসন্ধিতে এমন ঘটনা বোধহয় আমাদের অনেকের সঙ্গেই ঘটেছে। কিন্তু তারপর? কী হল বনি এবং তাঁর টিচারের। সেটাও বনি আমাদের বলেন, "কিন্তু তা নয়। তাঁর নয় বর আছে, ছেলেও আছে। সবকিছুই আছে। এসব জানার পরে কেটে গিয়েছিল।"




Conclusion:এরপরও বনিকে কিন্তু প্রেম প্রস্তাব দিয়েছিল বয়সে বড় মহিলা। বনি বলেন, "বয়সে বড় মহিলা আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল হয়তো। সেটার ব্যাপারে আর গেলাম না। তখন বুঝিনি যে প্রস্তাব দিয়েছিল কিনা..."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.