ETV Bharat / sitara

বিয়ের আগের দিন মেহেন্দি পরে শরীরচর্চা দেবলীনার - দেবলীনা কুমার

রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসবেন দেবলীনা ও গৌরব । তার আগে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন দেবলীনা । মেহেন্দি হওয়ার পরই জিমে গিয়ে ওয়েট লিফট করতে দেখা গিয়েছে তাঁকে ।

sdf
sf
author img

By

Published : Dec 8, 2020, 8:12 PM IST

কলকাতা : হাতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা ঘণ্টা । তারপরই বিয়ের পিঁড়িতে বসবেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায় । আর তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ।

বহুদিন ধরেই লিভইন করছিলেন দেবলীনা ও গৌরব । এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা । আর বিয়ের আগে নিয়ম করে আইবুড়োভাতও খেতে দেখা গিয়েছিল তাঁদের । 'রাণী রাসমণি' ধারাবাহিকের সেট থেকে শুরু করে পরিচালক শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের বাড়িতেও তাঁদের আইবুড়োভাতের জন্য এলাহি আয়োজন করা হয়েছিল । আর এখন বিয়ের কয়েক ঘণ্টা আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে দেখা গেল দেবলীনাকে ।

আজ ছিল দেবলীনার মেহেন্দি । আর সকাল সকাল দু'হাতে মেহেন্দি পরে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি । তার সঙ্গে আরও কয়েকটি ফোটো পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে । সেই ছবিগুলির ক্যাপশনে তিনি লেখেন, "হাতে মেহেন্দি পরে নিয়েছি ।"

আর মেহেন্দির ছবি পোস্ট করার কিছু ঘণ্টা পরই জিমে গিয়ে শরীরচর্চা করার একটি ভিডিয়ো পোস্ট করেন দেবলীনা । সেখানে হাতে মেহেন্দি পরা অবস্থাতেই ওয়েট লিফট করতে দেখা গিয়েছে তাঁকে । এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "যে বউ ওয়েট তোলে !"

দেবলীনার সঙ্গে গৌরবের সম্পর্কের কথা কারও অজানা ছিল না । কয়েক বছর ধরেই একে অপরের সঙ্গে লিভইন করছিলেন তাঁরা । অবশেষে আগামীকাল বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি । সূত্রের খবর, ঘরোয়াভাবেই তাঁদের বিয়ের আয়োজন করা হচ্ছে । তবে আগামী বছর মার্চ-এপ্রিলে রিসেপশন করবেন তাঁরা ।

কলকাতা : হাতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা ঘণ্টা । তারপরই বিয়ের পিঁড়িতে বসবেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায় । আর তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ।

বহুদিন ধরেই লিভইন করছিলেন দেবলীনা ও গৌরব । এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা । আর বিয়ের আগে নিয়ম করে আইবুড়োভাতও খেতে দেখা গিয়েছিল তাঁদের । 'রাণী রাসমণি' ধারাবাহিকের সেট থেকে শুরু করে পরিচালক শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের বাড়িতেও তাঁদের আইবুড়োভাতের জন্য এলাহি আয়োজন করা হয়েছিল । আর এখন বিয়ের কয়েক ঘণ্টা আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে দেখা গেল দেবলীনাকে ।

আজ ছিল দেবলীনার মেহেন্দি । আর সকাল সকাল দু'হাতে মেহেন্দি পরে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি । তার সঙ্গে আরও কয়েকটি ফোটো পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে । সেই ছবিগুলির ক্যাপশনে তিনি লেখেন, "হাতে মেহেন্দি পরে নিয়েছি ।"

আর মেহেন্দির ছবি পোস্ট করার কিছু ঘণ্টা পরই জিমে গিয়ে শরীরচর্চা করার একটি ভিডিয়ো পোস্ট করেন দেবলীনা । সেখানে হাতে মেহেন্দি পরা অবস্থাতেই ওয়েট লিফট করতে দেখা গিয়েছে তাঁকে । এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "যে বউ ওয়েট তোলে !"

দেবলীনার সঙ্গে গৌরবের সম্পর্কের কথা কারও অজানা ছিল না । কয়েক বছর ধরেই একে অপরের সঙ্গে লিভইন করছিলেন তাঁরা । অবশেষে আগামীকাল বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি । সূত্রের খবর, ঘরোয়াভাবেই তাঁদের বিয়ের আয়োজন করা হচ্ছে । তবে আগামী বছর মার্চ-এপ্রিলে রিসেপশন করবেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.