ETV Bharat / sitara

দিদির সঙ্গে ভোট দিয়ে গেলেন সুদেষ্ণা রায় - undefined

আজ লোকসভা নির্বাচন সপ্তম ও অন্তিম দফার ভোট। দেশজুড়ে মোট সাত রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৯টি আসনে ভোট হচ্ছে। রাজ্য়ে কলকাতা সহ দুই পরগনার মোট ৯টি আসনে ভোট। আর এই ভোটদানে অংশ নিয়েছেন টলিউডের তারকারা।

সুদেষ্ণা রায়
author img

By

Published : May 19, 2019, 3:48 PM IST

কলকাতা: পরিচালক ও অভিনেত্রী সুদেষ্ণা রায় ভোট দিলেন সেন্ট জ়েভিয়ার্স কলেজে, বেলা সাড়ে বারোটা নাগাদ। সঙ্গে এসেছিলেন তাঁর দিদি। বরাবর সেন্ট জেভিয়ার্স কলেজেই এই ভোট দিয়ে এসেছেন পরিচালক।


ভোট দিয়ে বেরিয়ে ক্যামেরার মুখোমুখি হলেন সুদেষ্ণা। একটি বিশেষ বিষয়ে খুব খুশি সুদেষ্ণা। বললেন, "আমি ব্যালটে ভোট দিয়েছি। ইভিএমেও ভোট দিয়েছি। কিন্তু এবারের প্রক্রিয়া একেবারেই অন্যরকম। যাঁকে আমি ভোট দিয়েছি, সেটা যে তাঁর কাছে জমা পড়ল, তা স্পষ্ট দেখতে পেলাম। যাঁকে ভোট দিলাম, তাঁর ছবি ভেসে উঠল।"

আর কী বললেন সুদেষ্ণা? দেখুন ভিডিয়োয়...

শুনুন সুদেষ্ণার বক্তব্য

কলকাতা: পরিচালক ও অভিনেত্রী সুদেষ্ণা রায় ভোট দিলেন সেন্ট জ়েভিয়ার্স কলেজে, বেলা সাড়ে বারোটা নাগাদ। সঙ্গে এসেছিলেন তাঁর দিদি। বরাবর সেন্ট জেভিয়ার্স কলেজেই এই ভোট দিয়ে এসেছেন পরিচালক।


ভোট দিয়ে বেরিয়ে ক্যামেরার মুখোমুখি হলেন সুদেষ্ণা। একটি বিশেষ বিষয়ে খুব খুশি সুদেষ্ণা। বললেন, "আমি ব্যালটে ভোট দিয়েছি। ইভিএমেও ভোট দিয়েছি। কিন্তু এবারের প্রক্রিয়া একেবারেই অন্যরকম। যাঁকে আমি ভোট দিয়েছি, সেটা যে তাঁর কাছে জমা পড়ল, তা স্পষ্ট দেখতে পেলাম। যাঁকে ভোট দিলাম, তাঁর ছবি ভেসে উঠল।"

আর কী বললেন সুদেষ্ণা? দেখুন ভিডিয়োয়...

শুনুন সুদেষ্ণার বক্তব্য
Intro:পরিচালক সুদেষ্ণা রায় ভোট দিলেন সেন্ট জেভিয়ার্স কলেজে আজ বেলা সাড়ে বারোটা নাগাদ। সঙ্গে এসেছিলেন তাঁর দিদি। বরাবর সেন্ট জেভিয়ার্স কলেজেই এই ভোট দিয়েছেন পরিচালক। ETV Bharat পৌঁছে গিয়েছিল সেখানে।


Body:ভোট দিয়ে বেরিয়ে কী বললেন সুদেষ্ণা? তিনি বললেন, "ভোট দেওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। কোনও বার মিস হয় না। যবে থেকে ভোট দিচ্ছি, এই সেন্ট জেভিয়ার্স কলেজেই দিচ্ছি। এখানে প্রত্যেকবার খুব শান্তিপূর্ণ ভোট হয়। এবারেও তাই হচ্ছে।"




Conclusion:একটি বিশেষ বিষয়ে খুব খুশি সুদেষ্ণা। বললেন, "আমি ব্যালটে ভোট দিয়েছি। ইভিএমেও ভোট দিয়েছি। কিন্তু এবারের প্রক্রিয়া একেবারেই অন্যরকম। যাঁকে আমি ভোট দিয়েছি, সেটা যে তাঁর কাছে জমা পড়ল, তা স্পষ্ট দেখতে পেলাম। যাঁকে ভোট দিলাম, তাঁর ছবি ভেসে উঠল।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.