ETV Bharat / sitara

Aryan Khan drug case: শাহরুখের মন্নতে এনসিবি, সমন অনন্যা পাণ্ডেকে - আরিয়ান খানের জামিন

আরিয়ান খান মাদক মামলার তদন্তে শাহরুখ খানের বাড়িতে গেল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ কিছু নথিতে সই করাতেই তারা মন্নতে যায় বলে খবর ৷ এ দিকে, এনসিবি-র আর একটি দল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতে তল্লাশি চালায় ৷ অনন্যাকে সমনও পাঠানো হয়েছে ৷

Aryan Khan drug case: NCB officials conducts raid at Shah Rukh Khan's residence Mannat and summons Ananya Pandey after house search
শাহরুখের মন্নতে হানা এনসিবি-র, সমন অনন্যা পাণ্ডেকে
author img

By

Published : Oct 21, 2021, 1:07 PM IST

Updated : Oct 21, 2021, 2:10 PM IST

মুম্বই, 21 অক্টোবর: আরিয়ান খান মাদক মামলার তদন্তে তৎপর নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ আজ সকালে বলিউডের মেগাস্টার শাহরুখ খানের বাড়িতে গেলেন এনসিবি-র আধিকারিকরা ৷ তল্লাশি চালানো হয় চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতে ৷ জিজ্ঞাসাবাদের জন্য অনন্যাকে সমন পাঠিয়েছে এনসিবি ৷ এ দিকে, বিশেষ এনডিপিএস আদালতেও আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ আগামী মঙ্গলবার 26 অক্টোবর হবে সেই আবেদনের শুনানি ৷

আজ সকালে শাহরুখ খানের বাড়িতে যান এনসিবি-র আধিকারিকরা ৷ তবে তল্লাশি চালানোর জন্য তাঁরা মন্নতে যাননি বলে খবর ৷ জানা গিয়েছে, আরিয়ানের অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস আছে কি না, তার খোঁজেই মন্নতে গিয়েছিল এনসিবি ৷ সে রকম কোনও ডিভাইস বাড়িতে থাকলে শাহরুখ খানকে তা এনসিবি-র হাতে তুলে দিতে বলা হয়েছে ৷ কারণ তদন্তের জন্য প্রতিটি ডিভাইসই খুবই প্রয়োজনীয় বলে জানিয়েছেন এনসিবি-র আধিকারিকরা ৷ এনসিবির এক আধিকারিক মন্নতে সাংবাদিকদের বলেছেন, তদন্ত চলছে ৷ এনসিবি কোনও ব্যক্তির সঙ্গে দেখা করলে বা তাঁর বাড়ি গেলেই তার অর্থ এটা হয় না যে, সেই ব্যক্তি মামলার সঙ্গে যুক্ত ৷ তদন্তের ক্ষেত্রে অনেক রকমের প্রক্রিয়া থাকে ৷

আরও পড়ুন: Shah Rukh Khan : মুখে কুলুপ এঁটে জেলবন্দি ছেলে আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ শাহরুখের

একইসঙ্গে, এনসিবি-র আর একটি দল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতেও হানা দেয় ৷ তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর অনন্যাকে সমন পাঠিয়েছে এনসিবি ৷ আজ সকালে অনন্যা পাণ্ডের বাড়িতে হানা দেয় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ জানা গিয়েছে, আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক প্রসঙ্গে অনন্যার কথা হয়েছে বলে জানতে পেরেছে এনসিবি ৷ বুধবার আরিয়ার খানের জামিনের শুনানির আগে এনডিপিএস আদালতে সেই চ্যাটের মেসেজ পেশ করা হয় ৷ অনন্যার বাড়ি থেকে আজ বেশ কিছু জিনিস এনসিবি বাজেয়াপ্ত করেছে বলেও খবর ৷ তাঁর ফোনও নিয়ে গিয়েছেন এনসিবি আধিকারিকরা ৷ এরপরই চাঙ্কি পাণ্ডের কন্যাকে সমন পাঠানো হয় ৷ তাঁকে আজ দুপুর 2টোয় এনসিবির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ মাদক মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ কয়েকদিন আগে থেকেই এনসিবি-র নজরে ছিল অনন্যা পাণ্ডের নাম ৷ তবে এনসিবি-র এক আধিকারিক এ প্রসঙ্গে বলেছেন, "কাউকে ডেকে পাঠানোর অর্থ এটা নয় যে সে অপরাধী ৷ এটা তদন্তেরই একটা অংশ ৷ তদন্তের জন্য আমরা সন্দেহভাজন ও সাক্ষীদের ডেকে পাঠাই ৷"

আরও পড়ুন : Aryan Khan : ফের শাহরুখ-পুত্র আরিয়ানের জামিনের আবেদন খারিজ

বুধবারও জামিনের আবেদন নাকচ হয়ে যায় আরিয়ান খানের ৷ তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাকেও জামিন দেয়নি মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে গিয়েছেন আরিয়ান খান ৷ তাঁর আইনজীবী এই মামলার শুনানি আগামিকাল অথবা পরের সপ্তাহে সোমবারই করার জন্য আবেদন জানিয়েছিলেন ৷ তবে আদালত জানিয়েছে, শুনানি হবে মঙ্গলবার অর্থাৎ 26 আক্টোবর ৷ আজ আর্থার রোড সংশোধনাগারে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান ৷ আরিয়ানের সঙ্গে তাঁর মিনিট 15 কথা হয় ৷

আরও পড়ুন: Aryan Khan : শাহরুখ-পুত্রের মুক্তি কামনা করে মসজিদে বিশেষ প্রার্থনা

মুম্বই-গোয়ার তটে প্রমোদতরীর মাদক পার্টি থেকে গত 2 অক্টোবর আরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টকেও গ্রেফতার করা হয়েছিল ৷ এছাড়াও মুনমুন ধামেচা, ইসমীত সিং, মোহক জয়সওয়াল, গোমিত চোপড়া, নূপুর সতিজা ও বিক্রান্ত ছোকারকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷

