ETV Bharat / sitara

Pori Moni: পুলিশকর্তাকে ভিজে চুমু পরীমণির, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল - pori moni hot pic

বাংলাদেশের অভিনেত্রী (Bangladesh actress) পরীমণি (Pori Moni) পুলিশ কর্মী মহম্মদ গোলাম শাকলায়েনকে মুখে করে কেক খাওয়াচ্ছেন, চুমু দিচ্ছেন ৷ এই ভিডিয়ো ভাইরাল (Viral Video) হল সোশ্যাল মিডিয়ায় ৷

bangladesh-actress-pori-monis-intimate-video-with-goes-viral
পুলিশকর্তাকে ভিজে চুমু, পরীমণির ঘনিষ্ঠ ভিডিয়ো ভাইরাল
author img

By

Published : Aug 12, 2021, 7:04 PM IST

Updated : Aug 12, 2021, 8:31 PM IST

নয়াদিল্লি, 12 অগস্ট: বাংলাদেশের অভিনেত্রী (Bangladesh Actress) পরীমণির (Pori Moni) একটি ভিডিয়ো (Viral Video) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্য়াল মিডিয়ায় ৷ তাঁর সঙ্গে সম্পর্কের কারণে যে পুলিশ কর্মীকে শাস্তি পেতে হয়েছে, তাঁর সঙ্গেই পরীমণির ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ৷ সেখানে যুগলকে ক্যামেরার সামনে চুম্বন করতেও দেখা গিয়েছে ৷

যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, নীল-কালো বেলুনে সাজানো গোটা ঘর ৷ আর সেখানেই বাংলাদেশের গুলশন বিভাগের এডিসি মহম্মদ গোলাম শাকলায়েনের জন্মদিন পালনের আয়োজন করা হয়েছে ৷ শাকলায়েনের সামনে রাখা নীল কেক ৷ আর তাঁর পাশে গোলাপি পাড়ের কালো শাড়ি পরে দাঁড়িয়ে পরীমণি ৷ খোলা চুলে ঠিকরে বেরোচ্ছে তাঁর সৌন্দর্য ৷ ব্র্যাকগ্রাউন্ডে বাজছে হ্যাপি বার্থ ডে গান ৷ সেই গানের তালে আবার মাঝেমাঝেই কোমর দুলে উঠছে অভিনেত্রীর ৷ এরই মধ্যে শাকলায়েনের হাত ধরে তাঁকে দিয়ে কেক কাটালেন তিনি ৷ তারপর সেই কেক নিজের মুখে পুড়ে মুখ দিয়েই তা খাইয়ে দিলেন শাকলায়েনকে ৷ এখানেই শেষ নয়, ক্যামেরার সামনেই পুলিশ কর্মীর ঠোঁটে ঠোঁট রেখে ভিজে চুমু খেতেও দেখা গেল পরীমণিকে ৷ এই ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ এই ভিডিয়ো দেখার পর শাকলায়েনের সঙ্গে পরীমণির ঘনিষ্ঠতা সম্পর্কে আরও নিশ্চিত হয়েছেন অনেকেই ৷

আরও পড়ুন: Pori Moni : পুলিশ অভিযানে বাড়ি থেকে মিলল মাদক, আটক অভিনেত্রী পরীমণি

পরীমণিকে জেরা করে জানা গিয়েছিল যে, তিনি গত 1 অগস্ট শাকলায়েনের সরকারি ফ্ল্যাটে গিয়েছিলেন ৷ সেখানকার সিসিটিভি ফুটেজও সেই কথাই বলছে ৷ সেই ফুটেজ অনুযায়ী সে দিন শাকলায়েনের ফ্ল্যাটেই প্রায় 18 ঘণ্টা ছিলেন পরীমণি ৷ এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই শাকলায়েনকে বদলি করে দেওয়া হয় ৷ পরীমণির সঙ্গে 'অপেশাদার আচরণ'-এর জন্য তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: Swastika Mukherjee : সব শরীরই সুন্দর, খোলা পিঠে বার্তা মোহময়ী স্বস্তিকার

