ETV Bharat / sitara

Nirbhaya Poster: ন্যায়বিচারের প্রার্থনায় লক্ষ্মী পুজোয় হাজির 'নির্ভয়া'র পোস্টার - ধর্ষণ নিয়ে ছবি

নির্ভয়ার (Nirbhaya) ঘটনাকে বড় পর্দায় আনছেন পরিচালক অংশুমান প্রত্যুষ (Anshuman Pratyush) । তাঁর ছবি 'নির্ভয়া'র ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হল লক্ষ্মী পুজোর দিন ৷

anshuman-pratyushs-film-nirbhayas-first-look-poster-released-on-lakshmi-puja
ন্যায়বিচারের প্রার্থনায় লক্ষ্মী পুজোয় হাজির 'নির্ভয়া'র পোস্টার
author img

By

Published : Oct 21, 2021, 1:44 PM IST

কলকাতা, 21 অক্টোবর : সমাজের বুকে দিনদিন বেড়েই চলেছে ধর্ষণের ঘটনা । নির্ভয়ার স্মৃতি এখনও তাজা হলেও সেই প্রবণতা কমার কোনও লক্ষণ নেই ৷ দিল্লির গণধর্ষিতার যন্ত্রণা তুলে ধরেই এবার ছবি তৈরি করছেন অংশুমান প্রত্যুষ (Anshuman Pratyush) ৷ লক্ষ্মী পুজোয় প্রকাশিত হল 'নির্ভয়া'র (Nirbhaya) পোস্টার ৷

পূর্ণিমা তিথিতে সবাই যখন ধন-সমৃদ্ধির দেবীর আরাধনায় ব্যস্ত, তখন সুখ, সমৃদ্ধি, দয়া-দাক্ষিণ্য নয়, সরাসরি ন্যায়বিচারের দাবি নিয়ে উপস্থিত ‘নির্ভয়া’ । অশ্রুতে ঝরে পড়ছে ভ্রূণ । কান্নায় স্নাত মুখে স্পষ্ট ধর্ষণ পরবর্তী অপমান, অসম্মান, হরেক রকম প্রশ্নের জালে জেরবার হওয়ার অভিব্যক্তি । এমন মরমী পোস্টার তথা ফার্স্ট লুক'টির নির্মাতা একতা ভট্টাচার্য । এক মেয়ের যন্ত্রণার চিত্র খুব দক্ষ হাতে গড়ে তুলেছেন তিনি । এক নারীর যন্ত্রণা এক নারীই বোঝে, এ কথা স্পষ্ট সেই পোস্টারে ।

আরও পড়ুন: Antardhan Movie : 'অন্তর্ধান' রহস্য উন্মোচন ১০ ডিসেম্বর, ট্রেলার নভেম্বরে

2012-র ডিসেম্বরে রাজধানী দিল্লিতে ঘটে নির্ভয়া গণধর্ষণ কাণ্ড । সেই ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ । বিচারের আশায় পথে নেমেছিল হাজার হাজার মানুষ । বিচার পেতে সময় লেগেছিল পাক্কা সাতটি বছর । সেই নির্মম ঘটনাকেই এ বার বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক অংশুমান প্রত্যুষ । প্রত্যুষ এন্টারটেনমেন্ট ও অমৃক এন্টারটেনমেন্ট স্পেস-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakrabarty), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) ও শান্তিলাল মুখোপাধ্যায় ।

আরও পড়ুন : প্রথম সপ্তাহে বক্স অফিসে কামাল দেখাল 'গোলন্দাজ', আপ্লুত দেব

এছাড়াও এই ছবির হাত ধরেই বড় পর্দায় ডেবিউ করছেন ছোটপর্দার জনপ্রিয় শিশুশিল্পী হিয়া দে । অর্থাৎ ‘পটলকুমার গান‌ওয়ালা’ মেগা ধারাবাহিকের পটল । এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে মেগা ধারাবাহিক ‘ফেলনা’-তে ।

আরও পড়ুন: Shah Rukh Khan : মুখে কুলুপ এঁটে জেলবন্দি ছেলে আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ শাহরুখের