আরও পড়ুন: Javed Akhtar: হাই প্রোফাইল হওয়ার মূল্য দিচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি, আরিয়ানের পাশে জাভেদ আখতার

মুম্বই, 21 অক্টোবর: আরিয়ান খান মাদক মামলার তদন্তে তৎপর নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ আজ সকালে বলিউডের মেগাস্টার শাহরুখ খানের বাড়িতে গেলেন এনসিবি-র আধিকারিকরা ৷ তল্লাশি চালানো হয় চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতে ৷ জিজ্ঞাসাবাদের জন্য অনন্যাকে সমন পাঠিয়েছে এনসিবি ৷ এ দিকে, বিশেষ এনডিপিএস আদালতেও আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ আগামী মঙ্গলবার 26 অক্টোবর হবে সেই আবেদনের শুনানি ৷

আজ সকালে শাহরুখ খানের বাড়িতে যান এনসিবি-র আধিকারিকরা ৷ তবে তল্লাশি চালানোর জন্য তাঁরা মন্নতে যাননি বলে খবর ৷ জানা গিয়েছে, আরিয়ানের অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস আছে কি না, তার খোঁজেই মন্নতে গিয়েছিল এনসিবি ৷ সে রকম কোনও ডিভাইস বাড়িতে থাকলে শাহরুখ খানকে তা এনসিবি-র হাতে তুলে দিতে বলা হয়েছে ৷ কারণ তদন্তের জন্য প্রতিটি ডিভাইসই খুবই প্রয়োজনীয় বলে জানিয়েছেন এনসিবি-র আধিকারিকরা ৷ এনসিবির এক আধিকারিক মন্নতে সাংবাদিকদের বলেছেন, তদন্ত চলছে ৷ এনসিবি কোনও ব্যক্তির সঙ্গে দেখা করলে বা তাঁর বাড়ি গেলেই তার অর্থ এটা হয় না যে, সেই ব্যক্তি মামলার সঙ্গে যুক্ত ৷ তদন্তের ক্ষেত্রে অনেক রকমের প্রক্রিয়া থাকে ৷

আরও পড়ুন: Shah Rukh Khan : মুখে কুলুপ এঁটে জেলবন্দি ছেলে আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ শাহরুখের

একইসঙ্গে, এনসিবি-র আর একটি দল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতেও হানা দেয় ৷ তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর অনন্যাকে সমন পাঠিয়েছে এনসিবি ৷ আজ সকালে অনন্যা পাণ্ডের বাড়িতে হানা দেয় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ জানা গিয়েছে, আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক প্রসঙ্গে অনন্যার কথা হয়েছে বলে জানতে পেরেছে এনসিবি ৷ বুধবার আরিয়ার খানের জামিনের শুনানির আগে এনডিপিএস আদালতে সেই চ্যাটের মেসেজ পেশ করা হয় ৷ অনন্যার বাড়ি থেকে আজ বেশ কিছু জিনিস এনসিবি বাজেয়াপ্ত করেছে বলেও খবর ৷ তাঁর ফোনও নিয়ে গিয়েছেন এনসিবি আধিকারিকরা ৷ এরপরই চাঙ্কি পাণ্ডের কন্যাকে সমন পাঠানো হয় ৷ তাঁকে আজ দুপুর 2টোয় এনসিবির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ মাদক মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ কয়েকদিন আগে থেকেই এনসিবি-র নজরে ছিল অনন্যা পাণ্ডের নাম ৷ তবে এনসিবি-র এক আধিকারিক এ প্রসঙ্গে বলেছেন, "কাউকে ডেকে পাঠানোর অর্থ এটা নয় যে সে অপরাধী ৷ এটা তদন্তেরই একটা অংশ ৷ তদন্তের জন্য আমরা সন্দেহভাজন ও সাক্ষীদের ডেকে পাঠাই ৷"

আরও পড়ুন : Aryan Khan : ফের শাহরুখ-পুত্র আরিয়ানের জামিনের আবেদন খারিজ

বুধবারও জামিনের আবেদন নাকচ হয়ে যায় আরিয়ান খানের ৷ তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাকেও জামিন দেয়নি মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে গিয়েছেন আরিয়ান খান ৷ তাঁর আইনজীবী এই মামলার শুনানি আগামিকাল অথবা পরের সপ্তাহে সোমবারই করার জন্য আবেদন জানিয়েছিলেন ৷ তবে আদালত জানিয়েছে, শুনানি হবে মঙ্গলবার অর্থাৎ 26 আক্টোবর ৷ আজ আর্থার রোড সংশোধনাগারে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান ৷ আরিয়ানের সঙ্গে তাঁর মিনিট 15 কথা হয় ৷

আরও পড়ুন: Aryan Khan : শাহরুখ-পুত্রের মুক্তি কামনা করে মসজিদে বিশেষ প্রার্থনা

মুম্বই-গোয়ার তটে প্রমোদতরীর মাদক পার্টি থেকে গত 2 অক্টোবর আরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টকেও গ্রেফতার করা হয়েছিল ৷ এছাড়াও মুনমুন ধামেচা, ইসমীত সিং, মোহক জয়সওয়াল, গোমিত চোপড়া, নূপুর সতিজা ও বিক্রান্ত ছোকারকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷

আরও পড়ুন: Javed Akhtar: হাই প্রোফাইল হওয়ার মূল্য দিচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি, আরিয়ানের পাশে জাভেদ আখতার

Last Updated : Oct 21, 2021, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.