মাদক মামলায় গ্রেফতার হওয়া অভিনেত্রী আদালতে দাঁড়িয়ে বারবার দাবি করেছেন যে, তাঁর বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে ৷ তাঁকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে বলেন, "আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে ৷ আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না ৷"

নয়াদিল্লি, 12 অগস্ট: বাংলাদেশের অভিনেত্রী (Bangladesh Actress) পরীমণির (Pori Moni) একটি ভিডিয়ো (Viral Video) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্য়াল মিডিয়ায় ৷ তাঁর সঙ্গে সম্পর্কের কারণে যে পুলিশ কর্মীকে শাস্তি পেতে হয়েছে, তাঁর সঙ্গেই পরীমণির ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ৷ সেখানে যুগলকে ক্যামেরার সামনে চুম্বন করতেও দেখা গিয়েছে ৷

যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, নীল-কালো বেলুনে সাজানো গোটা ঘর ৷ আর সেখানেই বাংলাদেশের গুলশন বিভাগের এডিসি মহম্মদ গোলাম শাকলায়েনের জন্মদিন পালনের আয়োজন করা হয়েছে ৷ শাকলায়েনের সামনে রাখা নীল কেক ৷ আর তাঁর পাশে গোলাপি পাড়ের কালো শাড়ি পরে দাঁড়িয়ে পরীমণি ৷ খোলা চুলে ঠিকরে বেরোচ্ছে তাঁর সৌন্দর্য ৷ ব্র্যাকগ্রাউন্ডে বাজছে হ্যাপি বার্থ ডে গান ৷ সেই গানের তালে আবার মাঝেমাঝেই কোমর দুলে উঠছে অভিনেত্রীর ৷ এরই মধ্যে শাকলায়েনের হাত ধরে তাঁকে দিয়ে কেক কাটালেন তিনি ৷ তারপর সেই কেক নিজের মুখে পুড়ে মুখ দিয়েই তা খাইয়ে দিলেন শাকলায়েনকে ৷ এখানেই শেষ নয়, ক্যামেরার সামনেই পুলিশ কর্মীর ঠোঁটে ঠোঁট রেখে ভিজে চুমু খেতেও দেখা গেল পরীমণিকে ৷ এই ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ এই ভিডিয়ো দেখার পর শাকলায়েনের সঙ্গে পরীমণির ঘনিষ্ঠতা সম্পর্কে আরও নিশ্চিত হয়েছেন অনেকেই ৷

আরও পড়ুন: Pori Moni : পুলিশ অভিযানে বাড়ি থেকে মিলল মাদক, আটক অভিনেত্রী পরীমণি

পরীমণিকে জেরা করে জানা গিয়েছিল যে, তিনি গত 1 অগস্ট শাকলায়েনের সরকারি ফ্ল্যাটে গিয়েছিলেন ৷ সেখানকার সিসিটিভি ফুটেজও সেই কথাই বলছে ৷ সেই ফুটেজ অনুযায়ী সে দিন শাকলায়েনের ফ্ল্যাটেই প্রায় 18 ঘণ্টা ছিলেন পরীমণি ৷ এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই শাকলায়েনকে বদলি করে দেওয়া হয় ৷ পরীমণির সঙ্গে 'অপেশাদার আচরণ'-এর জন্য তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: Swastika Mukherjee : সব শরীরই সুন্দর, খোলা পিঠে বার্তা মোহময়ী স্বস্তিকার

মাদক মামলায় গ্রেফতার হওয়া অভিনেত্রী আদালতে দাঁড়িয়ে বারবার দাবি করেছেন যে, তাঁর বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে ৷ তাঁকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে বলেন, "আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে ৷ আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না ৷"

Last Updated : Aug 12, 2021, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.