ধর্ষণ রুখতে কঠোর আইন, শাস্তি জারি থাকলেও 'ধর্ষণ' নামক প্রবণতার কি কিছু এসে যায় তাতে ? এই প্রশ্নের উত্তর দিতেই আসছে 'নির্ভয়া'।

আরও পড়ুন: Bijoya Boithok : নাচে-গানে-আড্ডায় টেলিভিশন সংসারের বিজয়া বৈঠক

কলকাতা, 21 অক্টোবর : সমাজের বুকে দিনদিন বেড়েই চলেছে ধর্ষণের ঘটনা । নির্ভয়ার স্মৃতি এখনও তাজা হলেও সেই প্রবণতা কমার কোনও লক্ষণ নেই ৷ দিল্লির গণধর্ষিতার যন্ত্রণা তুলে ধরেই এবার ছবি তৈরি করছেন অংশুমান প্রত্যুষ (Anshuman Pratyush) ৷ লক্ষ্মী পুজোয় প্রকাশিত হল 'নির্ভয়া'র (Nirbhaya) পোস্টার ৷

পূর্ণিমা তিথিতে সবাই যখন ধন-সমৃদ্ধির দেবীর আরাধনায় ব্যস্ত, তখন সুখ, সমৃদ্ধি, দয়া-দাক্ষিণ্য নয়, সরাসরি ন্যায়বিচারের দাবি নিয়ে উপস্থিত ‘নির্ভয়া’ । অশ্রুতে ঝরে পড়ছে ভ্রূণ । কান্নায় স্নাত মুখে স্পষ্ট ধর্ষণ পরবর্তী অপমান, অসম্মান, হরেক রকম প্রশ্নের জালে জেরবার হওয়ার অভিব্যক্তি । এমন মরমী পোস্টার তথা ফার্স্ট লুক'টির নির্মাতা একতা ভট্টাচার্য । এক মেয়ের যন্ত্রণার চিত্র খুব দক্ষ হাতে গড়ে তুলেছেন তিনি । এক নারীর যন্ত্রণা এক নারীই বোঝে, এ কথা স্পষ্ট সেই পোস্টারে ।

আরও পড়ুন: Antardhan Movie : 'অন্তর্ধান' রহস্য উন্মোচন ১০ ডিসেম্বর, ট্রেলার নভেম্বরে

2012-র ডিসেম্বরে রাজধানী দিল্লিতে ঘটে নির্ভয়া গণধর্ষণ কাণ্ড । সেই ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ । বিচারের আশায় পথে নেমেছিল হাজার হাজার মানুষ । বিচার পেতে সময় লেগেছিল পাক্কা সাতটি বছর । সেই নির্মম ঘটনাকেই এ বার বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক অংশুমান প্রত্যুষ । প্রত্যুষ এন্টারটেনমেন্ট ও অমৃক এন্টারটেনমেন্ট স্পেস-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakrabarty), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) ও শান্তিলাল মুখোপাধ্যায় ।

আরও পড়ুন : প্রথম সপ্তাহে বক্স অফিসে কামাল দেখাল 'গোলন্দাজ', আপ্লুত দেব

এছাড়াও এই ছবির হাত ধরেই বড় পর্দায় ডেবিউ করছেন ছোটপর্দার জনপ্রিয় শিশুশিল্পী হিয়া দে । অর্থাৎ ‘পটলকুমার গান‌ওয়ালা’ মেগা ধারাবাহিকের পটল । এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে মেগা ধারাবাহিক ‘ফেলনা’-তে ।

আরও পড়ুন: Shah Rukh Khan : মুখে কুলুপ এঁটে জেলবন্দি ছেলে আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ শাহরুখের

ধর্ষণ রুখতে কঠোর আইন, শাস্তি জারি থাকলেও 'ধর্ষণ' নামক প্রবণতার কি কিছু এসে যায় তাতে ? এই প্রশ্নের উত্তর দিতেই আসছে 'নির্ভয়া'।

আরও পড়ুন: Bijoya Boithok : নাচে-গানে-আড্ডায় টেলিভিশন সংসারের বিজয়া বৈঠক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.