ETV Bharat / sitara

Arjun Kapoor on Ranbir Alia : রণবীর-আলিয়ার মধ্যে ঝগড়া লাগাতে চান অর্জুন ? - Arjun Kapoor on Ranbir Alia

রণবীর ও আলিায়ার মধ্যে রীতিমত ঝগড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে অর্জুন কাপুরের সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট ৷ পোস্টে কী এমন লিখলেন অভিনেতা (Arjun Kapoor New Post) ?

Arjun Kapoor on Ranbir Alia
ভাই এবং হবু ভ্রাতৃবধুর মধ্যে ঝগড়া লাগাতে চান অর্জুন
author img

By

Published : Feb 22, 2022, 2:00 PM IST

Updated : Feb 23, 2022, 12:09 PM IST

মুম্বই, 22 ফেব্রুয়ারি : অভিনেতা অর্জুন কাপুরের সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট বলিউডের কপোত-কপোতি রণবীর কাপুর এবং আলিায়া ভাটের মধ্যে রীতিমত কলহের কারণ হয়ে দাঁড়াতে পারে ৷ সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় তাঁর ভাইয়ের তোলা একটি ছবি শেয়ার করেছেন অর্জুন (Arjun Kapoor New Post) ৷ ছবিতে দেখা যায় দূর ব্য়াকগ্রাউন্ডে রয়েছে তাজ মহল আর ক্লোজ আপে ধরা পড়েছে অর্জুনের মুখ ৷ আপাতদৃষ্টিতে দেখতে গেলে ছবিটি অবশ্য় একেবারে নির্বিষ তবে এই ছবিতেই কিছু এমন কমেন্ট করেছেন অভিনেতা যা রীতিমত ঝগড়া বাঁধিয়ে দিতে পারে এই বলিযুগলের মধ্য়ে ৷

ছবির ক্যাপশনে মজা করে অর্জুন লেখেন, "যখন রণবীর কাপুর তাজ + আমার দ্বারা অনুপ্রাণিত হয়ে শিল্পী হিসাবে আবির্ভূত হন ৷" স্বাভাবিকভাবে নানারকম মন্তব্য়ে নিজেদের মতামত রাখছিলেন সকলে ৷ এরই মাঝে পোস্টটি দেখে রাকুল প্রীত সিং মন্তব্য় করেন, 'যাক অবশেষে তোমরা দু'জন তাজ দেখলে ৷'

আরও পড়ুন : খেলার মাঠের পর এবার কি বেয়ারের সঙ্গে জলে জঙ্গলে রণবীর ?

আর তাঁর এই মন্তব্য়ের পরেই ঠাট্টায় মেতে উঠেছেন অর্জুন ৷ তিনি লিখেছেন, "হ্য়াঁ রাকুলপ্রীত আলিয়ার সঙ্গে দেখার বদলে ও প্রথম আমার সঙ্গেই তাজ দেখল ৷" এই মন্তব্য়ের পর সোশ্য়াল মিডিয়ায় মন্তব্য়ের বন্য়া বয়ে গিয়েছে, কেউ কেউ যেমন আলিয়ার জন্য় দু:খ প্রকাশ করেছেন কেউ কেউ আবার মজায় মেতেছেন পুরো বিষয়টি নিয়ে ৷ চিত্র পরিচালক লভ রঞ্জনের বিবাহের জন্য়ই আপাতত আগ্রায় রয়েছেন রণবীর এবং অর্জুন ৷ অন্য়দিকে আলিয়া এখন ব্য়স্ত তাঁর ছবির প্রমোশন নিয়ে ৷

মুম্বই, 22 ফেব্রুয়ারি : অভিনেতা অর্জুন কাপুরের সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট বলিউডের কপোত-কপোতি রণবীর কাপুর এবং আলিায়া ভাটের মধ্যে রীতিমত কলহের কারণ হয়ে দাঁড়াতে পারে ৷ সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় তাঁর ভাইয়ের তোলা একটি ছবি শেয়ার করেছেন অর্জুন (Arjun Kapoor New Post) ৷ ছবিতে দেখা যায় দূর ব্য়াকগ্রাউন্ডে রয়েছে তাজ মহল আর ক্লোজ আপে ধরা পড়েছে অর্জুনের মুখ ৷ আপাতদৃষ্টিতে দেখতে গেলে ছবিটি অবশ্য় একেবারে নির্বিষ তবে এই ছবিতেই কিছু এমন কমেন্ট করেছেন অভিনেতা যা রীতিমত ঝগড়া বাঁধিয়ে দিতে পারে এই বলিযুগলের মধ্য়ে ৷

ছবির ক্যাপশনে মজা করে অর্জুন লেখেন, "যখন রণবীর কাপুর তাজ + আমার দ্বারা অনুপ্রাণিত হয়ে শিল্পী হিসাবে আবির্ভূত হন ৷" স্বাভাবিকভাবে নানারকম মন্তব্য়ে নিজেদের মতামত রাখছিলেন সকলে ৷ এরই মাঝে পোস্টটি দেখে রাকুল প্রীত সিং মন্তব্য় করেন, 'যাক অবশেষে তোমরা দু'জন তাজ দেখলে ৷'

আরও পড়ুন : খেলার মাঠের পর এবার কি বেয়ারের সঙ্গে জলে জঙ্গলে রণবীর ?

আর তাঁর এই মন্তব্য়ের পরেই ঠাট্টায় মেতে উঠেছেন অর্জুন ৷ তিনি লিখেছেন, "হ্য়াঁ রাকুলপ্রীত আলিয়ার সঙ্গে দেখার বদলে ও প্রথম আমার সঙ্গেই তাজ দেখল ৷" এই মন্তব্য়ের পর সোশ্য়াল মিডিয়ায় মন্তব্য়ের বন্য়া বয়ে গিয়েছে, কেউ কেউ যেমন আলিয়ার জন্য় দু:খ প্রকাশ করেছেন কেউ কেউ আবার মজায় মেতেছেন পুরো বিষয়টি নিয়ে ৷ চিত্র পরিচালক লভ রঞ্জনের বিবাহের জন্য়ই আপাতত আগ্রায় রয়েছেন রণবীর এবং অর্জুন ৷ অন্য়দিকে আলিয়া এখন ব্য়স্ত তাঁর ছবির প্রমোশন নিয়ে ৷

Last Updated : Feb 23, 2022, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.