ETV Bharat / sitara

টলিউডে জুটি বাঁধছেন বনি-অনামিকা - জতুগৃহ

নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা বনি সেনগুপ্ত ৷ তাঁর আসন্ন ছবির নাম জতুগৃহ ৷ ছবিতে তাঁর নায়িকা অনামিকা চক্রবর্তী ৷ পরিচালক সপ্তাশু বসু ৷

wb_kol_jatugriho_7209964
টলিউডে জুটি বাঁধছেন বনি-অনামিকা
author img

By

Published : Apr 24, 2021, 8:33 PM IST

Updated : Apr 24, 2021, 10:42 PM IST

কলকাতা, 24 এপ্রিল : টলিউডে বনি-কৌশানির জুটি বেশ জনপ্রিয় ৷ তবে পর্দায় সেই জুটিতে আপাতত ছেদ পড়েছে ৷ বাস্তবে একসঙ্গে থাকলও রাজনীতির ময়দানে দু’জন গিয়েছেন দু’দিকে ৷ এবার কি সিনেমাতেও তার প্রভাব পড়ল ? রিল লাইফে নতুন মানুষের সঙ্গে জুটি বাঁধলেন বনি ৷

অভিনেতা বনি সেনগুপ্তর নতুন ছবি জতুগৃহ ৷ পরিচালক সপ্তাশু বসুর এই ছবিটি আদতে হরর মুভি ৷ আর এই ছবিতেই বনিকে দেখা যাবে নতুন এক নায়িকার সঙ্গে ৷ এই ছবিতে বনির বিপরীতে রয়েছেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী।

অনামিকা বাংলা টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের একটি জনপ্রিয় মুখ ৷ অনামিকার করা হোলি ফাঁক, এখানে আকাশ নীল বেশ জনপ্রিয় হয়েছিল ৷ তাঁর সঙ্গে অভিনেতা শনের রসায়নও বেশ চর্চায় ছিল ৷ তবে এখন অনামিকা পুরোপুরি সিনেমায় মন দিয়েছেন ৷

বনি-অনামিকার নতুন ছবিতে থাকছে থ্রিলারের ছোঁয়া ৷

আরও পড়ুন : হারার ভয়ে উত্তেজনা ছড়াচ্ছে বিরোধীরা : রাজ

অনামিকা-বনি-সপ্তাশুর সঙ্গে কথা বলে জানা গেল, তাঁদের নতুন প্রজেক্ট শুধুমাত্র ‘হরর’ নয় ৷ তাতে রয়েছে থ্রিলারের ছোঁয়াও ৷ ছবির শুটিং আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ৷ বেশির ভাগ শুটিংই দার্জিলিংয়ে হওয়ার কথা ৷ সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই মুক্তি পাবে এই ছবি ৷

কলকাতা, 24 এপ্রিল : টলিউডে বনি-কৌশানির জুটি বেশ জনপ্রিয় ৷ তবে পর্দায় সেই জুটিতে আপাতত ছেদ পড়েছে ৷ বাস্তবে একসঙ্গে থাকলও রাজনীতির ময়দানে দু’জন গিয়েছেন দু’দিকে ৷ এবার কি সিনেমাতেও তার প্রভাব পড়ল ? রিল লাইফে নতুন মানুষের সঙ্গে জুটি বাঁধলেন বনি ৷

অভিনেতা বনি সেনগুপ্তর নতুন ছবি জতুগৃহ ৷ পরিচালক সপ্তাশু বসুর এই ছবিটি আদতে হরর মুভি ৷ আর এই ছবিতেই বনিকে দেখা যাবে নতুন এক নায়িকার সঙ্গে ৷ এই ছবিতে বনির বিপরীতে রয়েছেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী।

অনামিকা বাংলা টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের একটি জনপ্রিয় মুখ ৷ অনামিকার করা হোলি ফাঁক, এখানে আকাশ নীল বেশ জনপ্রিয় হয়েছিল ৷ তাঁর সঙ্গে অভিনেতা শনের রসায়নও বেশ চর্চায় ছিল ৷ তবে এখন অনামিকা পুরোপুরি সিনেমায় মন দিয়েছেন ৷

বনি-অনামিকার নতুন ছবিতে থাকছে থ্রিলারের ছোঁয়া ৷

আরও পড়ুন : হারার ভয়ে উত্তেজনা ছড়াচ্ছে বিরোধীরা : রাজ

অনামিকা-বনি-সপ্তাশুর সঙ্গে কথা বলে জানা গেল, তাঁদের নতুন প্রজেক্ট শুধুমাত্র ‘হরর’ নয় ৷ তাতে রয়েছে থ্রিলারের ছোঁয়াও ৷ ছবির শুটিং আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ৷ বেশির ভাগ শুটিংই দার্জিলিংয়ে হওয়ার কথা ৷ সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই মুক্তি পাবে এই ছবি ৷

Last Updated : Apr 24, 2021, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.