কলকাতা : একটা পরিত্যক্ত বাড়ি। তার সঙ্গে জড়িয়ে অনেক রহস্য। আবার সেই রহস্যর সঙ্গে জড়িয়ে কিছু ভৌতিক ঘটনা। আর সেই সবের সঙ্গেই জড়িয়ে পড়ে চারজন ছেলেমেয়ে। এভাবেই একটি হরর থ্রিলার বেঁধেছেন পরিচালক শাব্বির মালিক। ছবির নাম 'ভূত চতুর্দশী'। আজ সামনে এসেছে ছবির ট্রেলার।
ছবিতে অভিনয় করছেন এনা সাহা, আরিয়ান ভৌমিক, সৌমেন্দ্র ও দীপশ্বেতা মিত্র। ছবির গল্প লিখেছেন মৈনাক ভৌমিক।
দেখুন ট্রেলার...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ছবির গল্প একটি গ্রামকে কেন্দ্র করে। সেই গ্রামে এক পরিত্য়ক্ত বাড়িতে এসে পৌঁছয় চার অল্পবয়সী ছেলেমেয়ে। ডকুমেন্ট্রি শুট করতে গিয়ে একে একে ঘটনার সম্মুখীন হয় তারা। সেই সময়েই তারা জানতে পারে সেই বাড়িতে একটি মেয়েকে ডাইনি অপবাদে আটকে রাখা হয়েছিল। শুধু তাই নয় গ্রামের লোকেরা হত্যা পর্যন্ত করে তাকে। আর সেই মেয়ের আত্মাই রয়েছে সেখানে। আর পর কী হয় তা জানতে দেখতে হবে 'ভূত চতুর্দশী'। মুক্তি ১৭ মে।
Conclusion: