ETV Bharat / sitara

Satish Maneshinde: সঞ্জয়-সলমন-রিয়ার পর আরিয়ান, আইনি প্যাঁচে সতীশ মানেশিণ্ডেতেই ভরসা বলি সেলেবদের - আরিয়ান খান

সঞ্জয় দত্ত (Sanjay Dutt), সলমন খান (Salman Khan), রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)৷ আইনি প্যাঁচে এঁরা সবাই সতীশ মানেশিণ্ডের (Satish Maneshinde) শরণাপন্ন হয়েছেন ৷ এই দুঁদে আইনজীবীর সাফল্যে ভরসা রাখলেন শাহরুখ খান ৷ ছেলে আরিয়ান খানের (Aryan Khan) আইনজীবী হিসেবে তাঁকে রেখেছেন ৷

Aryan Khan, Rhea Chakraborty, Salman Khan, Sanjay Dutt: Bollywood Actors who turned to lawyer Satish Maneshinde for legal help
সঞ্জয়-সলমন-রিয়ার পর আরিয়ান, আইনি প্যাঁচে সতীশ মানেশিণ্ডেতেই ভরসা বলি সেলেবদের
author img

By

Published : Oct 5, 2021, 6:42 PM IST

মুম্বই, 5 অক্টোবর : শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পক্ষে লড়ছেন আইনজীবী সতীশ মানেশিণ্ডে (Satish Maneshinde)৷ এই নামটি বলিউডে নতুন নয় ৷ এর আগে ফিল্মি দুনিয়ার বেশ কয়েকটি হাই-প্রোফাইল মামলা লড়েছেন এই দুঁদে আইনজীবী ৷ সাফল্যের হারও সাংঘাতিক ভাল ৷ এক সময়ে সঞ্জয় দত্ত (Sanjay Dutt), সলমন খান (Salman Khan) ও রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) মামলা যিনি নিজে হাতে সামলেছেন, ছেলের মুক্তির জন্য আপাতত তাঁরই দিকে তাকিয়ে রয়েছেন শাহরুখ খান ও গৌরী খান ৷

2 অক্টোবর মুম্বইয়ের ক্রুজে মাদক পার্টি থেকে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর তাঁর হয়ে লড়ার জন্য সতীশ মানেশিণ্ডের উপরই ভরসা রাখেন বলিউডের কিং খান ৷ জানা গিয়েছে, আরিয়ান শিকার করে নিয়েছেন যে তিনি গত চার বছর ধরে মাদক সেবন করছেন ৷

1993 সালে মুম্বই বিস্ফোরণ মামলায় অভিনেতা সঞ্জয় দত্তের হয়ে লড়েছিলেন মানেশিণ্ডে ৷ শুধু তাই নয়, 2007 সালে অস্ত্র আইনে অভিযুক্ত বলিউডের মুন্নাভাইয়ের সমর্থনে যে লিগাল টিম ছিল, তার অন্যতম সদস্য ছিলেন এই আইনজীবী ৷ সঞ্জুবাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলেও, যুক্তির জালে তাঁর জন্য জামিন আদায় করে নিয়েছিলেন মানেশিণ্ডে ৷

আরও পড়ুন: Aryan Khan: আরিয়ান-আরবাজকে পাশাপাশি বসিয়ে জেরা, মেসের খাবার খেতে হচ্ছে শাহরুখ-পুত্রকে

2002 সালে হিট-অ্যান্ড-রান মামলায় সলমন খানের হয়ে আদালতে লড়াই চালান তিনি ৷ দাবাং স্টারের জামিনও মিলেছিল তাঁরই হাত ধরে ৷ পরে এই মামলায় সলমনকে বেকসুর খালাস করে দেয় আদালত ৷ এর আগে, 1998 সালে ব্ল্যাকবাক শিকার মামলাতেও বলিউডের সুলতানের পক্ষের আইনজীবী ছিলেন মানেশিণ্ডেই ৷

অতি সম্প্রতিও তাঁর নাম খবরের শিরোনামে এসেছিল ৷ সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের পর তাঁর বাবা অভিনেতার গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করলে তাঁর মামলা হাতে নেন সতীশ মানেশিণ্ডে ৷ ওই একই মামলায় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর পক্ষেও লড়েন তিনি ৷ দু'জনেই পরবর্তীতে জামিনে মুক্তি পান ৷ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় অভিনেত্রী রাখি সাওয়ান্তের হয়েও লড়েছেন মানেশিণ্ডে ৷

