কলকাতা, 23 ফেব্রুয়ারি: মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী বিপাশা বসু । তাঁর সঙ্গী হাবি করণ সিং গ্রোভার । উপলক্ষটাও অবশ্য তাঁকে ঘিরেই। করণের জন্মদিন সেলিব্রেশনেই এই সেলেব দম্পতির মালদ্বীপ অভিযান ।
মঙ্গলবার সাতসকালে হাবিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন বিপাশা তাঁদের দুজনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ''আমার বছরের দ্বিতীয় পছন্দের দিনটি এসে গিয়েছে...করণ সিং গ্রোভারের জন্মদিন আই লাভ ইউ ।''
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই বিশেষ দিনে আরও একটি পিকচার পারফেক্ট পোস্ট করেছেন অভিনেত্রী । সেখানে তাঁদের ছুটি কাটানোর এক অন্তরঙ্গ মুহূর্ত দেখা যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে নীল জল ও আকাশ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। ক্যাপশনেও সে কথাই লিখেছেন বিপাশা । তিনি লিখেছেন, ''জল যেখানে আকাশ, তুমি ও আমার সঙ্গে মিলেছে...''। তাঁর এই পোস্টে #monkeylove হ্যাশট্যাগ ব্যবহার করেছেন অভিনেত্রী ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
মালদ্বীপে ছুটি কাটানোর আরও কিছু ছবি শেয়ার করেছেন বিপাশা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
2015 সালে অ্যালোন ফিল্মের শ্যুটিং-এর সময় দেখা হয় বিপাশা ও করণের । পরের বছরই বাঙালি প্রথা মেনে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন । পরে অবশ্য বলিউড ও অন্যান্য বন্ধুবান্ধবদের জন্য রিসেপশন পার্টি রাখেন তাঁরা । সম্প্রতি ওয়েব সিরিজ ডেঞ্জারাস-এ দেখা যাচ্ছে এই সেলেব দম্পতিকে ।