ETV Bharat / sitara

'কফিহাউজ়' ফাঁকা করেই চলে গেলেন রানা; পরিচালককে ছাড়াই মুক্তি পাবে ছবি - রানা সেন

আরও এক শোকসংবাদ । প্রয়াত টলিপাড়ার পরিচিত পরিচালক রানা সেন ।

bengali film director Rana Sen dies
bengali film director Rana Sen dies
author img

By

Published : Jul 23, 2020, 7:18 PM IST

কলকাতা : মারা গেলেন টলিউডের দীর্ঘদিনের পরিচালক রানা সেন । একাধিক সিরিয়াল ও ছবির পরিচালনা করেছিলেন তিনি । স্ট্রোকে মৃত্যু হয় পরিচালকের । বয়স হয়েছিল 58 বছর । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


'কফিহাউজ়' বলে একটি ছবি তৈরি করছিলেন রানা । এই বছরেই সেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল । সেই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়ের মত তারকারা । মান্নাদের বিখ্যাত 'কফিহাউজ়' গানের চরিত্ররা কে কেমন আছেন, তাই নিয়েই ছবির গল্প ।

ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে, কিন্তু সেই সময় থাকা হল না পরিচালকের । রানা সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী । তাঁর ইউনিটের প্রত্যেকের চোখেও জল । 'কফিহাউজ়' ছবিটি নিয়ে দশ বছরের পরিকল্পনা ছিল রানার । ছবির প্রযোজক চান রানার এই স্বপ্নকে বাস্তবায়িত করতে । তাই ছবি মুক্তির প্রস্তুতিও নেবেন তাঁরা তাড়াতাড়ি ।


দীর্ঘদিন টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন । একাধিক ধারাবাহিকের পরিচালনা করেছেন । সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য 'জীবন' ধারাবাহিকটি । খুবই প্রাণবন্ত ছিলেন রানা । মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ছবির অভিনেতা সুজন মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন । গতকাল অর্থাৎ 22 জুলাই রাত 11টায় তাঁকে নিয়ে পোস্টও করেছিলেন রানা । কেউ জানত যে আর কিছুক্ষণের মধ্যে এই মানুষটিও 'নেই' হয়ে যাবেন ?

রানা সেনের আত্মার শান্তি কামনা করে ETV ভারত সিতারা ।

কলকাতা : মারা গেলেন টলিউডের দীর্ঘদিনের পরিচালক রানা সেন । একাধিক সিরিয়াল ও ছবির পরিচালনা করেছিলেন তিনি । স্ট্রোকে মৃত্যু হয় পরিচালকের । বয়স হয়েছিল 58 বছর । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


'কফিহাউজ়' বলে একটি ছবি তৈরি করছিলেন রানা । এই বছরেই সেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল । সেই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়ের মত তারকারা । মান্নাদের বিখ্যাত 'কফিহাউজ়' গানের চরিত্ররা কে কেমন আছেন, তাই নিয়েই ছবির গল্প ।

ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে, কিন্তু সেই সময় থাকা হল না পরিচালকের । রানা সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী । তাঁর ইউনিটের প্রত্যেকের চোখেও জল । 'কফিহাউজ়' ছবিটি নিয়ে দশ বছরের পরিকল্পনা ছিল রানার । ছবির প্রযোজক চান রানার এই স্বপ্নকে বাস্তবায়িত করতে । তাই ছবি মুক্তির প্রস্তুতিও নেবেন তাঁরা তাড়াতাড়ি ।


দীর্ঘদিন টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন । একাধিক ধারাবাহিকের পরিচালনা করেছেন । সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য 'জীবন' ধারাবাহিকটি । খুবই প্রাণবন্ত ছিলেন রানা । মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ছবির অভিনেতা সুজন মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন । গতকাল অর্থাৎ 22 জুলাই রাত 11টায় তাঁকে নিয়ে পোস্টও করেছিলেন রানা । কেউ জানত যে আর কিছুক্ষণের মধ্যে এই মানুষটিও 'নেই' হয়ে যাবেন ?

রানা সেনের আত্মার শান্তি কামনা করে ETV ভারত সিতারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.