আরও পড়ুন: Aryan Khan: শাহরুখ-পুত্র আরিয়ানকে দীর্ঘ সময়ে হেফাজতে চাইল এনসিবি

প্রয়াত রাম জেঠমালানির অ্যাপ্রেন্টিস ছিলেন সতীশ মানেশিণ্ডে ৷ সেখান থেকেই তাঁর কেরিয়ার শুরু ৷ দুঁদে আইনজীবী রাম জেঠমালানির তত্ত্বাবধানে বহু সেলিব্রিটির মামলায় কাজ করেছেন তিনি ৷ অভিজ্ঞতা সঞ্চয় সেখান থেকেই ৷ তাঁর অভিজ্ঞতা ও সাফল্যে বিশ্বাস রেখেই আরও একটা হাই-প্রোফাইল মামলায় তাঁর উপরই ভরসা রেখেছেন বলিউডের বাদশা ৷ আরিয়ানের মামলাতেও মানশিণ্ডে তাঁর সাফল্যের ধারা বজায় রাখতে পারেন কি না, সে দিকেই তাকিয়ে গোটা বলিউড ৷

আরও পড়ুন : SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

মুম্বই, 5 অক্টোবর : শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পক্ষে লড়ছেন আইনজীবী সতীশ মানেশিণ্ডে (Satish Maneshinde)৷ এই নামটি বলিউডে নতুন নয় ৷ এর আগে ফিল্মি দুনিয়ার বেশ কয়েকটি হাই-প্রোফাইল মামলা লড়েছেন এই দুঁদে আইনজীবী ৷ সাফল্যের হারও সাংঘাতিক ভাল ৷ এক সময়ে সঞ্জয় দত্ত (Sanjay Dutt), সলমন খান (Salman Khan) ও রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) মামলা যিনি নিজে হাতে সামলেছেন, ছেলের মুক্তির জন্য আপাতত তাঁরই দিকে তাকিয়ে রয়েছেন শাহরুখ খান ও গৌরী খান ৷

2 অক্টোবর মুম্বইয়ের ক্রুজে মাদক পার্টি থেকে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর তাঁর হয়ে লড়ার জন্য সতীশ মানেশিণ্ডের উপরই ভরসা রাখেন বলিউডের কিং খান ৷ জানা গিয়েছে, আরিয়ান শিকার করে নিয়েছেন যে তিনি গত চার বছর ধরে মাদক সেবন করছেন ৷

1993 সালে মুম্বই বিস্ফোরণ মামলায় অভিনেতা সঞ্জয় দত্তের হয়ে লড়েছিলেন মানেশিণ্ডে ৷ শুধু তাই নয়, 2007 সালে অস্ত্র আইনে অভিযুক্ত বলিউডের মুন্নাভাইয়ের সমর্থনে যে লিগাল টিম ছিল, তার অন্যতম সদস্য ছিলেন এই আইনজীবী ৷ সঞ্জুবাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলেও, যুক্তির জালে তাঁর জন্য জামিন আদায় করে নিয়েছিলেন মানেশিণ্ডে ৷

আরও পড়ুন: Aryan Khan: আরিয়ান-আরবাজকে পাশাপাশি বসিয়ে জেরা, মেসের খাবার খেতে হচ্ছে শাহরুখ-পুত্রকে

2002 সালে হিট-অ্যান্ড-রান মামলায় সলমন খানের হয়ে আদালতে লড়াই চালান তিনি ৷ দাবাং স্টারের জামিনও মিলেছিল তাঁরই হাত ধরে ৷ পরে এই মামলায় সলমনকে বেকসুর খালাস করে দেয় আদালত ৷ এর আগে, 1998 সালে ব্ল্যাকবাক শিকার মামলাতেও বলিউডের সুলতানের পক্ষের আইনজীবী ছিলেন মানেশিণ্ডেই ৷

অতি সম্প্রতিও তাঁর নাম খবরের শিরোনামে এসেছিল ৷ সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের পর তাঁর বাবা অভিনেতার গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করলে তাঁর মামলা হাতে নেন সতীশ মানেশিণ্ডে ৷ ওই একই মামলায় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর পক্ষেও লড়েন তিনি ৷ দু'জনেই পরবর্তীতে জামিনে মুক্তি পান ৷ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় অভিনেত্রী রাখি সাওয়ান্তের হয়েও লড়েছেন মানেশিণ্ডে ৷

আরও পড়ুন: Aryan Khan: শাহরুখ-পুত্র আরিয়ানকে দীর্ঘ সময়ে হেফাজতে চাইল এনসিবি

প্রয়াত রাম জেঠমালানির অ্যাপ্রেন্টিস ছিলেন সতীশ মানেশিণ্ডে ৷ সেখান থেকেই তাঁর কেরিয়ার শুরু ৷ দুঁদে আইনজীবী রাম জেঠমালানির তত্ত্বাবধানে বহু সেলিব্রিটির মামলায় কাজ করেছেন তিনি ৷ অভিজ্ঞতা সঞ্চয় সেখান থেকেই ৷ তাঁর অভিজ্ঞতা ও সাফল্যে বিশ্বাস রেখেই আরও একটা হাই-প্রোফাইল মামলায় তাঁর উপরই ভরসা রেখেছেন বলিউডের বাদশা ৷ আরিয়ানের মামলাতেও মানশিণ্ডে তাঁর সাফল্যের ধারা বজায় রাখতে পারেন কি না, সে দিকেই তাকিয়ে গোটা বলিউড ৷

আরও পড়ুন : SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.