কলকাতা : মুক্তির অপেক্ষায় স্বল্প দৈর্ঘ্যের ছবি 'মাউথ অর্গান' । প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার । মোমো এম ডি (মনোজ দাস)-র প্রথম পরিচালনা এটি ।
ছবিতে রয়েছেন পার্থসারথি, শুভজিৎ কর, পায়েল মুখার্জি, প্রীতি ও পরিচালক নিজে । ছবিটিকে ঘিরে রেখেছে একটি মেয়ে ও একটি কবি । মেয়েটি ছোটোবেলায় তার কাকুর হাতে নিগৃহীত হয়েছিল । কবির চরিত্রটি লিউকেমিয়া অসুখে ভুগছে । সে ভবিষ্যত দেখতে পারে । মেয়েটি তার বন্ধুদের সঙ্গে পাহাড়ের ছুটি কাটাতে যায় । কবি বুঝতে পারে, মেয়েটির জীবনে বিপদ আসছে । কবি তার অন্তরের মানুষটিকে বলে মেয়েটিকে বাঁচাতে । কিন্তু সেই অন্তরের মানুষটি তা নাকচ করে দেয় ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এখানে একজন কেয়ারটেকারের চরিত্র রয়েছে । সব পুরুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সেই কেয়ারটেকারকে ধর্ষণ করা হয় । মেয়েটিকে আকস্মিকভাবে খুন করে । দেখানো হয় মেয়েটি এসব কিছুই গাড়িতে শুয়ে ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখছিল । তারা পাহাড়ে পৌঁছয় সেই কেয়ারটেকারকে সেখানে দেখতে পায় । স্বপ্নে সে যা যা দেখে সবই বাস্তবে ঘটতে থাকে । শেষে একটি প্রশ্ন থেকে যায় ছবির মধ্যে ।
ছবির প্রযোজনা করেছে জিনিথ প্রোডাকশন হাউস ও রবীন্দ্রনাথ চক্রবর্তী । ছবিটি উপস্থাপনা করছে কালোয়াতি প্রোডাকশনস ও জিৎ শর্মা ।