ETV Bharat / sitara

'মাউথ অর্গান' দিয়ে পরিচালনায় ডেবিউ মোমো এম ডি'র - mouth organ

ট্রেলার মুক্তি পেয়েছে কিছুদিন আগে । মোমো এম ডি-র প্রথম পরিচালনায় মুক্তি পেতে চলেছে স্বল্প দৈর্ঘ্যর ছবি 'মাউথ অর্গান' ।

মাউথ অর্গান
author img

By

Published : Sep 6, 2019, 9:32 PM IST

কলকাতা : মুক্তির অপেক্ষায় স্বল্প দৈর্ঘ্যের ছবি 'মাউথ অর্গান' । প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার । মোমো এম ডি (মনোজ দাস)-র প্রথম পরিচালনা এটি ।

ছবিতে রয়েছেন পার্থসারথি, শুভজিৎ কর, পায়েল মুখার্জি, প্রীতি ও পরিচালক নিজে । ছবিটিকে ঘিরে রেখেছে একটি মেয়ে ও একটি কবি । মেয়েটি ছোটোবেলায় তার কাকুর হাতে নিগৃহীত হয়েছিল । কবির চরিত্রটি লিউকেমিয়া অসুখে ভুগছে । সে ভবিষ্যত দেখতে পারে । মেয়েটি তার বন্ধুদের সঙ্গে পাহাড়ের ছুটি কাটাতে যায় । কবি বুঝতে পারে, মেয়েটির জীবনে বিপদ আসছে । কবি তার অন্তরের মানুষটিকে বলে মেয়েটিকে বাঁচাতে । কিন্তু সেই অন্তরের মানুষটি তা নাকচ করে দেয় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এখানে একজন কেয়ারটেকারের চরিত্র রয়েছে । সব পুরুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সেই কেয়ারটেকারকে ধর্ষণ করা হয় । মেয়েটিকে আকস্মিকভাবে খুন করে । দেখানো হয় মেয়েটি এসব কিছুই গাড়িতে শুয়ে ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখছিল । তারা পাহাড়ে পৌঁছয় সেই কেয়ারটেকারকে সেখানে দেখতে পায় । স্বপ্নে সে যা যা দেখে সবই বাস্তবে ঘটতে থাকে । শেষে একটি প্রশ্ন থেকে যায় ছবির মধ্যে ।

ছবির প্রযোজনা করেছে জিনিথ প্রোডাকশন হাউস ও রবীন্দ্রনাথ চক্রবর্তী । ছবিটি উপস্থাপনা করছে কালোয়াতি প্রোডাকশনস ও জিৎ শর্মা ।

কলকাতা : মুক্তির অপেক্ষায় স্বল্প দৈর্ঘ্যের ছবি 'মাউথ অর্গান' । প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার । মোমো এম ডি (মনোজ দাস)-র প্রথম পরিচালনা এটি ।

ছবিতে রয়েছেন পার্থসারথি, শুভজিৎ কর, পায়েল মুখার্জি, প্রীতি ও পরিচালক নিজে । ছবিটিকে ঘিরে রেখেছে একটি মেয়ে ও একটি কবি । মেয়েটি ছোটোবেলায় তার কাকুর হাতে নিগৃহীত হয়েছিল । কবির চরিত্রটি লিউকেমিয়া অসুখে ভুগছে । সে ভবিষ্যত দেখতে পারে । মেয়েটি তার বন্ধুদের সঙ্গে পাহাড়ের ছুটি কাটাতে যায় । কবি বুঝতে পারে, মেয়েটির জীবনে বিপদ আসছে । কবি তার অন্তরের মানুষটিকে বলে মেয়েটিকে বাঁচাতে । কিন্তু সেই অন্তরের মানুষটি তা নাকচ করে দেয় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এখানে একজন কেয়ারটেকারের চরিত্র রয়েছে । সব পুরুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সেই কেয়ারটেকারকে ধর্ষণ করা হয় । মেয়েটিকে আকস্মিকভাবে খুন করে । দেখানো হয় মেয়েটি এসব কিছুই গাড়িতে শুয়ে ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখছিল । তারা পাহাড়ে পৌঁছয় সেই কেয়ারটেকারকে সেখানে দেখতে পায় । স্বপ্নে সে যা যা দেখে সবই বাস্তবে ঘটতে থাকে । শেষে একটি প্রশ্ন থেকে যায় ছবির মধ্যে ।

ছবির প্রযোজনা করেছে জিনিথ প্রোডাকশন হাউস ও রবীন্দ্রনাথ চক্রবর্তী । ছবিটি উপস্থাপনা করছে কালোয়াতি প্রোডাকশনস ও জিৎ শর্মা ।

Intro:মোমো এমডির (মনোজ দাস) প্রথম পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি মাউথ অর্গান এখন মুক্তির অপেক্ষায়। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেইলার।


Body:ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি, শুভজিৎ কর, পায়েল মুখার্জি, প্রীতি এবং পরিচালক নিজে। ছবিটিকে ঘিরে রয়েছে একটি মেয়ে ও এক কবি। মেয়েটি ছোটোবেলায় তার কাকুর হাতে নিগৃহীত হয়েছিল। এবং কবির চরিত্রটি লিউকেমিয়া অসুখে ভুগছে। সে ভবিষ্যৎ দেখতে পারে। মেয়েটি তার বন্ধুদের সঙ্গে পাহাড়ের ছুটি কাটাতে যায়। কবি বুঝতে পারে, মেয়েটির জীবনে বিপদ আসছে। কবি তার অন্তরের মানুষটিকে বলে মেয়েটিকে বাঁচাতে। কিন্তু সেই অন্তরের মানুষটি তা নাকচ করে দেয়।

এখানে একজন কেয়ারটেকারের চরিত্র আছে। সকল পুরুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সেই কেয়ারটেকারকে ধর্ষণ করা হয়। মেয়েটিকে সেই কেয়ারটেকারকে আকস্মিকভাবে খুন করে। দেখানো হয় মেয়েটি এসব কিছুই গাড়িতে শুয়ে ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখছিল। যখন তারা পাহাড়ে পৌঁছয় সেই কেয়ারটেকারকে সেখানে দেখতে পায়। এবং স্বপ্নে সে যা যা দেখে সবই ঘটতে থাকে বাস্তবে। শেষে একটি প্রশ্ন চিহ্ন থেকে যায় ছবির মধ্যে।




Conclusion:ছবিটি প্রযোজনা করেছে জিনিথ প্রোডাকশন হাউস এবং রবীন্দ্রনাথ চক্রবর্তী। ছবিটি উপস্থাপনা করছে কালোয়াতি প্রোডাকশনস এবং জিৎ শর্মা।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.